হায়দরাবাদ: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর তৎপরতায় উৎক্ষেপণ হল স্বল্প দূরত্বের সারফেস টু-এ য়ার মিসাইল উৎক্ষেপণ ৷ বৃহস্পতিবার বিকেলে ওড়িশার উপকূলের চাঁদিপুরে এই স্বল্প-পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল (এসআরএসএএম) সফলভাবে পরীক্ষা করেছে। এটি ডিআরডিও ও নৌসেনার যৌথ তৎপরতায় উৎক্ষেপণ করা হয়েছে ৷
🚨🚨India successfully test-fired a Short-Range Surface-to-Air Missile (SRSAM) system today at 3:20 PM from a missile test facility off the Odisha coast. pic.twitter.com/07KYO9ztXR
— Alpha Defense™ (@alpha_defense) September 12, 2024
- ওড়িশার চাঁদিপুরে সারফেস-টু-এয়ার মিসাইল (এসআরএসএএম) সফল উৎক্ষেপণ
- এটি 'ভার্টিকাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল' (VR-SRSAM)
- নীচুতে থাকা লক্ষ্যবস্তুকেও সফলভাবে নিশানা করে আঘাত হানতে পারে
The @DRDO_India and Indian Navy have successfully flight tested Vertical Launch Short Range Surface-to-Air Missile (VL-SRSAM) from the Integrated Test Range, Chandipur off the coast of Odisha today.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) September 12, 2024
RM Shri @rajnathsingh has congratulated DRDO, Indian Navy and associated teams… pic.twitter.com/UezbdnYDgJ
এই ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা হয়েছে । এটি 'ভার্টিকাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল' (VR-SRSAM) ৷ এটি স্থলভাগ থেকেও উৎক্ষেপণ করা যাবে ৷ এই ক্ষেপনাস্ত্রটি খুব নীচু দিয়ে হামলা চালাতে সক্ষম হবে ৷ এটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে হামলা চালাতে পারবে ৷ নিশানা যাতে ঠিক থাকে তার জন্য় মিসাইলটিতে একটি দেশিয় রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তি সিকার (RF Seeker) রয়েছে। এটি নীচুতে থাকা লক্ষ্যবস্তুকেও সফলভাবে নিশানা করে আঘাত হানতে পারে ৷
সুনীতারা মহাকাশে! পৃথিবীতে একাই ফিরে এলো স্টারলাইনার, রইল ভিডিয়ো
এই মিসাইলটির ওজন 170 কেজি। এটি 12.9 ফুট লম্বা। ব্যাস 7 ইঞ্চি। এটির ডানা 20 ইঞ্চি। একটি রকেট চালিত ইঞ্জিন রয়েছে ৷ ক্ষেপণাস্ত্রটি 80 কিলোমিটার রেঞ্জের লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে সক্ষম ৷ ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 52 হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে। এর সর্বোচ্চ গতি 4.5 Mach। অর্থাৎ এটি ঘণ্টায় 5556.6 কিলোমিটার গতিতে ছুটবে। এটির বিশেষত্ত্ব হল সমস্ত দিকে থেকে লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারবে ৷ মনে করা হচ্ছে এই ক্ষেপানস্ত্রটি কয়েকমিনিটের মধ্যে একাধিক দেশ ধ্বংস করার ক্ষমতা রাখে ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই ডিআরডিও এবং নৌসেনার তৈরি এই ক্ষেপনাস্ত্রের বিভিন্নভাবে প্রশংসা করেছেন ৷