ETV Bharat / briefs

WB: International woman boxer assaulted in broad daylight

author img

By

Published : Jun 28, 2019, 10:50 PM IST

An international woman boxer, Suman Kumari, who brought laurels to the country, was assaulted at a busy street in Kolkata's Mominpur area. Kumari, who works at the state agriculture department was on her way to office when the incident took place.

International boxer assaulted in broad daylight, cop turns an eye

Kolkata: Suman Kumari, who created ripples in the international boxing arena by defeating her Taiwan opponent this month, was reportedly assaulted on Friday in Kolkata's Mominpur area. The 22-year-old, who was on her way to the office was stopped midway and attacked by a 25-year-old youth.

Kumari, who works at the State Agriculture Department, was abused by the man in the middle of the busy Mominpur bus stand road.

Speaking to ETV Bharat, Kumari revealed that when she registered her protest, the accused attacked her.

While a policeman was present at the spot, she said that the cop allegedly turned a blind eye towards the tussle.

Reportedly, the Kolkata police have issued a standard operating procedure (SOP) that requires cops to act, even if the crime does not take place under their area of jurisdiction.

However, despite the cop's presence and his alleged inability to act, the incident has raised several eyebrows.

While Kumari claimed that she continues to trust the Kolkata police, sources in the police department revealed that a case is yet to be registered in this regard.

Also read: Caught on Cam: Girl molested, attacked on road

Kolkata: Suman Kumari, who created ripples in the international boxing arena by defeating her Taiwan opponent this month, was reportedly assaulted on Friday in Kolkata's Mominpur area. The 22-year-old, who was on her way to the office was stopped midway and attacked by a 25-year-old youth.

Kumari, who works at the State Agriculture Department, was abused by the man in the middle of the busy Mominpur bus stand road.

Speaking to ETV Bharat, Kumari revealed that when she registered her protest, the accused attacked her.

While a policeman was present at the spot, she said that the cop allegedly turned a blind eye towards the tussle.

Reportedly, the Kolkata police have issued a standard operating procedure (SOP) that requires cops to act, even if the crime does not take place under their area of jurisdiction.

However, despite the cop's presence and his alleged inability to act, the incident has raised several eyebrows.

While Kumari claimed that she continues to trust the Kolkata police, sources in the police department revealed that a case is yet to be registered in this regard.

Also read: Caught on Cam: Girl molested, attacked on road

Intro:কলকাতা, ২৮ জুন: দিন কয়েক আগেই থানা গুলির উদ্দেশ্যে SOP জারি করে কলকাতা পুলিশ। বলা হয়, থানার বাধা দেখলে চলবে না। কোন মহিলা যদি শহরের রাস্তায় সমস্যায় পড়েন এগিয়ে আসতে হবে সাহায্য করতে। কিন্তু কলকাতা পুলিশের সবার কাছে সেই নির্দেশে পৌঁছয়নি প্রমাণ হল আজ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক বক্সারের অভিযোগ, আজ সকাল 11 টা 15 মিনিট নাগাদ হেনস্তার শিকার হতে হল তাকে। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কোন সাহায্য করেনি বলে অভিযোগ জানিয়েছেন তিনি।Body:সুমন কুমার নামে ওই বক্সার চাকরি করেন রাজ্য সরকারের কৃষি দপ্তরে। তিনি কলকাতা পুলিশের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে তার অভিযোগ, আজ সকালে অফিসে আসার সময় তাকে হেনস্তার শিকার হতে হয়। সুনিতা ইটিভি ভারতকে জানিয়েছেন, আজ সকালে অফিসে আসার সময় মমিনপুর বাসস্ট্যান্ডের সামনে দিয়ে আসছিলেন। এক 25 বছরের যুবক হঠাৎই তার স্কুটির সামনে এসে দাঁড়ায়। হঠাৎ শুরু করে গালিগালাজ। প্রতিবাদ করেছিলেন সুমন। অভিযোগ, তখন ওই যুবক তাকে মারধর করে। সেই সময় নাকি সামনে দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিশের এক কর্মী। কিন্তু তিনি সাহায্যে এগিয়ে আসেননি। অভিযোগ, ওই পুলিশ কর্মী তাকে থানায় যাওয়ার কথা বলেন। অথচ কলকাতা পুলিশের জারি করা SOP বলছে, এমন পরিস্থিতিতে মহিলাদের সাহায্য করতে হবে।Conclusion:যদিও সুমন জানিয়েছেন, তার কলকাতা পুলিশের ওপর আস্থা আছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা দাবি করেছেন তিনি। তবে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। বক্সিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সুমন দিন কয়েক আগেই জোড়া পদক জিতেছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.