ETV Bharat / state

Fear over NRC grips West Bengal

Panic over the National Register of Citizens seems to be spreading across West Bengal as people are queuing up at government and municipal offices to get their documents or to rectify the old ones. On the other hand, the Chief Minister of West Bengal Mamta Banerjee while addressing an administrative meeting said that NRC will not be carried out in the state.

Fear over NRC grips West Bengal
author img

By

Published : Sep 26, 2019, 2:11 PM IST

Updated : Sep 26, 2019, 7:41 PM IST

Kolkata: Amid fears that NRC could be implemented in West Bengal hundreds of people queued up at government and municipal offices here and across the state for necessary documents.

The omission of a large number of Hindu Bengalis from the final NRC list in BJP-ruled Assam has evidently created fear among the people in West Bengal, which has seen influx of millions of people from Bangladesh.

The repeated assertions by Prime Minister Narendra Modi and Union Home Minister Amit Shah during the Lok Sabha poll campaign that NRC would be implemented in West Bengal has apparently deepened the fear.

Fear over NRC grips West Bengal

Large queues were seen outside Kolkata Municipal Corporation (KMC) headquarters and other division offices in the city and BDO offices in other parts of Bengal as people waited for their turn in search of land and other necessary documents.

In rural Bengal similar picture was witnessed outside various government and panchayat offices.

"I have come here to issue my ration card. I'm waiting here from 7 am and its already 11 am now. It's so chaotic here and the concerned officer has not yet come," said Rabeya Begum, who was seen standing outside the civic body's headquarters in the city.

"It's a long cue. I'm standing here from 8 am. I am here to make corrections in my official documents." said another local named Mohsin Ali.

"For the necessary corrections in all the newly issued as well as old ration cards, the state government has issued an order. According to that, the correction process will begin at different camps of the block and administrative offices," said Block officer, Ranadeb Das.

However, the TMC government asserted that it will not allow implementation of the contentious NRC in the state.

"We are requesting the people not to panic at all. There will be no NRC in Bengal. The TMC government will never allow it. As long as TMC government is in power not a single person will be touched," Kolkata Mayor and senior minister Firhad Hakim told reporters.

West Bengal Chief Minister and TMC supremo Mamata Banerjee on Monday accused BJP of creating panic over NRC and had iterated she will not allow NRC exercise in the state.

Also read: CBI directs Rajeev Kumar to appear before it on Thursday

Kolkata: Amid fears that NRC could be implemented in West Bengal hundreds of people queued up at government and municipal offices here and across the state for necessary documents.

The omission of a large number of Hindu Bengalis from the final NRC list in BJP-ruled Assam has evidently created fear among the people in West Bengal, which has seen influx of millions of people from Bangladesh.

The repeated assertions by Prime Minister Narendra Modi and Union Home Minister Amit Shah during the Lok Sabha poll campaign that NRC would be implemented in West Bengal has apparently deepened the fear.

Fear over NRC grips West Bengal

Large queues were seen outside Kolkata Municipal Corporation (KMC) headquarters and other division offices in the city and BDO offices in other parts of Bengal as people waited for their turn in search of land and other necessary documents.

In rural Bengal similar picture was witnessed outside various government and panchayat offices.

"I have come here to issue my ration card. I'm waiting here from 7 am and its already 11 am now. It's so chaotic here and the concerned officer has not yet come," said Rabeya Begum, who was seen standing outside the civic body's headquarters in the city.

"It's a long cue. I'm standing here from 8 am. I am here to make corrections in my official documents." said another local named Mohsin Ali.

"For the necessary corrections in all the newly issued as well as old ration cards, the state government has issued an order. According to that, the correction process will begin at different camps of the block and administrative offices," said Block officer, Ranadeb Das.

However, the TMC government asserted that it will not allow implementation of the contentious NRC in the state.

"We are requesting the people not to panic at all. There will be no NRC in Bengal. The TMC government will never allow it. As long as TMC government is in power not a single person will be touched," Kolkata Mayor and senior minister Firhad Hakim told reporters.

West Bengal Chief Minister and TMC supremo Mamata Banerjee on Monday accused BJP of creating panic over NRC and had iterated she will not allow NRC exercise in the state.

Also read: CBI directs Rajeev Kumar to appear before it on Thursday

Intro:মালদা, ২০ সেপ্টেম্বর : এনআরসি গুজব ছড়িয়ে পড়েছে চারদিকে৷ শহর থেকে গ্রাম, প্রতিটি মানুষ এখন নিজেদের যাবতীয় তথ্য নথিভূক্ত করতে তৎপর৷ তার ছবি ধরা পড়েছে চাঁচল ব্লক প্রশাসনিক ভবন চত্বরে৷ রেশন কার্ড তৈরি করতে কিংবা তাতে থাকা ভুল সংশোধনের জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত হত্যে দিচ্ছে হাজার হাজার মানুষ৷ শিকেয় উঠেছে ব্লক প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম৷ ওই চত্বরে থাকা পশু হাসপাতাল প্রায় বন্ধ হয়ে গেছে৷ এই পরিস্থিতিতে এনআরসি ইশ্যুতে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত হতে বারণ করছে ব্লক প্রশাসন৷Body:         প্রতিদিনের মতো আজও সকাল ৬টা থেকেই ব্লক প্রশসানিক ভবন চত্বরে ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা৷ প্রত্যেকের মুখেই কেমন যেন আতঙ্কের ছাপ৷ কিন্তু নিজেদের আতঙ্কের বিষয়ে কেউ কিছু বলতে নারাজ৷ সবাই নিজের এবং পরিবারের সবার রেশন কার্ড নিয়ে আতঙ্কিত৷ কারণ, গুজব ছড়িয়েছে, রেশন কার্ড, আধার কার্ড কিংবা ভোটার কার্ডের মতো নথিতে কোনও ভুল থাকলে এনআরসি তালিকায় নাম উঠে যাবে৷ সেই তালিকায় যাদের নাম থাকবে, তাদের দেশ থেকে তাড়ানো হবে৷ তাই আজ সকাল ৭টা থেকে রেশন কার্ড তৈরির জন্য ব্লক প্রশাসন চত্বরের ক্যাম্পে লাইন দিয়েছেন স্থানীয় ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের খোসালপুর গ্রামের রাবেয়া বিবি৷ জানালেন, "রেশন কার্ড বানাতে এসেছি৷ সকাল ৭টা থেকে লাইন দিয়েছি৷ কিন্তু সকাল ১১টাতেও কাজ শুরু হয়নি৷ তবে আজ কার্ডের কাগজপত্র জমা দিয়েই ফিরব৷" ওই গ্রাম পঞ্চায়েতরই মন্দাপাড়ার বাসিন্দা মহসিন আলি বলেন, "সকাল ৮টা থেকে লাইন দিয়েছি৷ নতুন রেশন কার্ড তৈরি করতে হবে৷ ব্লকের খাদ্য দপ্তরের কর্মীরা কাজ শুরু করেছেন৷ সমস্ত কাগজপত্র জমা দিয়ে বাড়ি ফিরব৷" মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের নদীশিক গ্রামের ইজরাইল শেখ বলেন, "আমার রেশন কার্ডে নাম ভুল রয়েছে৷ নাম ঠিক করাতে এর আগেও দু'বার সমস্ত নথিপত্র জমা দিয়েছিলাম৷ কিন্তু কাজ হয়নি৷ তাই আজ ফের কাগজপত্র জমা দিতে এসেছি৷ কিন্তু এখানে প্রচণ্ড ভিড়৷ কখন সেই কাগজপত্র জমা দিতে পারব জানি না৷"
         ব্লক দপ্তরের কর্মী রণদেব দাস বলেন, "নতুন রেশন কার্ড তৈরি ও পুরোনো রেশন কার্ডে থাকা যে কোনও ভুল সংশোধনের জন্য রাজ্য সরকারের নির্দেশে গত ৯ সেপ্টেম্বর থেকে ব্লক প্রশাসনিক ভবন চত্বরে এই ক্যাম্প খোলা হয়েছে৷ এই কাজ চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত৷ এই ক্যাম্পে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় কাজের ফর্ম দেওয়া ও জমা নেওয়া হচ্ছে৷ চাঁচল ১ ব্লকে মোট ৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে৷ প্রতিটি পঞ্চায়েত এলাকার মানুষজনই ক্যাম্পে এসে নিজেদের প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ ও তা জমা দিচ্ছে৷"Conclusion:         এদিকে চাঁচল ১ ব্লকের জয়েন্ট বিডিও মোহন ভার্মা জানিয়েছেন, এনআরসি গুজবের জন্য ব্লক প্রশাসনিক ভবন চত্বরে প্রতিদিন হাজার হাজার মানুষ রেশন কার্ডের জন্য ভিড় করছে৷ এতে স্বাভাবিক কাজের প্রায় দফারফা৷ প্রত্যেকেই তড়িঘড়ি নিজেদের রেশন কার্ড তৈরি ও সংশোধন করতে চায়৷ আমরা মানুষকে বলছি, এর সঙ্গে এনআরসি'র কোনও সম্পর্ক নেই৷ রাজ্য সরকারের নির্দেশেই এই ক্যাম্প করা হচ্ছে৷ কিন্তু মানুষ তা মানতে চাইছে না৷ সবার কাছে আমাদের আবেদন, কেউ যেন কোনও গুজবে কান না দেয়৷
Last Updated : Sep 26, 2019, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.