ETV Bharat / technology

দামি মোবাইল পছন্দ ভারতীয়দের! 1 লাখের বেশি দামের স্মার্টফোনের বিক্রি বাড়ল 80 শতাংশ - sales Surge of premium smartphones - SALES SURGE OF PREMIUM SMARTPHONES

sales Surge on luxury phones: গত কয়েক বছরে, দেশে বিলাসবহুল মোবাইলের বিক্রি বেড়েছে ৷ একটি গবেষণাতেই দেখা গিয়েছে যে সমস্ত মোবাইলের দাম 1 লাখ টাকা ও তার চেয়ে বেশি সেগুলি বিক্রি বেড়েছে । এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রকাশিত সমীক্ষা থেকে জানা গিয়েছে এই তথ্য ৷

sales Surge on luxury phones
প্রতীকী ছবি (ছবি গেটি ইমেজ)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 4, 2024, 12:50 PM IST

নয়াদিল্লি: কমদামি নয়, দেশ জুড়ে বিলাসবহুল স্মার্টফোনের বিক্রি বাড়ল রেকর্ড পরিমাণ ৷ চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে দেশজুড়ে বিলাসবহুল স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যহারে, বছরের হিসেব যা প্রায় 80 শতাংশের কাছাকাছি ৷ একটি সমীক্ষায় এই তথ্য জানিয়েছেন শিল্প বিশেষজ্ঞরা ৷

কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে 1লক্ষ টাকা বা তার বেশি দামের স্মার্টফোনের রফতানি 20 শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে 10 শতাংশ বেড়েছে ৷ এই বছরের প্রথমার্ধে, 1 লক্ষ টাকা এবং তার থেকে বেশিদামের স্মার্টফোনের রফতানিতে ভারতের শেয়ার ছিল এক শতাংশের একটু বেশি। এই প্রসঙ্গেই কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিচালক তরুণ পাঠক বলেছেন, "স্যামসাং গ্যালাক্সি ফোল্ডেবল মডেল এবং নতুন অ্যাপল আইফোন সিরিজ বাজারে আসার সঙ্গে রফতানিতে ভারতের শেয়ার আরও একটু বৃদ্ধির সম্ভাবনা আছে।"

তিনি আরও উল্লেখ করে, 2021 সালে দেশে বিলাসবহুল বা সুপার-প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি 14 শতাংশ বেড়েছে । পরের বছর অর্থাৎ 2022 সালে 96 শতাংশ এবং 2023 সালে 53 শতাংশ বৃদ্ধি পেয়েছে । 2023 সালে, স্যামসাং-এর সুপার-প্রিমিয়াম মডেলের বিক্রি উল্লেখযোগ্য হারে বেশি ছিল ৷ বাজারে 52 শতাংশ শেয়ার অর্জন করেছিল স্যামসাংয়ের এই মডেল ৷ যেখানে অ্যাপলের শেয়ার ছিল 46 শতাংশ।

ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর থেকে লেনদেন করা যাবে Google Payতে

সাইবার মিডিয়া রিসার্চ (সিএমআর) এর ইন্ডাস্ট্রি রিসার্চ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট প্রভু রাম জানান, ভারতীয় বাজারে প্রমিয়াম স্মার্টফোনের বাজার ক্রমশ শক্তিশালী হচ্ছে । তিনি বলেন, "ক্রেতারা এখন এমন স্মার্টফোন পছন্দ করছে যেগুলো শুধু ভালো স্পেসিফিকেশন এবং ফিচারই দেয় না, বরং লাইফস্টাইল স্টেটমেন্ট বা স্টাটাসের ইঙ্গিত দেয় ৷"

তাঁর মতে, প্রিমিয়াম স্মার্টফোনের দাম 1 লাখ টাকা বা তার বেশি, প্রথমার্ধে এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশে 80 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে প্রমিয়াম কোয়ালিটির স্মার্টফোনের বিক্রি ৷ এই তালিকায় স্যামসাং-এর 25 শতাংশ শেয়ার এরপর ভিভো এবং অ্যাপেল। iPhone দাম বেশ কমেছে ৷ তাই ক্রেতারা এই অ্যাপেলের প্রতি বেশি ঝুঁকছেন ৷ এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, ভারতে 5G স্মার্টফোন বিক্রি 77 শতাংশ ৷ বাজার বিশেষজ্ঞদের অনুমান দাম কমার কারণেই এই বিক্রি বৃদ্ধি পেয়েছে ৷

মোবাইল নম্বর ছাড়াই এবার মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, কীভাবে জেনে নিন

নয়াদিল্লি: কমদামি নয়, দেশ জুড়ে বিলাসবহুল স্মার্টফোনের বিক্রি বাড়ল রেকর্ড পরিমাণ ৷ চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে দেশজুড়ে বিলাসবহুল স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যহারে, বছরের হিসেব যা প্রায় 80 শতাংশের কাছাকাছি ৷ একটি সমীক্ষায় এই তথ্য জানিয়েছেন শিল্প বিশেষজ্ঞরা ৷

কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে 1লক্ষ টাকা বা তার বেশি দামের স্মার্টফোনের রফতানি 20 শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে 10 শতাংশ বেড়েছে ৷ এই বছরের প্রথমার্ধে, 1 লক্ষ টাকা এবং তার থেকে বেশিদামের স্মার্টফোনের রফতানিতে ভারতের শেয়ার ছিল এক শতাংশের একটু বেশি। এই প্রসঙ্গেই কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিচালক তরুণ পাঠক বলেছেন, "স্যামসাং গ্যালাক্সি ফোল্ডেবল মডেল এবং নতুন অ্যাপল আইফোন সিরিজ বাজারে আসার সঙ্গে রফতানিতে ভারতের শেয়ার আরও একটু বৃদ্ধির সম্ভাবনা আছে।"

তিনি আরও উল্লেখ করে, 2021 সালে দেশে বিলাসবহুল বা সুপার-প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি 14 শতাংশ বেড়েছে । পরের বছর অর্থাৎ 2022 সালে 96 শতাংশ এবং 2023 সালে 53 শতাংশ বৃদ্ধি পেয়েছে । 2023 সালে, স্যামসাং-এর সুপার-প্রিমিয়াম মডেলের বিক্রি উল্লেখযোগ্য হারে বেশি ছিল ৷ বাজারে 52 শতাংশ শেয়ার অর্জন করেছিল স্যামসাংয়ের এই মডেল ৷ যেখানে অ্যাপলের শেয়ার ছিল 46 শতাংশ।

ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর থেকে লেনদেন করা যাবে Google Payতে

সাইবার মিডিয়া রিসার্চ (সিএমআর) এর ইন্ডাস্ট্রি রিসার্চ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট প্রভু রাম জানান, ভারতীয় বাজারে প্রমিয়াম স্মার্টফোনের বাজার ক্রমশ শক্তিশালী হচ্ছে । তিনি বলেন, "ক্রেতারা এখন এমন স্মার্টফোন পছন্দ করছে যেগুলো শুধু ভালো স্পেসিফিকেশন এবং ফিচারই দেয় না, বরং লাইফস্টাইল স্টেটমেন্ট বা স্টাটাসের ইঙ্গিত দেয় ৷"

তাঁর মতে, প্রিমিয়াম স্মার্টফোনের দাম 1 লাখ টাকা বা তার বেশি, প্রথমার্ধে এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশে 80 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে প্রমিয়াম কোয়ালিটির স্মার্টফোনের বিক্রি ৷ এই তালিকায় স্যামসাং-এর 25 শতাংশ শেয়ার এরপর ভিভো এবং অ্যাপেল। iPhone দাম বেশ কমেছে ৷ তাই ক্রেতারা এই অ্যাপেলের প্রতি বেশি ঝুঁকছেন ৷ এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, ভারতে 5G স্মার্টফোন বিক্রি 77 শতাংশ ৷ বাজার বিশেষজ্ঞদের অনুমান দাম কমার কারণেই এই বিক্রি বৃদ্ধি পেয়েছে ৷

মোবাইল নম্বর ছাড়াই এবার মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, কীভাবে জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.