ETV Bharat / technology

7 বছর পর পৃথিবীতে ফিরল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের একাংশ - PSLV C37 RETURNS TO EARTH

2017 সালে 108টি উপগ্রহ উৎক্ষেপণ করা রকেটের একাংশ ফিরে এল পৃথিবীতে ৷ এটি উপরের অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে ইসরো সূত্রে খবর ৷

PSLV 37 ROCKET ENTERS EARTH
PSLV 37 রকেটের উপরের অংশ পৃথিবীতে ফিরেছে (ইসরো)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 9, 2024, 4:22 PM IST

হায়দরাবাদ: পৃথিবীতে ফিরল 108টি উপগ্রহ উৎক্ষেপণ করা রকেটের একাংশ ৷ 2017 সালের 15 ফেব্রুয়ারি ভারত থেকে এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে উপগ্রহ গুলি মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের উপরের অংশ অর্থাৎ রকেটটি চলতি বছরের 6 অক্টোবর সেটিকে পৃথিবীর বায়ু মণ্ডলে প্রবেশ করে ৷ তারপর উত্তর আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ৷

স্পেসএক্স ক্যাপসুলে পৌঁছলেন সুনীতা উইলিয়ামসরা, কবে ফিরছেন বাড়ি !

প্রসঙ্গত, PSLV-C37ও একটি লঞ্চ ভেহিকেল যেটি 108টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস তৈরি করেছে। ভারত সেই দেশ হওয়ার গৌরব অর্জন করেছে, একসঙ্গে একাধিক উপগ্রহ উৎক্ষেপণে ইতিহাস সৃষ্টি করেছে ৷ বলা যায় PSLV-C37 ভারতের মহাকাশ ইতিহাসে একটি যুগান্তকারী মিশন ৷

PSLV-C37 লঞ্চ ভেহিকেলে উপগ্রহগুলিকে উৎক্ষেপণের পর সেগুলির অবস্থান পৃথিবী থেকে 470 কিলোমিটারের মধ্যে ছিল ৷ সেগুলির কক্ষপথে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করছিলেন মহাকাশ বিজ্ঞানীরা । ইসরোর তরফে তখন ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হয়ত PSLV-C37 বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। 6 অক্টোবর পৃথিবীর বায়ুমণ্ডলে দেখা গিয়েছে রকেটটিকে ৷ সেটি ল্যান্ডিং পয়েন্ট ছিল উত্তর আটলান্টিক মহাসাগর।

কবে ফিরবেন সুনীতা, আজ রাতে মহাকাশ থেকে পৃথিবীতে 'বার্তা'

ইসরোর তরফে জানানো হয়েছে 2030 সালের মধ্যে মহাকাশকে বজ্য শূন্য করার পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ গবেষণার স্বার্থে মহাকাশযানের ধ্বাংসাবশেষ হ্রাস করা প্রয়োজন ৷ তাই প্রতিক্ষেত্রেই অভিযানের পর সেগুলি মহাকাশ থেকে ফিরিয়ে আনতে হবে ৷ ভবিষ্যতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের অভিযানগুলি উপরের স্তরের নিয়ন্ত্রিত পুনঃপ্রবেশ চালু করার পরিকল্পনা করছে ISRO, যা মহাকাশ ধ্বংসাবশেষ আরও কমাতে সাহায্য করবে।

মহাকাশ থেকে সুনীতাদের ছাড়াই ফিরবে স্টারলাইনার, জানাল নাসা

হায়দরাবাদ: পৃথিবীতে ফিরল 108টি উপগ্রহ উৎক্ষেপণ করা রকেটের একাংশ ৷ 2017 সালের 15 ফেব্রুয়ারি ভারত থেকে এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে উপগ্রহ গুলি মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের উপরের অংশ অর্থাৎ রকেটটি চলতি বছরের 6 অক্টোবর সেটিকে পৃথিবীর বায়ু মণ্ডলে প্রবেশ করে ৷ তারপর উত্তর আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ৷

স্পেসএক্স ক্যাপসুলে পৌঁছলেন সুনীতা উইলিয়ামসরা, কবে ফিরছেন বাড়ি !

প্রসঙ্গত, PSLV-C37ও একটি লঞ্চ ভেহিকেল যেটি 108টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস তৈরি করেছে। ভারত সেই দেশ হওয়ার গৌরব অর্জন করেছে, একসঙ্গে একাধিক উপগ্রহ উৎক্ষেপণে ইতিহাস সৃষ্টি করেছে ৷ বলা যায় PSLV-C37 ভারতের মহাকাশ ইতিহাসে একটি যুগান্তকারী মিশন ৷

PSLV-C37 লঞ্চ ভেহিকেলে উপগ্রহগুলিকে উৎক্ষেপণের পর সেগুলির অবস্থান পৃথিবী থেকে 470 কিলোমিটারের মধ্যে ছিল ৷ সেগুলির কক্ষপথে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করছিলেন মহাকাশ বিজ্ঞানীরা । ইসরোর তরফে তখন ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হয়ত PSLV-C37 বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। 6 অক্টোবর পৃথিবীর বায়ুমণ্ডলে দেখা গিয়েছে রকেটটিকে ৷ সেটি ল্যান্ডিং পয়েন্ট ছিল উত্তর আটলান্টিক মহাসাগর।

কবে ফিরবেন সুনীতা, আজ রাতে মহাকাশ থেকে পৃথিবীতে 'বার্তা'

ইসরোর তরফে জানানো হয়েছে 2030 সালের মধ্যে মহাকাশকে বজ্য শূন্য করার পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ গবেষণার স্বার্থে মহাকাশযানের ধ্বাংসাবশেষ হ্রাস করা প্রয়োজন ৷ তাই প্রতিক্ষেত্রেই অভিযানের পর সেগুলি মহাকাশ থেকে ফিরিয়ে আনতে হবে ৷ ভবিষ্যতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের অভিযানগুলি উপরের স্তরের নিয়ন্ত্রিত পুনঃপ্রবেশ চালু করার পরিকল্পনা করছে ISRO, যা মহাকাশ ধ্বংসাবশেষ আরও কমাতে সাহায্য করবে।

মহাকাশ থেকে সুনীতাদের ছাড়াই ফিরবে স্টারলাইনার, জানাল নাসা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.