পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্মব্যস্ততার প্রথম দিন ভালোবাসা ও রোমান্সের জন্য উপযুক্ত মিথুনরাশির, বাকিদের কেমন কাটবে ? - Daily Horoscope

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Etv Bharat
ইটিভি ভারত রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:50 AM IST

Updated : Dec 11, 2023, 9:28 AM IST

মেষ : জীবনসঙ্গীর সঙ্গে অতীতে হওয়া কোনও সমস্যার সমাধান করতে হতে পারে আপনাকে । প্রিয়জনের সঙ্গে বিষয়বস্তু নিয়ে আলোচনা করুন যাতে ভুল বোঝাবুঝির কোনও অবকাশ না থাকে । আপনার সমস্যা সমাধানের মানসিকতা সম্পর্কে মাধুর্য ধরে রাখবে । আপনি হয়ত উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কাজ করতে ও সম্পত্তি নিয়ে বিবাদ মেটাতে সক্ষম হবেন । পেশাদারী জীবনে, আপনার মেজাজের ওঠানামা সমস্যা তৈরি করতে পারে । দিনের দ্বিতীয়ার্ধ অফিসের রুটিন কাজে ঢিমেতালে কাটতে পারে । সুযোগ পেলে কাঁধে নতুন দায়িত্বের ভার অবশ্যই নিন ।

বৃষ :আপনার ও জীবনসঙ্গীর মধ্যে বোঝাপড়া আরও ভালো হয়ে ওঠার কারণে প্রেমজীবন আজ আনন্দে ভরে থাকবে । একসঙ্গে ভালো সময় কাটানোর পিছনে এরই ভূমিকা থাকবে । আজকের দিনে চাপমুক্ত প্রেমজীবন আপনার জন্য অপেক্ষা করছে । বাস্তববাদী মানসিকতা আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সাহায্য করতে পারে । আপনি হয়ত শুধুমাত্র জরুরি জিনিসের পিছনেই খরচ করার চেষ্টা করবেন । কাজের জায়গায় আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজকের দিনটিকে অসাধারণ করে তুলবে । আপনি যে আপনার সংস্থার একজন মূল্যবান সম্পদ, সঠিক বিচার বিবেচনা তা সবার সামনে তুলে ধরবে ।

মিথুন : ভালোবাসা ও রোমান্সের জন্য আজ উপযুক্ত দিন । প্রেয়সীর সঙ্গে আপনার সম্পর্ক অসাধারণ হতে পারে । কাছের বন্ধুদের সান্নিধ্যে আনন্দময় সন্ধ্যা কাটাতে পারেন । আর্থিক দিক থেকে গ্রহ-নক্ষত্র আপনার অনুকূলে নাও থাকতে পারে আজ ৷ কাজেই ফাটকা জাতীয় কার্যকলাপ বিশেষত জুয়া খেলাতে জড়িয়ে পড়বেন না । আপনার বর্তমান আর্থিক পরিস্থিতিতেই তৃপ্ত থাকতে শিখুন । কাজের জায়গায় আপনার যোগাযোগের ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজ । মিটিং ও আলোচনাসভা নিয়ে প্রবল ব্যস্ত থাকবেন । আপনার পেশাদারী মনোভাব প্রশংসিত হবে ।

কর্কট :জীবনসঙ্গীর সহজাত বোধ আপনাদের প্রেমজীবনে কিছু ব্যাঘাত সৃষ্টি করতে পারে । প্রেমের শিখা প্রজ্জ্বলিত রাখার জন্য আপনার উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন হতে পারে । দিনের পরের দিকে ফাটকা জাতীয় কাজকর্ম করলে তা ফলপ্রসূ হতে পারে । সংক্ষেপে বললে, আর্থিক দিক আপনার ভালো যেতে পারে । কর্মক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না । এই সময়ে যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির সম্মুখীন হবেন, সেগুলি লিখে রাখতে ভুলবেন না । শেষ পর্যন্ত দিনটি ইতিবাচকভাবেই শেষ হবে ।

সিংহ : জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক লালন করার জন্য আপনাকে মেজাজ ঠান্ডা রাখতে হবে । যদিও আপনি তাদের মানসিক সমর্থন পাবেন । অবিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কগুলিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে । মুক্তহস্তে খরচ করা বন্ধ করার ফলে আপনি হয়ত ব্যয়ের ওপরে লাগাম টানতে পারবেন । কর্মক্ষেত্রে, নিজের মনকে মাথার কথা শুনে চালানোর সময় এটা নয় ! আগ্রাসী মনোভাব এড়িয়ে চলুন, কেননা মেজাজ হারানো বিষয়বস্তুকে শুধুমাত্র আরও খারাপ করে দিতে পারে । মাথা ঠান্ডা রাখুন, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ।

কন্যা :কোনও সামাজিক জমায়েত আপনার সন্ধ্যাকে অপরিসীম খুশি ও আনন্দে ভরিয়ে তুলতে পারে । পুরনো কোনও বন্ধুর আকস্মিক ফোন কল আপনার মনকে স্মৃতিমেদুর করে তুলতে পারে । প্রিয়জনের সঙ্গে কিছু মজার মুহূর্ত কাটাতে পারেন আজ । গভীর চিন্তাভাবনা করে কোনও বিষয়কে জটিল করে তোলার বদলে আজ আপনি সবকিছুকে সহজ করে তুলতে চাইবেন । আজকে কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না । কর্মক্ষেত্রে মসৃণ অগ্রগতির ইঙ্গিত আছে । সঠিক তদারকির মাধ্যমে ছোট লেনদেন থেকেও বিশাল লাভ পাওয়া যেতে পারে । কাজের জায়গায় মানসিক চাপ জাতীয় কিছু চ্যালেঞ্জ সামলাতে হতে পারে ।

তুলা : সম্পর্কের প্রতি অঙ্গীকারের কারণে আপনি সেই বিশেষ ব্যক্তির কাছে হৃদয় উজাড় করে দিতে চাইবেন । কোনও মূল্যবান উপহার দিয়ে আপনি হয়ত প্রিয়জনকে আপনার আনুগত্যের আশ্বাস দিতে পারেন । আর্থিক ক্ষেত্রে, আপনি সম্ভবত আপনার ব্যক্তিগত প্রয়োজন ও দরকারের দিকে বেশি মনোযোগ দেবেন । যদিও আপনি বুদ্ধিমানের মতো ব্যয়ের সীমার মধ্যে থেকেই খরচ করবেন । কাজের ক্ষেত্রে আপনি দ্বিধায় ভুগতে পারেন, কেননা আপনার সামনে অনেকগুলি বিকল্প খোলা থাকবে । পরামর্শ এই যে, ধন্দে থাকলে বয়োজ্যেষ্ঠ ও অগ্রজদের সাহায্য চান ।

বৃশ্চিক : ব্যক্তিগত ও পেশাদারী জীবনের মধ্যে ভারসাম্য নিয়ে আসা সবথেকে গুরুত্বপূর্ণ । জটিল পরিস্থিতি আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে আজ ৷ কিন্তু প্রিয়জন আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে । আর্থিক দিকে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হতে পারে এবং ব্যর্থতা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যেতে হবে । অত্যধিক চিন্তা করলে কাঙ্খিত ফলের উলটো ফল পাবেন । কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সামলানোর সময় আপনাকে সতর্ক থাকতে হতে পারে । নিরাপদে থাকার জন্য ও পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই সমস্যার সমাধানের জন্য স্পষ্টতা আনার চেষ্টা করুন ৷

ধনু : বিভিন্ন জায়গায় প্রেয়সীর সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে ৷ কাজেই প্রেমজীবন সঠিকভাবে চলছে বলে মনে হবে । প্রণয়ীর সঙ্গে আরও দৃঢ় সংযোগ প্রতিষ্ঠিত হবে । আজকের দিনে আর্থিক ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে । আপনার বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি গ্রহ-নক্ষত্রও আপনার অনুকূলে থাকবে ৷ যার ফলে আপনার কিছু লাভ হতে পারে আজ । পেশাদারী জীবনেও অনুরূপ আশা রাখুন ৷ কেননা আপনি হয় আরাম করার ও সহকর্মীদের সঙ্গে আনন্দ উপভোগ করার সময় পাবেন । সুযোগের হাতছানি আসতে পারে, কাজেই সজাগ থাকুন ।

মকর : প্রবল কর্মব্যস্ততার কারণে আপনার পরিবার বঞ্চিত বোধ করতে পারেন । অতি অবশ্যই কাজের মধ্যে থেকে সময় বের করুন, যাতে পরিবার ও প্রণয়ীর সঙ্গে ভালো সময় কাটাতে পারেন । আর্থিক ক্ষেত্রে আপনি হয়ত ব্যবসার কাজ বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে চাইবেন । যদিও নিশ্চিত করুন যে মাত্রাতিরিক্ত খরচ করছেন না । ব্যক্তিগত জীবনের বদলে পেশাগত জীবনের দিকে মনোযোগ দিন । যাই হোক, আপনি খুবই দক্ষতার সঙ্গে আপনার দৈনন্দিন কার্যকলাপগুলির পরিকল্পনা করবেন । নতুন কোনও প্রকল্প আপনার জন্য ভালো হতে পারে । সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাহায্য করতে পারে ।

কুম্ভ : আপনি হয়ত একা সময় কাটাবেন আজ ৷ কাজেই প্রেমজীবন একঘেয়ে ও নীরস হয়ে উঠবে । আপনার সঙ্গীর মেজাজ ভালো নাও থাকতে পারে ৷ কাজেই এই দূরত্ব যাতে বর্তমান সম্পর্কে প্রভাব না ফেলে তা নিশ্চিত করুন । আপনার ইতিবাচক মনোভাব ও কৌশলগত দক্ষতা আর্থিক ক্ষেত্রে আপনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে । অফিসে প্রচুর কাজের চাপে আপনার শক্তি হয়ত নিঃশেষিত হয়ে যাবে । ক্লান্তির জন্য আপনার হয়ত আর অফিসের নিয়মিত কাজ করার ক্ষমতা থাকবে না ৷ তাই আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাইবেন । কিন্তু আজ হয়ত সেই সুযোগ পাবেন না ।

মীন : রোমান্টিক দিক থেকে আপনি হয়ত আজ আনন্দের সর্ব্বোচ্চ শিখরে থাকবেন । প্রিয়জনের সঙ্গে কিছু আনন্দময় মুহূর্ত আপনার মেজাজ পালটে দেবে । একটি আনন্দঘন ও মধুর সম্পর্ক মুকুলিত হতে পারে । আর্থিকভাবে, কিছু বিদেশী যোগাযোগ আপনার আর্থিক অবস্থার উন্নতির সহায়ক প্রমাণিত হতে পারে । আপনার লাভ বাড়ানোর জন্য দিনের অন্য ভাগটিকে কাজে লাগান । কর্মজীবনে আপনি হয়ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন । নিজ অবস্থান উপভোগ করুন ও কাজকে ভালোবাসুন । অনিশ্চয়তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অবলম্বন করলে সাহায্য হবে ।

আরও পড়ুন :

1 শুরুতেই ঝোড়ো ইনিংস শীতের, কলকাতায় পারদ নামতে পারে 15 ডিগ্রিতে

2দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ

3আছাড় মেরে পা দিয়ে পিষে মারা হল কুকুরছানাকে, গ্রেফতার অভিযুক্ত

Last Updated : Dec 11, 2023, 9:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details