আসানসোল, 13 সেপ্টেম্বর: জামুরিয়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু ৷ গুরুতরভাবে আহত হয়ে আরও এক শ্রমিক হাসপাতালে ভর্তি ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন মৃতের নাম অলোক বাউরি ৷ বয়স 48 বছর । ভজন বাউরি নামে আরও এক ঠিকা শ্রমিক গুরুতরভাবে আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ কারখানার অন্য শ্রমিকরা জানিয়েছেন অলোক বাউরি এবং ভজন বাউরি দু'জনে সম্পর্কে ভাই ৷ তাঁদের বাড়ি বাঁকুড়া জেলায় ৷
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার বাসিন্দা দুই ভাই অলোক বাউরি এবং ভজন বাউরি জামুরিয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করতেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কারখানায় অলোক, ভজন ছাড়াও আরও 4 ঠিকা শ্রমিক রড বাঁধার কাজ করছিলেন। তাঁদের পাশ দিয়ে গিয়েছিল বিদ্যুতের একটি তার। শ্রমিকরা জানতেন, ওই তারে বিদ্যুৎ সংযোগ নেই। কিন্তু ওই তারে বিদ্যুৎ ছিল। কাজ করার সময় কোনওভাবে অলোক ওই তারের সংস্পর্শে চলে আসেন। তখনই তিনি বিদ্যুৎপৃষ্ট হন।
এই ঘটনা দেখে তাৎক্ষণিকভাবে তাঁকে বাঁচাতে যায় ভাই ভজন। তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। ভজন এবং অলোক দু'জনেই ছিটকে পড়েন। বাকি চার জন শ্রমিক ঘটনাস্থল থেকে একটু দূরে থাকাই তাঁরা বেঁচে গিয়েছেন। আহত দু'জনকেই উদ্ধার করে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অলোক বাউরিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা ৷ গুরুতর আহত অবস্থায় ভজন বাউরি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় কারখানার অন্যান্য শ্রমিকরা ক্ষোভ উগড়ে দিয়েছেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেনি। জামুরিয়া থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।