ETV Bharat / state

স্ত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি - Woman Allegedly Poisoned - WOMAN ALLEGEDLY POISONED

Mysterious Death in Hooghly: মাত্র ন'মাস হয়েছে বিয়ের ৷ তার মধ্যেই পরিবাররে কাছে খবর এল মেয়ের মৃত্যুর ৷ শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ উঠল পুত্রবধূকে বিষ খাইয়ে খুনের ৷ এর জেরে চাঞ্চল্য ছড়াল হুগলির পোলবায় ৷ স্ত্রীকে খুনের জেরে গ্রেফতার করা হয়েছে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে।

Mysterious Death in Hooghly
বিষ খাইয়ে খুনের অভিযোগ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 8:21 AM IST

Updated : May 31, 2024, 8:41 AM IST

পোলবা, 30 মে: বিষ খাইয়ে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃত স্ত্রীর নাম ডালিয়া ঘোষ (34)। 9 মাস আগে হুগলির পোলবার আমনান গ্রামের সৌমেন ঘোষের সঙ্গে বিয়ে হয় ডালিয়ার। অভিযোগ, পণের দাবি করে মানসিক ও শারিরীক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন।

এ কথা ডালিয়ার বাপের বাড়িতে জানালেও সেভাবে বুঝতে পারেননি কেউই। গতকাল, বৃহস্পতিবার বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয় ডালিয়া ঘোষকে। সেই খবর দেওয়া হয় বলাগড়ে তাঁর বাপের বাড়িতে। পরে ডালিয়ার মা পদ্মা ঘোষ হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে মেয়ের। ডালিয়া ঘোষের বাপের বাড়ির অভিযোগ, মেয়েকে বিষ খাইয়ে মারা হয়েছে। পোলবা থানায় লিখিত অভিযোগ জানায় মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে স্বামী সৌমেন, শ্বশুর দেবনারায়ণ ও শাশুড়ি মাধবী ঘোষকে গ্রেফতার করা হয়।

আসল কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আরও পরিষ্কার হবে। যদিও স্বামী, শ্বশুর ও শাশুড়ি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এই ঘটনায় তারা যুক্ত নয়। হুগলির বলাগড়ের সোমড়া গ্রাম পঞ্চায়েতের মশড়া গ্রামে ডালিয়া ঘোষের বাড়ি। দেখাশোনা করেই বিয়ে হয় দু'জনের। মৃতের পরিবারের অভিযোগ, পণের চাহিদা আগে থেকেই ছিল সৌমেনের পরিবারের। ডালিয়ার পরিবার তা পূরণ করতে না-পারায় বিষ খাইয়ে মেয়েকে মেরে ফেলেছে বলে অভিযোগ মৃতের মায়ের।

মৃতের মায়ের দাবি, "আগে থেকেই মেয়ে ডালিয়ার ওপর অত্যাচার করা হতো। এদিন আমায় ফোনে জানানো হয়, মেয়ে অসুস্থ ৷ আমাদের বাড়ির সকলকে যেতেও বলা হয় ৷ পরে হাসপাতালে এসে জানতে পারি এমন ঘটনা। ডালিয়াকে জোর করে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে ৷ দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয় ৷"

পোলবা, 30 মে: বিষ খাইয়ে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃত স্ত্রীর নাম ডালিয়া ঘোষ (34)। 9 মাস আগে হুগলির পোলবার আমনান গ্রামের সৌমেন ঘোষের সঙ্গে বিয়ে হয় ডালিয়ার। অভিযোগ, পণের দাবি করে মানসিক ও শারিরীক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন।

এ কথা ডালিয়ার বাপের বাড়িতে জানালেও সেভাবে বুঝতে পারেননি কেউই। গতকাল, বৃহস্পতিবার বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয় ডালিয়া ঘোষকে। সেই খবর দেওয়া হয় বলাগড়ে তাঁর বাপের বাড়িতে। পরে ডালিয়ার মা পদ্মা ঘোষ হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে মেয়ের। ডালিয়া ঘোষের বাপের বাড়ির অভিযোগ, মেয়েকে বিষ খাইয়ে মারা হয়েছে। পোলবা থানায় লিখিত অভিযোগ জানায় মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে স্বামী সৌমেন, শ্বশুর দেবনারায়ণ ও শাশুড়ি মাধবী ঘোষকে গ্রেফতার করা হয়।

আসল কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আরও পরিষ্কার হবে। যদিও স্বামী, শ্বশুর ও শাশুড়ি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এই ঘটনায় তারা যুক্ত নয়। হুগলির বলাগড়ের সোমড়া গ্রাম পঞ্চায়েতের মশড়া গ্রামে ডালিয়া ঘোষের বাড়ি। দেখাশোনা করেই বিয়ে হয় দু'জনের। মৃতের পরিবারের অভিযোগ, পণের চাহিদা আগে থেকেই ছিল সৌমেনের পরিবারের। ডালিয়ার পরিবার তা পূরণ করতে না-পারায় বিষ খাইয়ে মেয়েকে মেরে ফেলেছে বলে অভিযোগ মৃতের মায়ের।

মৃতের মায়ের দাবি, "আগে থেকেই মেয়ে ডালিয়ার ওপর অত্যাচার করা হতো। এদিন আমায় ফোনে জানানো হয়, মেয়ে অসুস্থ ৷ আমাদের বাড়ির সকলকে যেতেও বলা হয় ৷ পরে হাসপাতালে এসে জানতে পারি এমন ঘটনা। ডালিয়াকে জোর করে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে ৷ দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয় ৷"

Last Updated : May 31, 2024, 8:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.