হায়দরাবাদ: পৃথিবীতে ফিরল 108টি উপগ্রহ উৎক্ষেপণ করা রকেটের একাংশ ৷ 2017 সালের 15 ফেব্রুয়ারি ভারত থেকে এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে উপগ্রহ গুলি মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের উপরের অংশ অর্থাৎ রকেটটি চলতি বছরের 6 অক্টোবর সেটিকে পৃথিবীর বায়ু মণ্ডলে প্রবেশ করে ৷ তারপর উত্তর আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ৷
স্পেসএক্স ক্যাপসুলে পৌঁছলেন সুনীতা উইলিয়ামসরা, কবে ফিরছেন বাড়ি !
প্রসঙ্গত, PSLV-C37ও একটি লঞ্চ ভেহিকেল যেটি 108টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস তৈরি করেছে। ভারত সেই দেশ হওয়ার গৌরব অর্জন করেছে, একসঙ্গে একাধিক উপগ্রহ উৎক্ষেপণে ইতিহাস সৃষ্টি করেছে ৷ বলা যায় PSLV-C37 ভারতের মহাকাশ ইতিহাসে একটি যুগান্তকারী মিশন ৷
PSLV-C37's upper stage, from the historic launch of 104 satellites, re-entered Earth's atmosphere 🌍 on 6th Oct 2024 within 8 years of launch! Impact in the Atlantic Ocean 🌊. ISRO leads space debris management 🌠 #SpaceDebris and the way to cleaner space! 🚀
— ISRO (@isro) October 8, 2024
For more information… pic.twitter.com/rISMkHVmEH
PSLV-C37 লঞ্চ ভেহিকেলে উপগ্রহগুলিকে উৎক্ষেপণের পর সেগুলির অবস্থান পৃথিবী থেকে 470 কিলোমিটারের মধ্যে ছিল ৷ সেগুলির কক্ষপথে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করছিলেন মহাকাশ বিজ্ঞানীরা । ইসরোর তরফে তখন ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হয়ত PSLV-C37 বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। 6 অক্টোবর পৃথিবীর বায়ুমণ্ডলে দেখা গিয়েছে রকেটটিকে ৷ সেটি ল্যান্ডিং পয়েন্ট ছিল উত্তর আটলান্টিক মহাসাগর।
ইসরোর তরফে জানানো হয়েছে 2030 সালের মধ্যে মহাকাশকে বজ্য শূন্য করার পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ গবেষণার স্বার্থে মহাকাশযানের ধ্বাংসাবশেষ হ্রাস করা প্রয়োজন ৷ তাই প্রতিক্ষেত্রেই অভিযানের পর সেগুলি মহাকাশ থেকে ফিরিয়ে আনতে হবে ৷ ভবিষ্যতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের অভিযানগুলি উপরের স্তরের নিয়ন্ত্রিত পুনঃপ্রবেশ চালু করার পরিকল্পনা করছে ISRO, যা মহাকাশ ধ্বংসাবশেষ আরও কমাতে সাহায্য করবে।