ETV Bharat / technology

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের ফাঁদ! টাকা ফেরত পেলেন বৃদ্ধ

সাইবার প্রতারকদের কাছে 2.88 কোটি খুইয়ে প্রায় সর্বশ্রান্ত 84 বছরের এক বৃদ্ধ ৷ পুলিশি সহায়তায় ফেরত পেলেন 53 লাখ টাকা ৷

CYBER FRAUD
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 24, 2024, 3:36 PM IST

হায়দরাবাদ: সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় তিন কোটি টাকা খুইয়েছিলেন এক বৃদ্ধ ৷ হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশের সহায়তায় ফিরে পেলেন 53 লক্ষ টাকা ৷ আদালতের নির্দেশে ওই টাকা ফিরেপেয়েছেন ওই 84 বছরের বৃদ্ধ ৷ হোয়াটসঅ্যাপের একটি ভিডিও কলের মাধ্যমে সাইবার জালিয়াতরা তাঁর থেকে 2.88 লক্ষ কোটি টাকা প্রতারণা করেছিলেন ৷ এরপরই চলতি বছরের সেপ্টম্বর মাসে পুলিশ ও আদালতের দ্বারস্থ হন ওই বৃদ্ধ ৷ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷

মোবাইলে নয়, সরাসরি কন্ট্যাক্ট সেভ করা যাবে হোয়াটসঅ্যাপে

ঘটনা প্রসঙ্গে হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, প্রতারকরা নিজেদের সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে শিকারকে ফাঁদে ফেলে ৷ ওই বৃদ্ধকে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলের মাধ্যমে ব্ল্যাকমেল করে ৷ ওই বৃদ্ধের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করে 68 কোটি টাকার আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত ৷ তাঁকে জেলে পাঠানোর হুমকি দেয় সাইবার প্রতাকররা । এরপরই আতঙ্কিত হয়ে প্রতারকদের নির্দেশে ভিকটিম প্রতারকদের দেওয়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2.88 কোটি টাকা ট্রান্সফার করেন দফায় দফায় ৷ ঘটনার পরই ওই বৃদ্ধের সন্দেহ হওয়ায় তিনি পুলিশে অবিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্ত শুরু হয় ৷

তারকাদের ছদ্মবেশে স্ক্যাম! 'ফেসিয়াল রেকগনিশন' চালু মেটার

সাইবার ক্রাইম পুলিশ তথ্য-প্রযুক্তি আইনের ধারা অনুয়ায়ী 66(C), 66(D), এবং 308(2), 318(4), 319(2), 336(3), 338, 340(2) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করে মামলা শুরু হয়। আদালতের নির্দেশে ব্যাংক কর্মকর্তাদের নোটিশ পাঠায়িয়ে প্রতারণামূলক অর্থ 'ফ্রিজ' করার নির্দেশ দেয় ৷ প্রতারকদের অ্যাকাউন্টে থাকা অর্থ অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানের নির্দেশ দেন।

পুলিশ কমিশনার বলেন, "আদালত ব্যাংকগুলোকে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশেই অ্যাক্সিস ব্যাঙ্ক, সুরাতকে 53 লক্ষ টাকা ফেরত এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেরালাকে 50 লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।" অভিযোগকারী ওই বৃদ্ধের অ্যাকাউন্টে 53 লক্ষ টাকা স্থানান্তরিত হয়েছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।

সাইবার প্রতারণা ঠেকাতে মেটার 'স্ক্যাম সে বাঁচো' কর্মসূচি

এই ঘটনার পরই সিটি পুলিশের তরফে নাগরিকদের সতর্ক করা হয়েছে ৷ বলা হয়েছে, তাদের গ্রেফতার করা হবে এমন হুমকিমূলক কলে ভয় না পেতে ৷ পুলিশের তরফে এই ধরনের কল করা হয়না ৷ এই ধরনের কল শুধুমাত্র প্রতারকরাই করে। কোনওভাবেই তাঁরা যেন টাকা না পাঠান ৷ এই জাতীয় কলগুলিকে ব্লক না করে এবং অবিলম্বে হেল্পলাইন নম্বর 1930 এ বা জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল cybercrime.gov.in-এর মাধ্যমে একটি অনলাইন অভিযোগ দায়ে করার পরামর্শ দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, এই ধরনের সাইবার জালিয়াতি সম্পর্কে সময়ে সময়ে সচেতনতা প্রসার কর্মসূচি চালায় হায়দ্রাবাদ সাইবার ক্রাইম থানার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলে ৷ সেইসব নিয়মিত অনুসরণ করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে ৷ যদি জালিয়াতির বিষয়টি অবিলম্বে রিপোর্ট করা হয় তবে 'পুট অন হোল্ড' পরিমাণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আতঙ্ক বাড়াচ্ছে Digital Arrest স্ক্যাম ! সুরক্ষিত থাকতে জানুন কেন্দ্রের পরামর্শ

হায়দরাবাদ: সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় তিন কোটি টাকা খুইয়েছিলেন এক বৃদ্ধ ৷ হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশের সহায়তায় ফিরে পেলেন 53 লক্ষ টাকা ৷ আদালতের নির্দেশে ওই টাকা ফিরেপেয়েছেন ওই 84 বছরের বৃদ্ধ ৷ হোয়াটসঅ্যাপের একটি ভিডিও কলের মাধ্যমে সাইবার জালিয়াতরা তাঁর থেকে 2.88 লক্ষ কোটি টাকা প্রতারণা করেছিলেন ৷ এরপরই চলতি বছরের সেপ্টম্বর মাসে পুলিশ ও আদালতের দ্বারস্থ হন ওই বৃদ্ধ ৷ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷

মোবাইলে নয়, সরাসরি কন্ট্যাক্ট সেভ করা যাবে হোয়াটসঅ্যাপে

ঘটনা প্রসঙ্গে হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, প্রতারকরা নিজেদের সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে শিকারকে ফাঁদে ফেলে ৷ ওই বৃদ্ধকে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলের মাধ্যমে ব্ল্যাকমেল করে ৷ ওই বৃদ্ধের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করে 68 কোটি টাকার আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত ৷ তাঁকে জেলে পাঠানোর হুমকি দেয় সাইবার প্রতাকররা । এরপরই আতঙ্কিত হয়ে প্রতারকদের নির্দেশে ভিকটিম প্রতারকদের দেওয়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2.88 কোটি টাকা ট্রান্সফার করেন দফায় দফায় ৷ ঘটনার পরই ওই বৃদ্ধের সন্দেহ হওয়ায় তিনি পুলিশে অবিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্ত শুরু হয় ৷

তারকাদের ছদ্মবেশে স্ক্যাম! 'ফেসিয়াল রেকগনিশন' চালু মেটার

সাইবার ক্রাইম পুলিশ তথ্য-প্রযুক্তি আইনের ধারা অনুয়ায়ী 66(C), 66(D), এবং 308(2), 318(4), 319(2), 336(3), 338, 340(2) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করে মামলা শুরু হয়। আদালতের নির্দেশে ব্যাংক কর্মকর্তাদের নোটিশ পাঠায়িয়ে প্রতারণামূলক অর্থ 'ফ্রিজ' করার নির্দেশ দেয় ৷ প্রতারকদের অ্যাকাউন্টে থাকা অর্থ অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানের নির্দেশ দেন।

পুলিশ কমিশনার বলেন, "আদালত ব্যাংকগুলোকে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশেই অ্যাক্সিস ব্যাঙ্ক, সুরাতকে 53 লক্ষ টাকা ফেরত এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেরালাকে 50 লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।" অভিযোগকারী ওই বৃদ্ধের অ্যাকাউন্টে 53 লক্ষ টাকা স্থানান্তরিত হয়েছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।

সাইবার প্রতারণা ঠেকাতে মেটার 'স্ক্যাম সে বাঁচো' কর্মসূচি

এই ঘটনার পরই সিটি পুলিশের তরফে নাগরিকদের সতর্ক করা হয়েছে ৷ বলা হয়েছে, তাদের গ্রেফতার করা হবে এমন হুমকিমূলক কলে ভয় না পেতে ৷ পুলিশের তরফে এই ধরনের কল করা হয়না ৷ এই ধরনের কল শুধুমাত্র প্রতারকরাই করে। কোনওভাবেই তাঁরা যেন টাকা না পাঠান ৷ এই জাতীয় কলগুলিকে ব্লক না করে এবং অবিলম্বে হেল্পলাইন নম্বর 1930 এ বা জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল cybercrime.gov.in-এর মাধ্যমে একটি অনলাইন অভিযোগ দায়ে করার পরামর্শ দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, এই ধরনের সাইবার জালিয়াতি সম্পর্কে সময়ে সময়ে সচেতনতা প্রসার কর্মসূচি চালায় হায়দ্রাবাদ সাইবার ক্রাইম থানার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলে ৷ সেইসব নিয়মিত অনুসরণ করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে ৷ যদি জালিয়াতির বিষয়টি অবিলম্বে রিপোর্ট করা হয় তবে 'পুট অন হোল্ড' পরিমাণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আতঙ্ক বাড়াচ্ছে Digital Arrest স্ক্যাম ! সুরক্ষিত থাকতে জানুন কেন্দ্রের পরামর্শ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.