ETV Bharat / state

সহবাসের পর বিয়ের প্রস্তাবে প্রেমিকের 'না', আত্মঘাতী তরুণী; গ্রেফতার 'রোমিও'

Died by Suicide: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ৷ পরে বিয়ে করতে অস্বীকার করায়. আত্মঘাতী তরুণী ৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত যুবক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 9:26 AM IST

বনগাঁ, 4 মার্চ: দীর্ঘ চার-পাঁচ বছরের সম্পর্ক ৷ সম্প্রতি বিয়ের কথা বললেই এড়িয়ে যাচ্ছিলেন যুবক ৷ ভালোবাসার মানুষের এই পরিবর্তন মেনে নিতে পারেনি প্রেমিকা ৷ দিন দশেক আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা বনগাঁর বছর একুশের তরুণীর রবিবার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৷ এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় ৷

পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে ওই তরুণীর ভালোবাসার সম্পর্ক ছিল। মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার সহবাস করেছে ওই যুবক । এমনকী গোপনে তাদের মালাবদলও হয়েছিল। কিন্তু সম্প্রতি ওই তরুণী তার প্রেমিককে বিয়ের কথা বললে সে বিভিন্নভাবে এড়িয়ে যেতে থাকে। বিয়ে করতে অস্বীকার করে। এমনকী ওই যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ারও অভিযোগ করেছে মৃত তরুণীর পরিবার ৷ মৃত তরুণীর বৌদি জানান, তাঁর ননদের সঙ্গে ওই যুবকের প্রায় চার বছরের সম্পর্ক ছিল ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়েও না-করাতেই তাঁর ননদ আত্মহত্যা করেছে ৷

জানা গিয়েছে, 20 ফেব্রুয়ারি ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন ৷ দ্রুত তাঁকে পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতাল ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে ৷ রবিবার সেখানেই মৃত্যু হয় ওই তরুণীর। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগে ওই তরুণী তাঁর সম্পর্কের কথা জানিয়েছিলেন তরুণীর মৃত্যুর খবর আসতেই রবিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় । ওই যুবকের বাবাকে ঘরের মধ্যে আটকে রাখে তারা ৷

বনগাঁ থানার পুলিশ গিয়ে ওই যুবকের বাবাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, তরুণীর পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের লিখিত অঅভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতারও করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. মেদিনীপুরের মেস থেকে উদ্ধার ছাত্রীর দেহ ! তদন্তে পুলিশ
  2. খুন না আত্মহত্যা ! গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে মর্গের বাইরে হাতাহাতি আত্মীয়দের
  3. মানসিক অবসাদ ! ধানবাদে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান

বনগাঁ, 4 মার্চ: দীর্ঘ চার-পাঁচ বছরের সম্পর্ক ৷ সম্প্রতি বিয়ের কথা বললেই এড়িয়ে যাচ্ছিলেন যুবক ৷ ভালোবাসার মানুষের এই পরিবর্তন মেনে নিতে পারেনি প্রেমিকা ৷ দিন দশেক আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা বনগাঁর বছর একুশের তরুণীর রবিবার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৷ এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় ৷

পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে ওই তরুণীর ভালোবাসার সম্পর্ক ছিল। মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার সহবাস করেছে ওই যুবক । এমনকী গোপনে তাদের মালাবদলও হয়েছিল। কিন্তু সম্প্রতি ওই তরুণী তার প্রেমিককে বিয়ের কথা বললে সে বিভিন্নভাবে এড়িয়ে যেতে থাকে। বিয়ে করতে অস্বীকার করে। এমনকী ওই যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ারও অভিযোগ করেছে মৃত তরুণীর পরিবার ৷ মৃত তরুণীর বৌদি জানান, তাঁর ননদের সঙ্গে ওই যুবকের প্রায় চার বছরের সম্পর্ক ছিল ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়েও না-করাতেই তাঁর ননদ আত্মহত্যা করেছে ৷

জানা গিয়েছে, 20 ফেব্রুয়ারি ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন ৷ দ্রুত তাঁকে পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতাল ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে ৷ রবিবার সেখানেই মৃত্যু হয় ওই তরুণীর। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগে ওই তরুণী তাঁর সম্পর্কের কথা জানিয়েছিলেন তরুণীর মৃত্যুর খবর আসতেই রবিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় । ওই যুবকের বাবাকে ঘরের মধ্যে আটকে রাখে তারা ৷

বনগাঁ থানার পুলিশ গিয়ে ওই যুবকের বাবাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, তরুণীর পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের লিখিত অঅভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতারও করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. মেদিনীপুরের মেস থেকে উদ্ধার ছাত্রীর দেহ ! তদন্তে পুলিশ
  2. খুন না আত্মহত্যা ! গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে মর্গের বাইরে হাতাহাতি আত্মীয়দের
  3. মানসিক অবসাদ ! ধানবাদে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.