শক্তিগড়, 26 আগস্ট: নিজেকে আবগারি দফতরের অফিসার হিসেবে পরিচয় দিয়ে দিনের পর দিন বিভিন্ন হোটেল ও অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম শুভেন্দু কুমার । অভিযোগ পেয়ে তদন্তে নেমে শক্তিগড় থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ ধৃত শুভেন্দু কুমারের বাড়ি মেমারির পলসা এলাকায় । রবিবার তাঁকে জেলা আদালতে তোলা হয় ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবগারি দফতরের অফিসার হিসেবে পরিচয় দিয়ে মেমারি, শক্তিগড়-সহ বেশকিছু এলাকায় বিভিন্ন হোটেল ও ব্যবসায়ীদের ভয় দেখাতেন শুভেন্দু কুমার । ওই সব ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা আদায় করতেন তিনি । টাকা না-দিলে আবগারি আইনে মামলা করে দেওয়ার হুমকি দিতেন বলেও অভিযোগ ।
গত 23 অগস্ট শক্তিগড় থানার হীরাগাছি এলাকার বাসিন্দা সরস্বতী লোহার শক্তিগড় থানায় লিখিত অভিযোগ করে জানান, শুভেন্দু কুমার নামে ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগ তুলে মোটা টাকা দাবি করছেন । কিন্তু তাঁর পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব নয় । তাই তিনি শক্তিগড় থানার দ্বারস্থ হয়েছেন ।
তদন্তে নেমে পুলিশ বিভিন্ন এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । ফুটেজ থেকে পুলিশ দেখতে পায়, বিনা নম্বর প্লেটে একটা বাইক ঘোরাফেরা করছে । রবিবার রাতে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে । পুলিশের জেরার মুখে তিনি স্বীকার করে নেন যে, তাঁর আবগারি দফতরের অফিসারের পরিচয় ভুয়ো । তোলাবাজির কথাও স্বীকার করেন তিনি ৷ এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মেমারি ও মন্তেশ্বর থানাতেও ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ।