ETV Bharat / state

সাগরে নিম্নচাপের ভ্রুকুটি ! কী বলছে হাওয়া অফিস ? - Weather Report and Forecast - WEATHER REPORT AND FORECAST

IMD Weather Forecast in kolkata: বঙ্গে অতিরিক্ত গরমের মধ্যেই সাগরে সাগরে নিম্নচাপের ভ্রুকুটি ৷ এর ফলে আগামী কয়েকদিন কলকাতা ও বঙ্গের বাকি জেলার আবহাওয়া কেমন থাকবে, জানাল আলিপুর হাওয়া অফিস ৷

IMD Weather Forecast in kolkata
সাগরে নিম্নচাপের ভ্রুকুটি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 7:48 AM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমারে উপকুল এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে তৈরি হওয়া দু'টি চক্রবৎ ঘূর্ণাবর্ত একসঙ্গে মিশে গিয়েছে ৷ আরও একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে। এর বিস্তার সমুদ্রপৃষ্ঠের 5.8 কিলোমিটার পর্যন্ত।

মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 29 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র আগামী 24 ঘণ্টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে ঘনীভূত হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রশমিত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং ঝাড়খণ্ডের ওপর। এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ৷ বাকি অংশে শুষ্ক আবহাওয়া ছিল।

তবে এর মধ্যেই সাগরে নিম্নচাপের ভ্রুকুটি ৷ ফলে এখনও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়ছে। হাওয়া অফিসের আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তলবে চলতি সপ্তাহ ধরে। যেহেতু বর্ষা তার ইনিংসের শেষভাগে রয়েছে, তাই বিরাট পরিমাণ বৃষ্টি আর না-হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ছবি। সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 4.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 62 শতাংশ।

কলকাতা, 24 সেপ্টেম্বর: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমারে উপকুল এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে তৈরি হওয়া দু'টি চক্রবৎ ঘূর্ণাবর্ত একসঙ্গে মিশে গিয়েছে ৷ আরও একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে। এর বিস্তার সমুদ্রপৃষ্ঠের 5.8 কিলোমিটার পর্যন্ত।

মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 29 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র আগামী 24 ঘণ্টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে ঘনীভূত হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রশমিত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং ঝাড়খণ্ডের ওপর। এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ৷ বাকি অংশে শুষ্ক আবহাওয়া ছিল।

তবে এর মধ্যেই সাগরে নিম্নচাপের ভ্রুকুটি ৷ ফলে এখনও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়ছে। হাওয়া অফিসের আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তলবে চলতি সপ্তাহ ধরে। যেহেতু বর্ষা তার ইনিংসের শেষভাগে রয়েছে, তাই বিরাট পরিমাণ বৃষ্টি আর না-হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ছবি। সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 4.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 62 শতাংশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.