ETV Bharat / state

সিবিআই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ! মন্তব্যে নারাজ রাজ্যপাল - CV ANANDA BOSE

‘‘রাজনৈতিক প্রশ্ন নয় ।’’ সিবিআই চার্জসিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি ।

WB Guv CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 4:45 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে ‘জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়’-এর নাম রয়েছে । এই খবর প্রকাশ্যে আসতে গতকাল থেকে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে । ভাবমূর্তি নষ্টের মরিয়া চেষ্টা বলে পাল্টা তোপ দাগা হয়েছে শাসকদলের তরফে । এ বিষয়ে বৃহস্পতিবার এক কর্মসূচির পর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি ।

রাজ্যের সাংবিধানিক প্রধানের কথায়, ‘‘রাজনৈতিক প্রশ্ন নয় ।’’ তবে রাজ্যের নারী নির্যাতন কিংবা খুন, ধর্ষণ নিয়ে নির্দ্বিধায় নিজের বক্তব্য স্পষ্ট করলেন। এদিন আইসিসিআরে পূর্বোদয় সাহিত্য উৎসবের সূচনা করেন রাজ্যপাল । পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জনগণের সামনে বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য প্রতিটি স্টেক হোল্ডারকে বিশেষ করে সরকারকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে ।’’

সিবিআই চার্জসিটের নামের বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি (ইটিভি ভারত)

এদিকে, ইন্সটিটিউট অফ সোশাল অ্যান্ড কালচারাল স্টাডিজের (ISCS) সহযোগিতায় আয়োজিত পূর্ব ভারতের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন প্রসঙ্গে রাজ্যপাল বাংলার কৃষ্টি-সাহিত্যের প্রশংসা করেন । তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলি সাহিত্য চর্চায় বিশ্বে নজির গড়েছে । সেই ধারা বজায় রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিকে ।’’ এই উৎসবের প্রধান আকর্ষণ ‘পূর্বোদয় সাহিত্য শ্রেষ্ঠত্ব পুরস্কার 2025’ । সাহিত্যে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত লেখক অমিত চৌধুরীকে এই বছর ‘পূর্বোদয় সাহিত্য শ্রেষ্ঠত্ব পুরস্কার 2025’ প্রদান করা হবে ।

WB Guv CV Ananda Bose
পূর্ব ভারতের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন (ইটিভি ভারত)

এই কর্মসূচিতে ছ’টি রাজ্য থেকে দু’লক্ষেরও বেশি অংশগ্রহণকারী থাকবে বলে আয়োজকদের তরফে দাবি করা হয়েছে । তাঁরা বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন । সেগুলি —
• লেখক সেশন এবং প্যানেল আলোচনা
• সাংস্কৃতিক পরিবেশনা
• কর্মশালা এবং মাস্টার ক্লাস সমৃদ্ধ করা
• নতুন রিলিজ-সহ একটি গ্র্যান্ড বইমেলা
• তরুণ লেখক এবং শিল্পীদের জন্য প্রতিযোগিতা

ISCS-এর পরিচালক অরিন্দম মুখোপাধ্যায় জানান, এই উৎসবের লক্ষ্য সৃজনশীলতাকে অনুপ্রাণিত করা । পূর্ব ভারতের সাহিত্যের উত্তরাধিকার উদযাপন করা ।

আরও পড়ুন

কলকাতা, 27 ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে ‘জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়’-এর নাম রয়েছে । এই খবর প্রকাশ্যে আসতে গতকাল থেকে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে । ভাবমূর্তি নষ্টের মরিয়া চেষ্টা বলে পাল্টা তোপ দাগা হয়েছে শাসকদলের তরফে । এ বিষয়ে বৃহস্পতিবার এক কর্মসূচির পর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি ।

রাজ্যের সাংবিধানিক প্রধানের কথায়, ‘‘রাজনৈতিক প্রশ্ন নয় ।’’ তবে রাজ্যের নারী নির্যাতন কিংবা খুন, ধর্ষণ নিয়ে নির্দ্বিধায় নিজের বক্তব্য স্পষ্ট করলেন। এদিন আইসিসিআরে পূর্বোদয় সাহিত্য উৎসবের সূচনা করেন রাজ্যপাল । পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জনগণের সামনে বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য প্রতিটি স্টেক হোল্ডারকে বিশেষ করে সরকারকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে ।’’

সিবিআই চার্জসিটের নামের বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি (ইটিভি ভারত)

এদিকে, ইন্সটিটিউট অফ সোশাল অ্যান্ড কালচারাল স্টাডিজের (ISCS) সহযোগিতায় আয়োজিত পূর্ব ভারতের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন প্রসঙ্গে রাজ্যপাল বাংলার কৃষ্টি-সাহিত্যের প্রশংসা করেন । তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলি সাহিত্য চর্চায় বিশ্বে নজির গড়েছে । সেই ধারা বজায় রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিকে ।’’ এই উৎসবের প্রধান আকর্ষণ ‘পূর্বোদয় সাহিত্য শ্রেষ্ঠত্ব পুরস্কার 2025’ । সাহিত্যে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত লেখক অমিত চৌধুরীকে এই বছর ‘পূর্বোদয় সাহিত্য শ্রেষ্ঠত্ব পুরস্কার 2025’ প্রদান করা হবে ।

WB Guv CV Ananda Bose
পূর্ব ভারতের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন (ইটিভি ভারত)

এই কর্মসূচিতে ছ’টি রাজ্য থেকে দু’লক্ষেরও বেশি অংশগ্রহণকারী থাকবে বলে আয়োজকদের তরফে দাবি করা হয়েছে । তাঁরা বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন । সেগুলি —
• লেখক সেশন এবং প্যানেল আলোচনা
• সাংস্কৃতিক পরিবেশনা
• কর্মশালা এবং মাস্টার ক্লাস সমৃদ্ধ করা
• নতুন রিলিজ-সহ একটি গ্র্যান্ড বইমেলা
• তরুণ লেখক এবং শিল্পীদের জন্য প্রতিযোগিতা

ISCS-এর পরিচালক অরিন্দম মুখোপাধ্যায় জানান, এই উৎসবের লক্ষ্য সৃজনশীলতাকে অনুপ্রাণিত করা । পূর্ব ভারতের সাহিত্যের উত্তরাধিকার উদযাপন করা ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.