কানপুর :1.4 কোটি টাকা ভর্তি ট্রলি উদ্ধার হল স্বতন্ত্রতা সংগ্রাম সেনাই স্পেশাল ট্রেন থেকে ৷ টাকা বোঝাই ট্রলি প্রথম দেখতে পান এক কর্মী ৷ খবর দেওয়া হয় রেল পুলিশকে ৷ তারা এসে ব্যাগটি বাজেয়াপ্ত করেন ৷
সোমবার রাতে ট্রেনটি দিল্লি থেকে বিহারের জয়নগরের দিকে যাচ্ছিল ৷ একটি লাল ট্রলি পড়ে থাকতে দেখে সন্দেহ দাঁনা বাাঁধে এক কর্মীর ৷ ব্যাগটি খুলতেই তার চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ৷ ব্যাগে থাকে থাকে সাজানো টাকার নোট ৷ ঘোর কাটতেই প্রথমে তিনি তারঁ সহকর্মীদের বিষয়টি জানান ৷ পরে তারা খবর দেন রেল পুলিশকে ৷ রেল পুলিশ এসে ট্রলিটি তাদের হেফাজতে নেন ৷ খবর দেওয়া হয় আয়কর দপ্তরে ৷ সোমবার রাতে টাকা উদ্ধারের পর গতকাল টাকা গোনা শেষ হয় ৷ কে বা কারা এই ট্রলিটি ফেলে রেখে গেছে তাদের কোনও হদিশ পায়নি রেলপুলিশ ৷