শান্তিপুর, 27 অক্টোবর: লরির ধাক্কায় মহিলার মৃত্যুর অভিযোগ ৷ পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ মৃতার নাম দীপা মণ্ডল (35) ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেথিরডাঙা জামতলা এলাকায় ৷
জানা গিয়েছে, গৃহবধূ স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময় রবিবার শান্তিপুর কালনাঘাট রাজ্য সড়কে ধান বোঝাই লরি গৃহবধূকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার । এরপর খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করতে আসে । অভিযোগ, তখনই পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দেন এলাকার মহিলারা । পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । দীর্ঘক্ষণ পর পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় । এরপরেই উত্তেজিত জনতা ওই রাজ্য সড়ক অবরোধ করে । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় জনতার ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তা খারাপ ৷ এই বিষয়ে বারবার পঞ্চায়েত এবং প্রশাসনকে জানানো হয়েছে । কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । আরও অভিযোগ, ওই রাস্তা দিয়ে পুলিশের তত্ত্বাবধানে বালি বোঝাই লরিও যাতায়াত করে । তাদের কাছ থেকে মোটা টাকা তোলে পুলিশ ।
স্থানীয় বাসিন্দা সুষমা সরদার ও সমীর নন্দীর কথায়, "আমরা চাই অবিলম্বে এই রাস্তা মেরামতি করা হোক । কয়েকদিন আগে এখানে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল ৷ আজ আবার একই ঘটনা ঘটল ৷ গৃহবধূ স্বামীকে খাবার দিতে যাচ্ছিলেন ৷ তখন তাঁকে এসে ধাক্কা মারে লরি ৷ সেখানেই প্রাণ হারান ওই মহিলা ৷ আমরা প্রশাসনের আশ্বাস চাই ৷ নইলে আমাদের বিক্ষোভ উঠবে না ৷"
কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয়রা । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷