ETV Bharat / state

Bankshall Court issues bailable arrest warrant against BJP's Mukul Roy

A bailable arrest warrant has been issued by the Kolkata's Bankshall Court against BJP's Mukul Roy on Monday. Last year, police arrested four people in connection with a case, who had mentioned Roy's name during the investigation.

BJP leader Mukul Roy
author img

By

Published : Jul 29, 2019, 10:33 PM IST

Kolkata: The Bankshall Court on Monday issued a bailable arrest warrant against BJP leader Mukul Roy in connection with a corruption case.

According to sources, Mukul Roy allegedly avoided court's summons and ignored all the notices sent by the Kolkata police, related to the case.

Last year, police arrested a person from Burrabazar area of Kolkata and later three more people were nabbed, who mentioned Roy's name during the investigation.

In his defence, Roy's lawyer said that the decision was uncalled for as there's already a case in Delhi High Court.

According to a government lawyer, the arrest warrant was issued because there was no suspension order from Delhi High Court.

Also read: Man lynched in Bengal over child-lifting suspicion

Kolkata: The Bankshall Court on Monday issued a bailable arrest warrant against BJP leader Mukul Roy in connection with a corruption case.

According to sources, Mukul Roy allegedly avoided court's summons and ignored all the notices sent by the Kolkata police, related to the case.

Last year, police arrested a person from Burrabazar area of Kolkata and later three more people were nabbed, who mentioned Roy's name during the investigation.

In his defence, Roy's lawyer said that the decision was uncalled for as there's already a case in Delhi High Court.

According to a government lawyer, the arrest warrant was issued because there was no suspension order from Delhi High Court.

Also read: Man lynched in Bengal over child-lifting suspicion

Intro:কলকাতা, ২৯ জুলাই: ফাঁপড়ে পড়লেন বিজেপি নেতা মুকুল রায়। এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব‍্যাঙ্কশাল আদালত। দুর্নীতি মামলায় আদালতের সমন অগ্রাহ্য করার জন্যই এই গ্রেপ্তারি পরোয়ানা বলে খবর।



Body:বিতর্কের কেন্দ্রে দুর্নীতি সংক্রান্ত একটি মামলা। গতবছর বড়বাজার এলাকা থেকে দুর্নীতির ওই মামলায় প্রথমে গ্রেপ্তার করা হয় একজনকে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, 4 জনকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে একটাই নাম। মুকুল রায়। আজ আদালতে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ধরে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। মুকুল সেই ডাকে সাড়া দেননি। পরে আদালতের তরফেও তাঁকে সমন করা হয়। আদালতে ডাকেও হাজির হননি মুকুল।


Conclusion:জানা গেছে আজ আদালতে মুকুলের আইনজীবী জানান, এই বিষয়ে দিল্লি হাইকোর্টে ইতিমধ্যেই একটি মামলা করা হয়েছে। সেই মামলার বিচার প্রক্রিয়া চলছে। তাই আপাতত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুক ব্যাঙ্কশাল আদালত। সরকারি আইনজীবী জানাচ্ছেন, তখন বিচারক জানিয়ে দেন দিল্লি হাইকোর্টের তরফে এই মামলায় কোন স্থগিতাদেশ জারি করা হয়নি। তাকে আদালতে তরফে সমন করা হলেও আসেননি তিনি। তারপরেই ক্ষুব্ধ বিচারপতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কলকাতা পুলিশ সক্রিয়তা সঙ্গে মুকুল রায়কে গ্রেপ্তার করে কিনা সেটাই এখন দেখার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.