পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Child Death in Maharashtra: গলায় জেলি লজেন্স আটকে সাতারায় শিশুকন্যার মৃত্যু

জেলি লজেন্স গলায় আটকে 1 বছরের শিশুকন্যার মৃত্যু হল মহারাষ্ট্রের সাতারায় (1 Year Old Dies After Jelly Candy Stuck in Throat) ৷ বড়দিনের রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

By

Published : Dec 27, 2022, 11:37 AM IST

1 Year Old Dies After Jelly Candy Stuck in Throat ETV BHARAT
গলায় জেলি লজেন্স আটকে মহারাষ্ট্রের শিশুমৃত্যু

সাতারা (মহারাষ্ট্র), 27 ডিসেম্বর: গলায় জেলি লজেন্স আটকে মৃত্যু হল এক বছরের শিশুকন্যার (1 Year Old Dies After Jelly Candy Stuck in Throat) ৷ বড়দিনের রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলার করমবীর নগরে ৷ জানা গিয়েছে, শর্বরী সুধীর যাদব নামে ওই শিশুকে রাতেই তার বাবা-মা এবং প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, শিশুটির গলায় ওই জেলি লজেন্স আটক যাওয়ার কারণে, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷

জানা গিয়েছে, ওই শিশুটির পাশের বাড়িতে একটি বাচ্চা মেয়ে থাকে ৷ শনিবার রাতে শর্বরীকে একটি জেলি লজেন্স খেতে দেয় ওই বাচ্চাটি ৷ কিন্তু, মাত্র 1 বছরের শর্বরী সেই লজেন্সটি একবারে গিলে ফেলে ৷ যার ফলে তার গলায় সেটি আটকে শ্বাসরোধ হয়ে যায় ৷ সেই মুহূর্তে তার কাশি হতে শুরু করে এবং ক্ষণিকের মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় ৷ মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে শিশুটির বাবা তাঁর প্রতিবেশীকে ডাকেন ৷ তাঁরা সকলে মিলে 1 বছরের শিশুকন্যাকে নিয়ে সাতারা জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, চিকিৎসকরা কিছু করে ওঠার আগেই শ্বাসরোধ হয়ে মারা যায় সে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, শিশুটি একটি জেলি লজেন্স খাচ্ছিল ৷ কিন্তু, সেটি তার গলা আটকে যায় এবং কিছুক্ষণের মধ্যে সে জ্ঞান হারিয়ে ফেলে ৷ প্রতিবেশীর সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে ৷ চিকিৎসক জানিয়েছেন, শিশুটির গলা লজেন্স আটকে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে যায় ৷ এর ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় একরত্তির ৷ মেয়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালেই জ্ঞান হারান শিশুটির মা ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সাতারা জেলার স্বাস্থ্য আধিকারিক পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন ৷

আরও পড়ুন:গাড়ি থেকে শিশুকে ছুড়ে ফেলল দুষ্কৃতীরা, ঘটনাস্থলেই মৃত্যু, মা-কেও যৌন হেনস্থা!

একই রকম ঘটনা 2017 সালে কেরলের কোজিকোড় জেলায় ঘটেছিল ৷ সেখানে 4 বছরের একটি শিশুপুত্র জেলি লজেন্স একবারে গিলে ফেলে ৷ কিন্তু, তার শ্বাসনালীতে সেটি আটকে যায় ৷ সেই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল প্রশাসনের তরফে ৷ এমনকি কোজিকোড় শহরে জেলি লজেন্স বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details