ETV Bharat / state

খাস কলকাতার অভিজাত ক্লাবে যৌন হেনস্তা, থানায় গেলেন মহিলা কর্মী - Alleged Molestation in Kolkata Club - ALLEGED MOLESTATION IN KOLKATA CLUB

Woman Allegedly Molested: টানা কয়েকমাস ধরে শারীরিক হেনস্তা, তরুণীকে মদ্যপ অবস্থায় নির্যাতন খাস কলকাতার অভিজাত ক্লাবে ৷ শেক্সপিয়র থানায় লিখিত অভিযোগ জানালেন ক্লাবেরই মহিলা কর্মী ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Alleged Molestation in Kolkata Club
কলকাতার অভিজাত ক্লাবে যৌন হেনস্তা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 4:19 PM IST

কলকাতা, 25 জুন: তরুণীকে শারীরিক হেনস্তা, উত্যক্ত করার অভিযোগ ৷ ঘটনায় অভিযোগের তীর দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবের কর্তার বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, তরুণী ওই ক্লাবেই কর্মরতা ৷ ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে একটি লিখিত অভিযোগ । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ।

সূত্রের খবর, ঘটনা সূত্রপাত ফেব্রুয়ারি মাসে । তরুণীর অভিযোগ, ওই ক্লাবকর্তা একাধিকবার তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। পাশাপাশি তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন ওই ক্লাবকর্তা । তিনি প্রথমে ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। তবে ক্লাবের তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি । তারপরও একাধিকবার মদ্যপ অবস্থায় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন ওই ক্লাবকর্তা । শেষ পর্যন্ত তিনি বিষয়টি বাড়িতে জানান । পরে শেক্সপিয়ার সরণি থানায় ওই ক্লাবকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ।

তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন যে মাঝেমধ্যেই ওই ক্লাবকর্তা তরুণীকে নির্জন জায়গায় ডেকে পাঠাতেন ৷ মদ্যপান করে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করতেন । লালবাজার সূত্রের খবর, এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ক্লাবের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে স্টেটমেন্ট নিয়েছেন তদন্তকারীরা ।

যদিও এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। এখনও পর্যন্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করা হয়নি । কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘আমরা ওই ক্লাবকর্তাকে জিজ্ঞাসাবাদ করব । পাশাপাশি এই ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও জোগাড় করার চেষ্টা করা হচ্ছে ।’’

কলকাতা, 25 জুন: তরুণীকে শারীরিক হেনস্তা, উত্যক্ত করার অভিযোগ ৷ ঘটনায় অভিযোগের তীর দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবের কর্তার বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, তরুণী ওই ক্লাবেই কর্মরতা ৷ ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে একটি লিখিত অভিযোগ । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ।

সূত্রের খবর, ঘটনা সূত্রপাত ফেব্রুয়ারি মাসে । তরুণীর অভিযোগ, ওই ক্লাবকর্তা একাধিকবার তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। পাশাপাশি তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন ওই ক্লাবকর্তা । তিনি প্রথমে ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। তবে ক্লাবের তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি । তারপরও একাধিকবার মদ্যপ অবস্থায় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন ওই ক্লাবকর্তা । শেষ পর্যন্ত তিনি বিষয়টি বাড়িতে জানান । পরে শেক্সপিয়ার সরণি থানায় ওই ক্লাবকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ।

তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন যে মাঝেমধ্যেই ওই ক্লাবকর্তা তরুণীকে নির্জন জায়গায় ডেকে পাঠাতেন ৷ মদ্যপান করে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করতেন । লালবাজার সূত্রের খবর, এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ক্লাবের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে স্টেটমেন্ট নিয়েছেন তদন্তকারীরা ।

যদিও এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। এখনও পর্যন্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করা হয়নি । কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘আমরা ওই ক্লাবকর্তাকে জিজ্ঞাসাবাদ করব । পাশাপাশি এই ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও জোগাড় করার চেষ্টা করা হচ্ছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.