ETV Bharat / state

বাগুইআটিতে বিপজ্জনক বাড়ির ছাদের একাংশ ভেঙে যুবকের মৃত্যু - Building Collapses

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 12:40 PM IST

Updated : Aug 2, 2024, 4:04 PM IST

Three storey building collapses in Baguiati: ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি ৷ বাগুইআটি থানা এলাকার বিধান নগর পৌর নিগম 18 নম্বর ওয়ার্ড অশ্বিনীনগরে ৷ প্রায় 7 ঘণ্টা পর শুক্রবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে পডুয়া ৷

House Collapse in Baguiati
ভেঙে পড়েছে বিপজ্জনক বাড়ির একাংশ (ইনসেটে মৃত পড়ুয়া) (ইটিভি ভারত)

কলকাতা, 2 অগস্ট: তিনতলা বাড়ির একাংশ ভেঙে এক যুবকের মৃ্ত্যু হল ৷ যুবকের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল ৷ বয়স 18 বছর ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বাগুইআটি থানা এলাকার বিধাননগর পুরনিগমের 18 নম্বর ওয়ার্ডের অশ্বিনী নগরে। 8 ঘণ্টা চাপা থাকার পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ৷ আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

বাড়ির ছাদের একাংশ ভেঙে যুবকের মৃত্যু (ইটিভি ভারত)

বছর 15 আগে তৈরি হয়েছিল এই বাড়িটি। বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল ৷ পুরসভার পক্ষ থেকে বিপদজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছিল ৷ বাড়িটি সংস্কারের জন্য চিন্তাভাবনা করছিল মণ্ডল পরিবার। অন্যত্র থাকার জন্য বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও তাঁর মেজদা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রথমে বাড়িটির তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদের একাংশ ভেঙে পড়ে একতলায় ৷ সেই সময়ে একতলার একটি ঘরে ছিলেন ধ্রুবজ্যোতি ৷ খাটে বসে টিভি দেখছিলেন ৷ তার উপর ভেঙে পড়ে দোতলার ছাদের একাংশ ৷ কোনওরকমে বাড়ির অন্যান্য সদস্যরা বেরিয়ে আসেন ৷ কিন্তু ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে যান ওই যুবক ৷

খবর পেয়েই ঘনটাস্থলে পৌঁছয় বাগুইয়াটি থানার পুলিশ ৷ খবর দেওয়া হয় দমকলেও ৷ কিন্তু রাতভর বৃষ্টি চলায় উদ্ধারকাজ ব্যাহত হয় ৷ বাড়ির বিভিন্ন অংশের দেওয়াল মেশিন দিয়ে কেটে ও ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে প্রায় 8 ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরিয়ে যুবককে উদ্ধার করা হয় ৷ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনওরকমে বাড়িটির ছাদ ঢালাই হয়েছিল ৷ ভিতও খুব একটা মজবুত ছিল না ৷ তার জেরেই এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান।

কলকাতা, 2 অগস্ট: তিনতলা বাড়ির একাংশ ভেঙে এক যুবকের মৃ্ত্যু হল ৷ যুবকের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল ৷ বয়স 18 বছর ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বাগুইআটি থানা এলাকার বিধাননগর পুরনিগমের 18 নম্বর ওয়ার্ডের অশ্বিনী নগরে। 8 ঘণ্টা চাপা থাকার পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ৷ আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

বাড়ির ছাদের একাংশ ভেঙে যুবকের মৃত্যু (ইটিভি ভারত)

বছর 15 আগে তৈরি হয়েছিল এই বাড়িটি। বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল ৷ পুরসভার পক্ষ থেকে বিপদজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছিল ৷ বাড়িটি সংস্কারের জন্য চিন্তাভাবনা করছিল মণ্ডল পরিবার। অন্যত্র থাকার জন্য বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও তাঁর মেজদা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রথমে বাড়িটির তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদের একাংশ ভেঙে পড়ে একতলায় ৷ সেই সময়ে একতলার একটি ঘরে ছিলেন ধ্রুবজ্যোতি ৷ খাটে বসে টিভি দেখছিলেন ৷ তার উপর ভেঙে পড়ে দোতলার ছাদের একাংশ ৷ কোনওরকমে বাড়ির অন্যান্য সদস্যরা বেরিয়ে আসেন ৷ কিন্তু ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে যান ওই যুবক ৷

খবর পেয়েই ঘনটাস্থলে পৌঁছয় বাগুইয়াটি থানার পুলিশ ৷ খবর দেওয়া হয় দমকলেও ৷ কিন্তু রাতভর বৃষ্টি চলায় উদ্ধারকাজ ব্যাহত হয় ৷ বাড়ির বিভিন্ন অংশের দেওয়াল মেশিন দিয়ে কেটে ও ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে প্রায় 8 ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরিয়ে যুবককে উদ্ধার করা হয় ৷ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনওরকমে বাড়িটির ছাদ ঢালাই হয়েছিল ৷ ভিতও খুব একটা মজবুত ছিল না ৷ তার জেরেই এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান।

Last Updated : Aug 2, 2024, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.