ভিরুধুনগর (তামিলনাড়ু), 12 ফেব্রুয়ারি: তামিলনাড়ুর বিরুধুনগরে বাজি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল 15 জন। গুরুতর জখম হয়েছেন আরও ৩৬ জন। কারখানায় বাজি তৈরির সময়ই এই বিস্ফোরণ ঘটে।
সাত্তুরের আচানকুলাম গ্রামে কারখানায় তখন বাজি তৈরিতে ব্যস্ত ছিলেন কর্মীরা। বেলা দেড়টার সময় আচমকাই তীব্র শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 15 জন শ্রমিকের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিদগ্ধ হয়েছেন 36 জন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: তেলের খনির সন্ধানে রাতে ডিনামাইট বিস্ফোরণ, ক্ষতি চাষের জমি ও বসতবাড়ির
বিজয়াকারিসালকুলামের সাথিভেলের মালিকানাধীন এই কারখানায় কাজ করেন শতাধিক মানুষ। এই ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে কর্মীদের মধ্য়ে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ''তামিলনাড়ুর বিরুধুনগরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা দুঃখজনক। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। জখমরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই প্রার্থনা করি।''