ETV Bharat / state

সুতন্দ্রা মৃত্যু-কাণ্ডে গ্রেফতার সাদা গাড়ির মালিক বাবলু যাদব - PANAGARH ACCIDENT

পানাগড় দুর্ঘটনার চারদিন পর বাবলু যাদবকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৷ তাঁকে কাঁকসা থানায় পাকড়াও করে নিয়ে এলেন তদন্তকারীরা ।

panagarh accident
পানাগড়-কাণ্ডে চারদিন পর গ্রেফতার বাবলু যাদব (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 2:44 PM IST

দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি: পানাগড়-কাণ্ডে অবশেষে গ্রেফতার সাদা গাড়ির মালিক ব্যবসায়ী বাবলু যাদব । তাঁকে বৃহস্পতিবার গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ ধৃতকে নিয়ে আসা হয় কাঁকসা থানায় । তার কিছুক্ষণ পরেই থানায় আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা । থানায় প্রবেশের সময় তিনি বলেন, "বাবলু যাদব গ্রেফতার হয়েছে।"

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার তথা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই ফেরার ছিলেন সাদা রংয়ের গাড়ির মালিক বাবলু যাদব । পুলিশের দাবি অনুযায়ী, সুতন্দ্রার গাড়ির সঙ্গে সেই রাতে সাদা গাড়িটির রেষারেষি হয়েছিল ৷ সেই গাড়িটি বাবলু যাদব চালাচ্ছিলেন বলে জানিয়েছিলেন কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল ।

panagarh accident
সাদা গাড়ির মালিক ব্যবসায়ী বাবলু যাদব (নিজস্ব ছবি)

ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না বাবলুর ৷ তাঁর বাড়িতে সদলবলে অভিযান চালান তদন্তকারী অফিসাররা । বাবলু যাদবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ ৷ এরপরেও অধরা ছিলেন বাবলু ৷ অবশেষে পানাগড় দুর্ঘটনা-কাণ্ডের চারদিন পর তাঁকে বৃহস্পতিবার কাঁকসা থানায় পাকড়াও করে নিয়ে এলেন তদন্তকারীরা ।

এদিকে, সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রায় 90 ঘণ্টা পরে কাঁকসা থানায় এল ফরেনসিক দল ৷ সুতন্দ্রা ও বাবলু যাদব-সহ দুটো গাড়ির ভিডিয়োগ্রাফি ও নমুনা পরীক্ষার জন্য এদিন আসেন ফরেনসিক দলের ছয় সদস্য । এর পাশাপাশি সুতন্দ্রার গাড়িতে থাকা মিন্টু মণ্ডলকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় গোপন জবানবন্দি নেওয়ার জন্য । তিনিই গাড়ি দুর্ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন ৷ এর আগে বুধবার সুতন্দ্রার অন্য এক সহযোগী বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষের গোপন জবানবন্দি সম্পন্ন হয় দুর্গাপুর মহকুমা আদালতে ।

panagarh accident
কাঁকসা থানায় এল ফরেনসিক দল (নিজস্ব ছবি)

দুর্ঘটনার পর চারদিন অতিবাহিত হতে যায় ৷ হুগলির চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু রহস্যের জট এখনও কাটেনি । বুধবার বিকেলে হঠাৎ কাঁকসা থানার পুলিশ আটক করে নিয়ে আসে এক যুবককে । জিজ্ঞাসাবাদ চালানোর পরে সন্ধ্যায় পুলিশ গাড়িতে করে তাঁকে কোথাও নিয়ে যায় ৷ তা নিয়ে পুলিশ কিছু না বললেও দুপুর থেকে একটানা বেশ কয়েকঘণ্টা থানায় থাকার পরে বেরোনোর সময় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "আমরা সমস্ত কিছু রেকর্ড করছি । আপনাদেরকে সব জানানো হবে ।"

কিন্তু কে এই যুবক ? বাবলু যাদবের সঙ্গে তার কী সম্পর্ক ? সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সঙ্গেই বা ওই যুবকেরই কী সম্পর্ক ? এই সমস্ত প্রশ্ন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ৷

দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি: পানাগড়-কাণ্ডে অবশেষে গ্রেফতার সাদা গাড়ির মালিক ব্যবসায়ী বাবলু যাদব । তাঁকে বৃহস্পতিবার গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ ধৃতকে নিয়ে আসা হয় কাঁকসা থানায় । তার কিছুক্ষণ পরেই থানায় আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা । থানায় প্রবেশের সময় তিনি বলেন, "বাবলু যাদব গ্রেফতার হয়েছে।"

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার তথা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই ফেরার ছিলেন সাদা রংয়ের গাড়ির মালিক বাবলু যাদব । পুলিশের দাবি অনুযায়ী, সুতন্দ্রার গাড়ির সঙ্গে সেই রাতে সাদা গাড়িটির রেষারেষি হয়েছিল ৷ সেই গাড়িটি বাবলু যাদব চালাচ্ছিলেন বলে জানিয়েছিলেন কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল ।

panagarh accident
সাদা গাড়ির মালিক ব্যবসায়ী বাবলু যাদব (নিজস্ব ছবি)

ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না বাবলুর ৷ তাঁর বাড়িতে সদলবলে অভিযান চালান তদন্তকারী অফিসাররা । বাবলু যাদবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ ৷ এরপরেও অধরা ছিলেন বাবলু ৷ অবশেষে পানাগড় দুর্ঘটনা-কাণ্ডের চারদিন পর তাঁকে বৃহস্পতিবার কাঁকসা থানায় পাকড়াও করে নিয়ে এলেন তদন্তকারীরা ।

এদিকে, সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রায় 90 ঘণ্টা পরে কাঁকসা থানায় এল ফরেনসিক দল ৷ সুতন্দ্রা ও বাবলু যাদব-সহ দুটো গাড়ির ভিডিয়োগ্রাফি ও নমুনা পরীক্ষার জন্য এদিন আসেন ফরেনসিক দলের ছয় সদস্য । এর পাশাপাশি সুতন্দ্রার গাড়িতে থাকা মিন্টু মণ্ডলকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় গোপন জবানবন্দি নেওয়ার জন্য । তিনিই গাড়ি দুর্ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন ৷ এর আগে বুধবার সুতন্দ্রার অন্য এক সহযোগী বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষের গোপন জবানবন্দি সম্পন্ন হয় দুর্গাপুর মহকুমা আদালতে ।

panagarh accident
কাঁকসা থানায় এল ফরেনসিক দল (নিজস্ব ছবি)

দুর্ঘটনার পর চারদিন অতিবাহিত হতে যায় ৷ হুগলির চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু রহস্যের জট এখনও কাটেনি । বুধবার বিকেলে হঠাৎ কাঁকসা থানার পুলিশ আটক করে নিয়ে আসে এক যুবককে । জিজ্ঞাসাবাদ চালানোর পরে সন্ধ্যায় পুলিশ গাড়িতে করে তাঁকে কোথাও নিয়ে যায় ৷ তা নিয়ে পুলিশ কিছু না বললেও দুপুর থেকে একটানা বেশ কয়েকঘণ্টা থানায় থাকার পরে বেরোনোর সময় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "আমরা সমস্ত কিছু রেকর্ড করছি । আপনাদেরকে সব জানানো হবে ।"

কিন্তু কে এই যুবক ? বাবলু যাদবের সঙ্গে তার কী সম্পর্ক ? সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সঙ্গেই বা ওই যুবকেরই কী সম্পর্ক ? এই সমস্ত প্রশ্ন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.