ETV Bharat / state

উত্তপ্ত সন্দেশখালিতে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BJP Candidate Rekha Patra: সন্দেশখালির বয়ারমারিতে তৃণমূল কর্মী-সমর্থকেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা ৷ এলাকায় গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷

BJP Candidate Rekha Patra
পুলিশের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 5:14 PM IST

Updated : Jun 1, 2024, 9:09 PM IST

সন্দেশখালি, 1 জুন: ভোট চলাকালীন উত্তপ্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ পুলিশকে ধাক্কা দেওয়ারও অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ৷

পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র (ইটিভি ভারত)

শনিবার সকাল থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি ৷ বেলা গড়াতেই উত্তেজনার সেই পারদ ক্রমশ চড়তে থাকে৷ শুরুটা হয়েছিল বয়ারমারি এলাকায় বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ৷ ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে৷ সেই ঘটনায় এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলেও অভিযোগ ৷ দিনের শেষে সেই অশান্তির রেশ এসে পড়ে রাজবাড়ি এবং আগারহাটি এলাকাতে ৷ অভিযোগ, এই দুই এলাকায় শাহজাহানের বাহিনী ভোট দিতে বাঁধা দেয় ৷ মারধরও করা হয় বেশ কয়েকজনকে ৷

অন্যদিকে, তৃণমূলের এক কর্মীর বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় 5 বিজেপি কর্মীকে পুলিশ আটক করে বলে গ্রামবাসীদের অভিযোগ ৷ তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতে বাসন্তী হাইওয়েতে গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ জানান গ্রামবাসীরা ৷ সেই খবর পেয়ে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি ৷ সেইসময় এক কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বসিরাহাটের বিজেপি প্রার্থী ৷ ঘটনা প্রসঙ্গে রেখা বলেন, "রাজ্যের পুলিশকে আমি বিশ্বাস করিনা ৷ বসিরহাট এসপি অফিসে গিয়ে আমি নালিশ জানাব ৷ যে 5 জনের ভোট নষ্ট হয়েছে, তার জবাব নেওয়া হবে ৷"

এদিকে বিজেপি প্রার্থী চলে যাওয়ার পরও উত্তপ্ত সন্দেশখালি ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ অন্যদিকে, পালটা পুলিশও গ্রামবাসীদের লক্ষ্য ইট ছোঁড়ে বলে অভিযোগ ৷ তবে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি ৷

সন্দেশখালি, 1 জুন: ভোট চলাকালীন উত্তপ্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ পুলিশকে ধাক্কা দেওয়ারও অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ৷

পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র (ইটিভি ভারত)

শনিবার সকাল থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি ৷ বেলা গড়াতেই উত্তেজনার সেই পারদ ক্রমশ চড়তে থাকে৷ শুরুটা হয়েছিল বয়ারমারি এলাকায় বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ৷ ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে৷ সেই ঘটনায় এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলেও অভিযোগ ৷ দিনের শেষে সেই অশান্তির রেশ এসে পড়ে রাজবাড়ি এবং আগারহাটি এলাকাতে ৷ অভিযোগ, এই দুই এলাকায় শাহজাহানের বাহিনী ভোট দিতে বাঁধা দেয় ৷ মারধরও করা হয় বেশ কয়েকজনকে ৷

অন্যদিকে, তৃণমূলের এক কর্মীর বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় 5 বিজেপি কর্মীকে পুলিশ আটক করে বলে গ্রামবাসীদের অভিযোগ ৷ তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতে বাসন্তী হাইওয়েতে গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ জানান গ্রামবাসীরা ৷ সেই খবর পেয়ে সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি ৷ সেইসময় এক কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বসিরাহাটের বিজেপি প্রার্থী ৷ ঘটনা প্রসঙ্গে রেখা বলেন, "রাজ্যের পুলিশকে আমি বিশ্বাস করিনা ৷ বসিরহাট এসপি অফিসে গিয়ে আমি নালিশ জানাব ৷ যে 5 জনের ভোট নষ্ট হয়েছে, তার জবাব নেওয়া হবে ৷"

এদিকে বিজেপি প্রার্থী চলে যাওয়ার পরও উত্তপ্ত সন্দেশখালি ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ অন্যদিকে, পালটা পুলিশও গ্রামবাসীদের লক্ষ্য ইট ছোঁড়ে বলে অভিযোগ ৷ তবে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি ৷

Last Updated : Jun 1, 2024, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.