ETV Bharat / state

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘ভাড়াটে সৈন্য’ কালিম্পংয়ের উর্গেন তামাং, স্বামীকে বাঁচানোর আরজি স্ত্রী অম্বিকার - Urgen Tamang - URGEN TAMANG

Urgen Tamang: রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়েছিলেন কালিম্পংয়ের বাসিন্দা উর্গেন তামাং ৷ সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করতে হবে ৷ তাই তিনি দেশে ফিরতে সরকারের সাহায্য চেয়েছেন ৷ তাঁর স্ত্রী অম্বিকা তামাং এই নিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কাছে সাহায্যের আবেদন করেছেন ৷ রাজু পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

Urgen Tamang
Urgen Tamang
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 4:23 PM IST

Updated : Mar 26, 2024, 8:43 PM IST

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘ভাড়াটে সৈন্য’ কালিম্পংয়ের উর্গেন তামাং, স্বামীকে বাঁচানোর আরজি স্ত্রী অম্বিকার

কালিম্পং, 26 মার্চ: রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়ে বিপাকে কালিম্পংয়ের বাসিন্দা উর্গেন তামাং ৷ অভিযোগ, তাঁকে নিরাপত্তারক্ষীর কাজ করতে দেওয়া হবে বলে রাশিয়ায় পাঠানো হয় ৷ কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে রাশিয়ার ভাড়াটে সৈনিক হিসেবে তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে ৷ এই পরিস্থিতিতে উর্গেন রাশিয়া থেকে ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন তাঁর স্ত্রীকে ৷ সেই ভিডিয়ো বার্তায় তাঁকে উদ্ধারের আরজি জানিয়েছেন উর্গেন ৷

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সৈনিক হিসেবে বিদেশিদের নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে ৷ সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয়দের সেখানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই তালিকাতেই জুড়ল কালিম্পংয়ের উর্গেন তামাংয়ের নাম ৷

তাঁর স্ত্রী অম্বিকা তামাং ইটিভি ভারতকে জানিয়েছেন, উর্গেন তামাং গুজরাতে কর্মরত ছিলেন ৷ সেখান থেকেই দিল্লির এজেন্টের সঙ্গে যোগাযোগ হয় ৷ তার পর তিনি বাড়ি আসেন এবং দিল্লির উদ্দেশে রওনা দেন ৷ এর জন্য এজেন্টকে ছ’লাখ টাকাও দিয়েছেন ৷ গত 18 জানুয়ারি তিনি চলে যান ৷

অম্বিকার আরও দাবি, তাঁর স্বামী তাঁকে একটি ভিডিয়ো পাঠিয়েছেন ৷ সেই ভিডিয়ো মারফত তিনি জানতে পেরেছেন যে তাঁর স্বামীকে নিরাপত্তারক্ষীর কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয় রাশিয়ায় ৷ সেখানে গিয়ে কিছু নথিপত্রে সই করানো হয় ৷ তার পর অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় ৷ শেষে জানানো হয় যে উর্গেনকে নিয়ে যাওয়া হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানোর জন্য ৷

Urgen Tamang
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার ফেসবুক পোস্ট

সীমান্তে যুদ্ধে নামা উর্গেনের জন্য নতুন নয় ৷ তিনি ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন ৷ অবসরের পর তিনি গুজরাতে কাজ করছিলেন ৷ সেখান থেকে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতে যান ৷ কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন যে তাঁকে ভাড়াটে সৈনিক হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ এই বিষয়ে তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিলেন ৷ সেই কারণে তিনি দেশে ফিরতে চান ৷

ভিডিয়ো বার্তায় উর্গেন দেশে ফেরার জন্য সাহায্য চেয়েছেন ৷ তাঁর ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ তাছাড়া উর্গেনের যোগাযোগ করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে ৷ রাজু বিস্তা সাহায্য করার আশ্বাস দিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে উর্গেনকে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করবেন ৷

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "আমি বিষয়টি জানা মাত্র বিদেশমন্ত্রককে জানিয়েছি । রাশিয়াতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । আমি যথাসাধ্য চেষ্টা করছি তাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার । আমি প্রত্যেককে সতর্ক করতে চাই বিদেশে কাজ করতে যাওয়ার আগে ভালো করে সব যাচাই করে নিতে ।"

এদিকে স্থানীয় বাসিন্দা বীরেন ছেত্রী জানিয়েছেন যে ওই এজেন্টের নাম ওম বিক্রম থাপা ৷ উর্গেন কালিম্পং পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ ওই ওয়ার্ডের প্রশাসক রবি প্রধান জানান, এই নিয়ে আইনি পদক্ষেপ করবেন ৷ পুলিশের কাছেও এই নিয়ে অভিযোগ জানাবেন ৷

আরও পড়ুন:

  1. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত হায়দরাবাদের 'ভাড়াটে সৈন্য', দেহ ফেরাতে উদ্যোগী ভারত সরকার
  2. রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাশ্মীরের আজাদ, বাড়ি ফেরাতে সরকারের দ্বারস্থ পরিবার
  3. সংঘাতের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে টেলিফোন মোদির, পেলেন আমন্ত্রণ

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘ভাড়াটে সৈন্য’ কালিম্পংয়ের উর্গেন তামাং, স্বামীকে বাঁচানোর আরজি স্ত্রী অম্বিকার

কালিম্পং, 26 মার্চ: রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়ে বিপাকে কালিম্পংয়ের বাসিন্দা উর্গেন তামাং ৷ অভিযোগ, তাঁকে নিরাপত্তারক্ষীর কাজ করতে দেওয়া হবে বলে রাশিয়ায় পাঠানো হয় ৷ কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে রাশিয়ার ভাড়াটে সৈনিক হিসেবে তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে ৷ এই পরিস্থিতিতে উর্গেন রাশিয়া থেকে ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন তাঁর স্ত্রীকে ৷ সেই ভিডিয়ো বার্তায় তাঁকে উদ্ধারের আরজি জানিয়েছেন উর্গেন ৷

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সৈনিক হিসেবে বিদেশিদের নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে ৷ সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয়দের সেখানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই তালিকাতেই জুড়ল কালিম্পংয়ের উর্গেন তামাংয়ের নাম ৷

তাঁর স্ত্রী অম্বিকা তামাং ইটিভি ভারতকে জানিয়েছেন, উর্গেন তামাং গুজরাতে কর্মরত ছিলেন ৷ সেখান থেকেই দিল্লির এজেন্টের সঙ্গে যোগাযোগ হয় ৷ তার পর তিনি বাড়ি আসেন এবং দিল্লির উদ্দেশে রওনা দেন ৷ এর জন্য এজেন্টকে ছ’লাখ টাকাও দিয়েছেন ৷ গত 18 জানুয়ারি তিনি চলে যান ৷

অম্বিকার আরও দাবি, তাঁর স্বামী তাঁকে একটি ভিডিয়ো পাঠিয়েছেন ৷ সেই ভিডিয়ো মারফত তিনি জানতে পেরেছেন যে তাঁর স্বামীকে নিরাপত্তারক্ষীর কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয় রাশিয়ায় ৷ সেখানে গিয়ে কিছু নথিপত্রে সই করানো হয় ৷ তার পর অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় ৷ শেষে জানানো হয় যে উর্গেনকে নিয়ে যাওয়া হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানোর জন্য ৷

Urgen Tamang
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার ফেসবুক পোস্ট

সীমান্তে যুদ্ধে নামা উর্গেনের জন্য নতুন নয় ৷ তিনি ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন ৷ অবসরের পর তিনি গুজরাতে কাজ করছিলেন ৷ সেখান থেকে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতে যান ৷ কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন যে তাঁকে ভাড়াটে সৈনিক হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ এই বিষয়ে তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিলেন ৷ সেই কারণে তিনি দেশে ফিরতে চান ৷

ভিডিয়ো বার্তায় উর্গেন দেশে ফেরার জন্য সাহায্য চেয়েছেন ৷ তাঁর ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ তাছাড়া উর্গেনের যোগাযোগ করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে ৷ রাজু বিস্তা সাহায্য করার আশ্বাস দিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে উর্গেনকে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করবেন ৷

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "আমি বিষয়টি জানা মাত্র বিদেশমন্ত্রককে জানিয়েছি । রাশিয়াতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । আমি যথাসাধ্য চেষ্টা করছি তাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার । আমি প্রত্যেককে সতর্ক করতে চাই বিদেশে কাজ করতে যাওয়ার আগে ভালো করে সব যাচাই করে নিতে ।"

এদিকে স্থানীয় বাসিন্দা বীরেন ছেত্রী জানিয়েছেন যে ওই এজেন্টের নাম ওম বিক্রম থাপা ৷ উর্গেন কালিম্পং পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ ওই ওয়ার্ডের প্রশাসক রবি প্রধান জানান, এই নিয়ে আইনি পদক্ষেপ করবেন ৷ পুলিশের কাছেও এই নিয়ে অভিযোগ জানাবেন ৷

আরও পড়ুন:

  1. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত হায়দরাবাদের 'ভাড়াটে সৈন্য', দেহ ফেরাতে উদ্যোগী ভারত সরকার
  2. রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাশ্মীরের আজাদ, বাড়ি ফেরাতে সরকারের দ্বারস্থ পরিবার
  3. সংঘাতের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে টেলিফোন মোদির, পেলেন আমন্ত্রণ
Last Updated : Mar 26, 2024, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.