হায়দরাবাদ: চলতি বছরের জুলাই মাস থেকে মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি ট্যারিফ চার্জ বাড়িয়েছে ৷ রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন তাদের মোবাইল ট্যারিফ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছে ৷ যা প্রায় 25 শতাংশের কাছাকাছি ৷ সস্তার রিচার্জের খোঁজে অধিকাংশ গ্রাহকই বিএসএনএল- এর প্রতি ঝুঁকেছেন ৷ নাগরিকদের কথা ভেবেই বিএসএনএল তথা ভারত সঞ্চার নিগম লিমিটেড বেশকয়েকটি সস্তার প্ল্যান এনেছে ৷ এই সমস্ত প্ল্যানে রয়েছে প্রতিদিন 1 জিবি ডেটার সুবিধা ৷
কেন BSNL সেরা বিকল্প: BSNL-এর রিচার্জ প্ল্যান Jio-এর তুলনায় প্রায় অর্ধেক দামে পাওয়া যায়। যদিও বিএসএনএল এখনও 5জি ইন্টারনেট পরিষেবা চালু করেনি ৷ BSNL-এর বেশ কয়েটি রিচার্জ প্ল্যান আছে যেগুলি এয়ারটেল, ভোডাফোন ও জিও- রিচার্জের থেকে কমে হয় ৷ এগুলি বৈধতা 52 দিন ৷ BSNL তথা ভারত সঞ্চার নিগম লিমিটেডের তার গ্রাহকদের 298 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা দিয়েছে ৷ যেখানে কল এবং ডেটা দুটো ব্যবহারের সুবিধা রয়েছে । এই প্ল্যানটির বৈধতা 52 দিনের ৷ দু’মাসের থেকে 8 দিন কম ৷ তাই ব্যয়বহুল রিচার্জে থেকে রেহাই পেতে বিএসএনএলের সংযোগ থাকলে 298 টাকার রিচার্জ করতেই পারেন ৷
298 টাকা প্ল্যানের সুবিধা: BSNL-এর এই প্রিপেইড প্ল্যানটি 52 দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলিং এবং ডেটা ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এই রিচার্জ প্ল্যানে লোকাল এবং এসটিডি উভয় ক্ষেত্রেই আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা ৷ এতে প্রতিদিন 1GB ডেটা এবং প্রতিদিন 100 SMS সুবিধা রয়েছে। এই প্ল্যানটিতে Eros Now বিনোদন পরিষেবাগুলি বিনামূল্যে উপভোগ করতে পারবেন ৷