ETV Bharat / technology

20 হাজারেই পেয়ে যাবেন Samsung Galaxy সিরিজ থেকে Oneplus - Mobile Phones Under 20000

author img

By ETV Bharat Tech Team

Published : Aug 27, 2024, 5:14 PM IST

Smart Phone Under 20,000: পুজোর আগেই নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন ৷ বাজেট মোটামুটি 20 হাজারের কাছাকাছি ৷ বুঝতে পারছেন না যে কোনটি কিনবেন, তাহলে চিন্তা করার দরকার নেই ৷ প্রতিবেদনে তবে আপনার জন্য় রইল এই বাজেটের মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন...

Smart Phone Under 20k
20 হাজারেই পেয়ে যাবেন দুর্দান্ত ফিচারের স্মার্টফোন (ইটিভি ভারত)

হায়দরাবাদ: সামনেই পুজো আসছে ৷ এই সময়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেয় স্মার্টফোন কোম্পানিগুলি ৷ বেশি দামের স্মার্টফোনেও ছাড় থাকে ব্যপক ৷ 20 হাজার টাকা বাজেটে পেয়ে যাতে পারেন দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন ৷ এই তালিকায় আছে স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজ থেকে ওয়ানপ্লাসের মতো স্মার্টফোন ৷ এছাড়াও আছে রিয়েল মি, সিএমএফ ও পোকো-র স্মার্টফোন ৷ এই সমস্ত মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ সবটাই উন্নত মানের ৷ 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোনের তালিকা এখানে রইল ৷

Smart Phone Under 20k
Realme Narzo 70 Pro (ছবি - Realme India)

5. Realme Narzo 70 Pro: আপনি যদি 20 হাজারের মধ্যে স্মার্টফোন কিনতে চান তবে Realme একটি ভালো বিকল্প হতে পারে ৷ কোম্পানি তার বেস মডেলটি 19,999 টাকায় এবং শীর্ষ মডেলটি 21,999 টাকায় বিক্রি করছে।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার), 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর
  • স্টোরেজ - 8 জিবি র‌্যাম, 128 জিবি এবং 265 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh ব্যাটারি, সুপার ফার্স্ট চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    CMF ফোন 1 (ছবি - CMF India)

4. CMF ফোন 1: CMF, নাথিং ফোনের একটি সাব-ব্র্যান্ড এটি ৷ ভারতীয় বাজারে CMF ফোন 1 লঞ্চ করেছে ৷ কোম্পানি এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি করছে। এটিতে দু’টি ভ্যেরিয়েন্টে আছে ৷ দাম যথাক্রমে 15,999 এবং 17,999 টাকা।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, সুপার AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 2 এমপি ডুয়াল সেটআপ (রিয়ার), এলইডি ফ্ল্যাশ, 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর
  • স্টোরেজ – 6 এবং 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    POCO X6 5G (ছবি - POCO India)

3. Poco X6 5G: Poco ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে এই সংস্থার স্মার্টফোন । এর মধ্যে Poco X6 5G মডেলটি রয়েছে ৷ যেটির দাম 20 হাজার টাকারও কম ৷ তিনটি ভ্যেরিয়েন্টে বিক্রি হচ্ছে মোবাইলগুলি ৷ দাম যথাক্রমে 18,499 টাকা, 20,999 টাকা এবং 21,999 টাকা।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 64 MP + 8 MP + 2 MP (পিছন), 16 MP ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন 7s Gen-2 প্রসেসর
  • স্টোরেজ - 8 এবং 12 জিবি র‌্যাম, 256 এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,100 mAh ব্যাটারি, টার্বো চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    OnePlus Nord CE 3 5G (ছবি - OnePlus India)

2. OnePlus Nord CE 3 5G: ওয়ানপ্লাসের Nord CE সিরিজের স্মার্টফোনগুলিও বাজারে অল্প দিনের মধ্য়ে জনপ্রিয় হয়ে উঠেছে ৷ 20 হাজারের কম দামে পাওয়া যাচ্ছে Nord CE 3 5G ৷ দাম 19,400 টাকা এবং 26,899 টাকা। স্মার্টফোনের ভ্যারিয়েন্টের উপর নির্ভর করছে দাম ৷

  • ডিসপ্লে - 6.7 ইঞ্চি FHD+, ফ্লুইড AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার) 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন 782G প্রসেসর
  • স্টোরেজ - 8 জিবি এবং 12 জিবি র‌্যাম, 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh ব্যাটারি, সুপার VOOC চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট

দামে কম মানে নয়! মাত্র 2000 টাকায় মিলবে দুর্দান্ত অডিয়ো কোয়ালিটির ইয়ারবাড

Smart Phone Under 20k
Samsung Galaxy M35 5G (ছবি - Samsung India)

1. Samsung Galaxy M35 5G: দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং-এর 'M' সিরিজটি বেশ জনপ্রিয় ৷ এই সিরিজের একাধিক স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে । তারমধ্যে একটি হল Galaxy M35 5G ৷ যার তিনটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে, যার দাম যথাক্রমে 19,999 টাকা, 21,499 টাকা এবং 24,499 টাকা।

  • ডিসপ্লে - 6.6 ইঞ্চি, sAMOLED GG Victus+, 120 Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার), 13 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - এক্সিনোস অক্টা-কোর প্রসেসর
  • স্টোরেজ - 6 জিবি এবং 8 জিবি র‌্যাম, 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 6,000 mAh ব্যাটারি, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট

সমস্ত তথ্য বাজার চলতি স্মার্টফোন যেগুলি 20 হাজারের কমে পাওয়া যায়, সাধারণ সেগুলির ফিচার উল্লেখ করা হয়েছে সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ অন্যান্য় আরও বিভিন্ন কোম্পানির মোবাইল আছে যেগুলি 20 হাজারের নীচে পাওয়া যায় ৷ পছন্দমতো সেরাটা বেছে নিতেই পারেন ৷

কেনার আগে দেখে নিন 2024 TVS JUPITER 110-এর আকর্ষণীয় কিছু ফিচার

হায়দরাবাদ: সামনেই পুজো আসছে ৷ এই সময়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেয় স্মার্টফোন কোম্পানিগুলি ৷ বেশি দামের স্মার্টফোনেও ছাড় থাকে ব্যপক ৷ 20 হাজার টাকা বাজেটে পেয়ে যাতে পারেন দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন ৷ এই তালিকায় আছে স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজ থেকে ওয়ানপ্লাসের মতো স্মার্টফোন ৷ এছাড়াও আছে রিয়েল মি, সিএমএফ ও পোকো-র স্মার্টফোন ৷ এই সমস্ত মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ সবটাই উন্নত মানের ৷ 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোনের তালিকা এখানে রইল ৷

Smart Phone Under 20k
Realme Narzo 70 Pro (ছবি - Realme India)

5. Realme Narzo 70 Pro: আপনি যদি 20 হাজারের মধ্যে স্মার্টফোন কিনতে চান তবে Realme একটি ভালো বিকল্প হতে পারে ৷ কোম্পানি তার বেস মডেলটি 19,999 টাকায় এবং শীর্ষ মডেলটি 21,999 টাকায় বিক্রি করছে।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার), 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর
  • স্টোরেজ - 8 জিবি র‌্যাম, 128 জিবি এবং 265 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh ব্যাটারি, সুপার ফার্স্ট চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    CMF ফোন 1 (ছবি - CMF India)

4. CMF ফোন 1: CMF, নাথিং ফোনের একটি সাব-ব্র্যান্ড এটি ৷ ভারতীয় বাজারে CMF ফোন 1 লঞ্চ করেছে ৷ কোম্পানি এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি করছে। এটিতে দু’টি ভ্যেরিয়েন্টে আছে ৷ দাম যথাক্রমে 15,999 এবং 17,999 টাকা।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, সুপার AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 2 এমপি ডুয়াল সেটআপ (রিয়ার), এলইডি ফ্ল্যাশ, 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর
  • স্টোরেজ – 6 এবং 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    POCO X6 5G (ছবি - POCO India)

3. Poco X6 5G: Poco ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে এই সংস্থার স্মার্টফোন । এর মধ্যে Poco X6 5G মডেলটি রয়েছে ৷ যেটির দাম 20 হাজার টাকারও কম ৷ তিনটি ভ্যেরিয়েন্টে বিক্রি হচ্ছে মোবাইলগুলি ৷ দাম যথাক্রমে 18,499 টাকা, 20,999 টাকা এবং 21,999 টাকা।

  • ডিসপ্লে - 6.67 ইঞ্চি FHD+, AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 64 MP + 8 MP + 2 MP (পিছন), 16 MP ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন 7s Gen-2 প্রসেসর
  • স্টোরেজ - 8 এবং 12 জিবি র‌্যাম, 256 এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,100 mAh ব্যাটারি, টার্বো চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট
    Smart Phone Under 20k
    OnePlus Nord CE 3 5G (ছবি - OnePlus India)

2. OnePlus Nord CE 3 5G: ওয়ানপ্লাসের Nord CE সিরিজের স্মার্টফোনগুলিও বাজারে অল্প দিনের মধ্য়ে জনপ্রিয় হয়ে উঠেছে ৷ 20 হাজারের কম দামে পাওয়া যাচ্ছে Nord CE 3 5G ৷ দাম 19,400 টাকা এবং 26,899 টাকা। স্মার্টফোনের ভ্যারিয়েন্টের উপর নির্ভর করছে দাম ৷

  • ডিসপ্লে - 6.7 ইঞ্চি FHD+, ফ্লুইড AMOLED, 120Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার) 16 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন 782G প্রসেসর
  • স্টোরেজ - 8 জিবি এবং 12 জিবি র‌্যাম, 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 5,000 mAh ব্যাটারি, সুপার VOOC চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট

দামে কম মানে নয়! মাত্র 2000 টাকায় মিলবে দুর্দান্ত অডিয়ো কোয়ালিটির ইয়ারবাড

Smart Phone Under 20k
Samsung Galaxy M35 5G (ছবি - Samsung India)

1. Samsung Galaxy M35 5G: দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং-এর 'M' সিরিজটি বেশ জনপ্রিয় ৷ এই সিরিজের একাধিক স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে । তারমধ্যে একটি হল Galaxy M35 5G ৷ যার তিনটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে, যার দাম যথাক্রমে 19,999 টাকা, 21,499 টাকা এবং 24,499 টাকা।

  • ডিসপ্লে - 6.6 ইঞ্চি, sAMOLED GG Victus+, 120 Hz রিফ্রেশ রেট
  • ক্যামেরা - 50 এমপি + 8 এমপি + 2 এমপি (রিয়ার), 13 এমপি ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসর - এক্সিনোস অক্টা-কোর প্রসেসর
  • স্টোরেজ - 6 জিবি এবং 8 জিবি র‌্যাম, 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ব্যাটারি - 6,000 mAh ব্যাটারি, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট

সমস্ত তথ্য বাজার চলতি স্মার্টফোন যেগুলি 20 হাজারের কমে পাওয়া যায়, সাধারণ সেগুলির ফিচার উল্লেখ করা হয়েছে সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ অন্যান্য় আরও বিভিন্ন কোম্পানির মোবাইল আছে যেগুলি 20 হাজারের নীচে পাওয়া যায় ৷ পছন্দমতো সেরাটা বেছে নিতেই পারেন ৷

কেনার আগে দেখে নিন 2024 TVS JUPITER 110-এর আকর্ষণীয় কিছু ফিচার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.