ETV Bharat / technology

ধামাকা অফার! 500টিরও বেশি লাইভ চ্যানেল ও ইন্টারনেট টিভি পরিষেবা

বেশ কয়েকটি এলাকার জন্য ফাইবার-ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল ৷ যা IFTV নামে পরিচিত ৷ গ্রাহক টানতেই এই উদ্যোগ বিএসএনএলের ৷

BSNL
বিএসএনএল-এর নতুন লোগো (ছবি-বিএসএনএল)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 13, 2024, 6:57 PM IST

হায়দরাবাদ: বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে আবার নতুন পরিষেবা চালু রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল ৷ টেলিকম সেক্টরে পিছিয়ে পড়া সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল টিকে থাকতে আপগ্রেড করছে প্রতিনিয়ত ৷ ইতিমধ্যেই সংস্থাটি 4G এবং 5G নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে ৷ আগামী বছরের শুরুতে এই সমস্ত পরিষেবা চালুর প্রস্তুতি শুরু করেছে ৷ প্রাথমিকভাবে BSNL দেশের নির্বাচিত এলাকায় প্রথম ফাইবার-ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা IFTV চালু করার কথা ঘোষণা করেছে ৷

আসছে ভারতের সবচেয়ে বড় IPO ! এবার শেয়ারেও Reliance Jio-র ধামাকা

প্রসঙ্গত, অক্টোবর মাসের শুরুতেই BSNL-এর লোগো পরিবর্তন করে ৷ সেইসঙ্গে ছয়টি নতুন পরিষেবা চালু করেছিল ৷ এবার গ্রাহক টানতে এবং অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে পাল্লা দিতে BSNL ফাইবার-টু-দ্য-হোম (FTTH) পরিষেবা চালু করতে চলেছে ৷ নতুন এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের লাইভ টিভি এবং পে টিভি পরিষেবা উপভোগ করতে পারবেন ৷ ইতিমধ্যেই BSNL ন্যাশনাল ওয়াই-ফাই রোমিং পরিষেবাও চালু করেছে ৷ যা কোম্পানির গ্রাহকদের সারা দেশে BSNL-এর হটস্পটে উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস করতে সাহায্য় করছে ৷ যার ফলে তাদের ডেটা খরচও অনেকটাই কমে যাচ্ছে ।

BSNL IFTV পরিষেবা
নতুন পরিষেবা সম্পর্কেই এক্স হ্যাণ্ডেলে একটি পোস্টে BSNL জানিয়েছে, যে তার নতুন IFTV পরিষেবা মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর গ্রাহকরা উপভোগ করতে পারবেন ৷ 500 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল স্ট্রিমিংয়ের সুযোগ থাকছে ৷ এছাড়াও, এটি পে টিভি পরিষেবা চালু করতে চলেছে ৷ রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের মতো বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই লাইভ টিভি পরিষেবা চালু করেছে ৷ তবে এই পরিষেবা স্ট্রিমিংয়ের সময় গ্রাহকদের ডেটা মাসিক কোটা থেকে কেটে নেওয়া হয় ৷ তবে BSNL IFTV-এর ক্ষেত্রে সেটি হবে না।

চালু হতে চলেছে 'প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন', কমবে বিজ্ঞাপন

বিএসএনএল-এর তরফে জানানো হয়েছে, টিভি স্ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত ডেটা তাদের ডেটা প্যাক থেকে কাটা হবে না। রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL টিভি স্ট্রিমিংয়ের জন্য আনলিমিটেড ডেটা দেবে গ্রাহকদের। লাইভ টিভি পরিষেবাটি বিশেষভাবে BSNL FTTH গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই উপভোগ করতে পারবেন ৷

ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম থেকে শুরু করে অ্যামাজন প্রাইম ভিডিয়ো, ডিজনি+ হটস্টার, নেটফ্লিক্স, ইউটিউব, এবং জি5 এর মতো স্ট্রিমিং অ্যাপের সুবিধা চালু করার পরিষেবা চালু করতে চলেছে ৷ এছাড়াও কোম্পানিটি একাধিক গেমিং প্ল্যাটফর্ম চালু করতে চলেছে ৷ তবে, BSNL-এর তরফে জানানো হয়েছে যে তাদের IFTV পরিষেবা বর্তমানে শুধুমাত্র Android TV-এর সঙ্গে কাজ করবে। গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে BSNL লাইভ টিভি অ্যাপ ডাউনলোড করতে পারেন। BSNL-এর IFTV পরিষেবার উপভোগ করতে গ্রাহকরা প্লে স্টোর থেকে BSNL সেলফকেয়ার অ্যাপ ডাউনলোড করে ব্যবহাররে সুবিধা পাবেন ৷

মোবাইলে নয়, সরাসরি কন্ট্যাক্ট সেভ করা যাবে হোয়াটসঅ্যাপে

হায়দরাবাদ: বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে আবার নতুন পরিষেবা চালু রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল ৷ টেলিকম সেক্টরে পিছিয়ে পড়া সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল টিকে থাকতে আপগ্রেড করছে প্রতিনিয়ত ৷ ইতিমধ্যেই সংস্থাটি 4G এবং 5G নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে ৷ আগামী বছরের শুরুতে এই সমস্ত পরিষেবা চালুর প্রস্তুতি শুরু করেছে ৷ প্রাথমিকভাবে BSNL দেশের নির্বাচিত এলাকায় প্রথম ফাইবার-ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা IFTV চালু করার কথা ঘোষণা করেছে ৷

আসছে ভারতের সবচেয়ে বড় IPO ! এবার শেয়ারেও Reliance Jio-র ধামাকা

প্রসঙ্গত, অক্টোবর মাসের শুরুতেই BSNL-এর লোগো পরিবর্তন করে ৷ সেইসঙ্গে ছয়টি নতুন পরিষেবা চালু করেছিল ৷ এবার গ্রাহক টানতে এবং অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে পাল্লা দিতে BSNL ফাইবার-টু-দ্য-হোম (FTTH) পরিষেবা চালু করতে চলেছে ৷ নতুন এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের লাইভ টিভি এবং পে টিভি পরিষেবা উপভোগ করতে পারবেন ৷ ইতিমধ্যেই BSNL ন্যাশনাল ওয়াই-ফাই রোমিং পরিষেবাও চালু করেছে ৷ যা কোম্পানির গ্রাহকদের সারা দেশে BSNL-এর হটস্পটে উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস করতে সাহায্য় করছে ৷ যার ফলে তাদের ডেটা খরচও অনেকটাই কমে যাচ্ছে ।

BSNL IFTV পরিষেবা
নতুন পরিষেবা সম্পর্কেই এক্স হ্যাণ্ডেলে একটি পোস্টে BSNL জানিয়েছে, যে তার নতুন IFTV পরিষেবা মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর গ্রাহকরা উপভোগ করতে পারবেন ৷ 500 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল স্ট্রিমিংয়ের সুযোগ থাকছে ৷ এছাড়াও, এটি পে টিভি পরিষেবা চালু করতে চলেছে ৷ রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের মতো বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই লাইভ টিভি পরিষেবা চালু করেছে ৷ তবে এই পরিষেবা স্ট্রিমিংয়ের সময় গ্রাহকদের ডেটা মাসিক কোটা থেকে কেটে নেওয়া হয় ৷ তবে BSNL IFTV-এর ক্ষেত্রে সেটি হবে না।

চালু হতে চলেছে 'প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন', কমবে বিজ্ঞাপন

বিএসএনএল-এর তরফে জানানো হয়েছে, টিভি স্ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত ডেটা তাদের ডেটা প্যাক থেকে কাটা হবে না। রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL টিভি স্ট্রিমিংয়ের জন্য আনলিমিটেড ডেটা দেবে গ্রাহকদের। লাইভ টিভি পরিষেবাটি বিশেষভাবে BSNL FTTH গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই উপভোগ করতে পারবেন ৷

ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম থেকে শুরু করে অ্যামাজন প্রাইম ভিডিয়ো, ডিজনি+ হটস্টার, নেটফ্লিক্স, ইউটিউব, এবং জি5 এর মতো স্ট্রিমিং অ্যাপের সুবিধা চালু করার পরিষেবা চালু করতে চলেছে ৷ এছাড়াও কোম্পানিটি একাধিক গেমিং প্ল্যাটফর্ম চালু করতে চলেছে ৷ তবে, BSNL-এর তরফে জানানো হয়েছে যে তাদের IFTV পরিষেবা বর্তমানে শুধুমাত্র Android TV-এর সঙ্গে কাজ করবে। গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে BSNL লাইভ টিভি অ্যাপ ডাউনলোড করতে পারেন। BSNL-এর IFTV পরিষেবার উপভোগ করতে গ্রাহকরা প্লে স্টোর থেকে BSNL সেলফকেয়ার অ্যাপ ডাউনলোড করে ব্যবহাররে সুবিধা পাবেন ৷

মোবাইলে নয়, সরাসরি কন্ট্যাক্ট সেভ করা যাবে হোয়াটসঅ্যাপে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.