ETV Bharat / state

হরিয়ানায় নিখোঁজ এরাজ্যের পরিযায়ী শ্রমিকের স্ত্রী - WIFE OF MIGRANT WORKER MISSING - WIFE OF MIGRANT WORKER MISSING

Women Missing in Haryana: রুটি-রুজির টানে ভিন রাজ্যে কাজে গিয়ে বেহাল দশা যেন এরাজ্যের শ্রমিকদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে ৷ হরিয়ানায় কাজে গিয়ে এবার নিখোঁজ হলেন মালদার এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ৷ দাবি দিনদশেক আগে বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান স্ত্রী ৷ নিখোঁজ ডায়েরি করেও কাজ হয়নি ৷

Women Missing in Haryana
বাজারে গিয়ে নিখোঁজ রাজ্যের পরিয়ায়ী শ্রমিকের স্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 1:55 PM IST

মালদা, 24 জুন: ক্রমশই প্রকট হচ্ছে ভিনরাজ্যে কাজের খোঁজে যাওয়া এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কঙ্কালসার অবস্থা ৷ এবার হরিয়ানায় নিখোঁজ হয়ে গেলেন বাংলার এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ৷ চলতি মাসের 13 জুন হরিয়ানায় বাজারে বেরিয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাসিন্দা অমর মুশহরের স্ত্রী ৷ তারপর থেকে আর খোঁজ মিলছে না তাঁর ৷ স্ত্রী'র খোঁজে ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন অমর মুশহর ৷

নিখোঁজ রাজ্যের পরিযায়ী শ্রমিকের স্ত্রী (ইটিভি ভারত)

নিম্নবিত্ত অমর মুশহরের পরিবারে অভাব নিত্যসঙ্গী ৷ অভাব ঘোচাতে ভিনরাজ্যে শ্রমিকের কাজই একমাত্র সম্বল ৷ সেখানে গিয়ে অমর মুশহরের সঙ্গে কাজ করতে হয় তাঁর স্ত্রী'কেও ৷ কাজে বেরিয়েই দিনকয়েক আগে নিখোঁজ হয়ে যান হরিশ্চন্দ্রপুর থানার ধুমসাডাঙ্গি গ্রামের ওই গৃহবধূ ৷

জানা গিয়েছে, প্রায় আড়াই মাস আগে দুই ছেলে আর স্ত্রী'কে নিয়ে হরিয়ানায় পাড়ি দিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানার অমর মুশহর ৷ সেখানে বাজার করতে বেরিয়ে দিনদশেক আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান তাঁর স্ত্রী ৷ এখনও পর্যন্ত স্ত্রী'র কোনও সন্ধান পাননি তিনি ৷ স্ত্রীকে ফিরে পেতে সেখানকার থানায় সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন অমর মুশহর ৷

অমরদের সঙ্গেই হরিয়ানায় কাজে গিয়েছিলেন ধুমসাডাঙ্গি গ্রামের অজয় মুশহর ৷ সম্পর্কে অমরের আত্মীয় তিনি ৷ ঘটনা প্রসঙ্গেই তিনি বলেন, "আড়াই মাস আগে আমরা একসঙ্গে হরিয়ানা গিয়েছিলাম ৷ এই এলাকা থেকে ছ’জন সেখানে নির্মাণ কাজ করতে গিয়েছিল ৷ কয়েকদিনের মধ্যে দু’জন দিল্লি চলে যায় ৷ 40 দিন কাজ করার পর জমির ধান কাটার জন্য বাড়ি ফিরে আসি ৷ কয়েকদিন পর জানতে পারি, অমরের বউ বাজার করতে গিয়েছিল ৷ তারপর থেকে আর খোঁজ মিলছে না ৷ গত 13 জুন এই ঘটনা ঘটেছে ৷ ওর কাছে মোবাইল ফোনও ছিল না ৷ ওখানে সবাই ওর খোঁজ চালিয়েছে ৷ কিন্তু ওর সন্ধান পাওয়া যায়নি ৷

নিখোঁজের বাবা মুরারি মুশহর জানান, সকলেই ভবন নির্মাণের কাজে হরিয়ানা গিয়েছিল ৷ 13 তারিখ মেয়ে বাজার করতে যায় ৷ সেখান থেকেই উধাও হয়ে যায় ৷ ওই দম্পতির দু’টো ছেলে এখনও ওখানেই আছে ৷ মেয়ে দুটো তাঁদের কাছে থাকেন ৷ পুলিশ সব ঘটনা বিস্তারিত জানানো হলেও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে তিনি দাবি করেছেন ৷

মালদা, 24 জুন: ক্রমশই প্রকট হচ্ছে ভিনরাজ্যে কাজের খোঁজে যাওয়া এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কঙ্কালসার অবস্থা ৷ এবার হরিয়ানায় নিখোঁজ হয়ে গেলেন বাংলার এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ৷ চলতি মাসের 13 জুন হরিয়ানায় বাজারে বেরিয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাসিন্দা অমর মুশহরের স্ত্রী ৷ তারপর থেকে আর খোঁজ মিলছে না তাঁর ৷ স্ত্রী'র খোঁজে ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন অমর মুশহর ৷

নিখোঁজ রাজ্যের পরিযায়ী শ্রমিকের স্ত্রী (ইটিভি ভারত)

নিম্নবিত্ত অমর মুশহরের পরিবারে অভাব নিত্যসঙ্গী ৷ অভাব ঘোচাতে ভিনরাজ্যে শ্রমিকের কাজই একমাত্র সম্বল ৷ সেখানে গিয়ে অমর মুশহরের সঙ্গে কাজ করতে হয় তাঁর স্ত্রী'কেও ৷ কাজে বেরিয়েই দিনকয়েক আগে নিখোঁজ হয়ে যান হরিশ্চন্দ্রপুর থানার ধুমসাডাঙ্গি গ্রামের ওই গৃহবধূ ৷

জানা গিয়েছে, প্রায় আড়াই মাস আগে দুই ছেলে আর স্ত্রী'কে নিয়ে হরিয়ানায় পাড়ি দিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানার অমর মুশহর ৷ সেখানে বাজার করতে বেরিয়ে দিনদশেক আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান তাঁর স্ত্রী ৷ এখনও পর্যন্ত স্ত্রী'র কোনও সন্ধান পাননি তিনি ৷ স্ত্রীকে ফিরে পেতে সেখানকার থানায় সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন অমর মুশহর ৷

অমরদের সঙ্গেই হরিয়ানায় কাজে গিয়েছিলেন ধুমসাডাঙ্গি গ্রামের অজয় মুশহর ৷ সম্পর্কে অমরের আত্মীয় তিনি ৷ ঘটনা প্রসঙ্গেই তিনি বলেন, "আড়াই মাস আগে আমরা একসঙ্গে হরিয়ানা গিয়েছিলাম ৷ এই এলাকা থেকে ছ’জন সেখানে নির্মাণ কাজ করতে গিয়েছিল ৷ কয়েকদিনের মধ্যে দু’জন দিল্লি চলে যায় ৷ 40 দিন কাজ করার পর জমির ধান কাটার জন্য বাড়ি ফিরে আসি ৷ কয়েকদিন পর জানতে পারি, অমরের বউ বাজার করতে গিয়েছিল ৷ তারপর থেকে আর খোঁজ মিলছে না ৷ গত 13 জুন এই ঘটনা ঘটেছে ৷ ওর কাছে মোবাইল ফোনও ছিল না ৷ ওখানে সবাই ওর খোঁজ চালিয়েছে ৷ কিন্তু ওর সন্ধান পাওয়া যায়নি ৷

নিখোঁজের বাবা মুরারি মুশহর জানান, সকলেই ভবন নির্মাণের কাজে হরিয়ানা গিয়েছিল ৷ 13 তারিখ মেয়ে বাজার করতে যায় ৷ সেখান থেকেই উধাও হয়ে যায় ৷ ওই দম্পতির দু’টো ছেলে এখনও ওখানেই আছে ৷ মেয়ে দুটো তাঁদের কাছে থাকেন ৷ পুলিশ সব ঘটনা বিস্তারিত জানানো হলেও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে তিনি দাবি করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.