ETV Bharat / state

হাতির হামলা অব্যাহত জঙ্গলমহলে! একই দিনে মৃত 2 ব্যক্তি - গ্রামে হাতির হানা

Elephant Attack: পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু 2 জনের ৷ মৃতদের পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে বনদফতরের পক্ষ থেকে ৷

Elephant Attack
হাতির আক্রমণে একই দিনে মৃত 2
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 2:34 PM IST

হাতির আক্রমণে একই দিনে মৃত 2

শালবনী, 22 ফেব্রুয়ারি: গ্রামে চার দলছুট দাঁতালের হানা ৷ মৃত্য়ু হল দুই ব্যক্তির ৷ বুধবার পশ্চিম মেদিনীপুরের বনবিভাগের ভাদুতলা রেঞ্জের মৌপাল বিটের ঘটনা ৷ শালবনী ব্লকের দু’টি গ্রাম কালিবাসা ও নোনাশোলে এলাকায় সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চারটি দাঁতাল হানা দেয় ৷ তাতেই মৃত্যু হয়েছে দু’টি কৃষকের ৷ মৃতরা হলেন টুকেশ্বর মান্ডি ও ভাস্কর কিস্কু ৷

মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার স্থানীয় কালিবাসা গ্রামের বাসিন্দা টুকেশ্বর মান্ডি তাঁর আলু জমিতে ছিলেন চাষের কাজ দেখা শোনার জন্য ৷ সেই সময়েই একটি হাতি তাঁর উপর আক্রমণ করে ৷ এর বেশ কয়েক ঘণ্টা পর পাশের গ্রাম নোনাশোলে বাসিন্দা ভাস্কর কিস্কুর উপর আক্রমণ করে ৷ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

গ্রামে হাতির হানার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় বনদফতরের আধিকারিকরা ৷ মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ পরিবারের একজনকে চাকরি দেবেন বলেও আশ্বস্ত করেন ৷ হাতির হামলা থেকে জঙ্গলমহলবাসীর প্রাণ রক্ষার বিষয়ে 'আশ্বস্ত' করতে পারেনি গ্রামবাসীদের ।পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এলাকায় প্রায়শই হাতির হানায় মৃত্যু ঘটেই চলছে । কীভাবে পথে এর সঠিক সমাধান সম্ভব, তা বলতে পারছে না বনদফতর ও পুলিশ প্রশাসন ৷

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় চন্দ্রকোনার ধামকুড়িয়ার জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল ধামকুড়িয়া গ্রামের বাসিন্দা বছর 48-এর প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সন্ধ্যায় মৃত ব্যাক্তির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ৷ পাশাপাশি বনদফতরের পক্ষ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে । মৃতের প্রদীপ ঘোষ-এর পরিবারের হাতে বনদফতরের পক্ষ থেকে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে । বন দফতরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা রেঞ্জের রেঞ্জার তমাল মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

আরও পড়ুন:

  1. হাতির হানা মোকাবিলায় পাহারা-মাইকিং, নিরাপদে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠাচ্ছে বন দফতর
  2. গ্রামে উন্মত্ত দাঁতালের তাণ্ডবে মৃত্যু তরুণীর
  3. ময়ূরভঞ্জের লোকালয়ে ঢুকে পড়ল মত্ত দাঁতাল, তটস্থ এলাকাবাসী; দেখুন ভিডিয়ো

হাতির আক্রমণে একই দিনে মৃত 2

শালবনী, 22 ফেব্রুয়ারি: গ্রামে চার দলছুট দাঁতালের হানা ৷ মৃত্য়ু হল দুই ব্যক্তির ৷ বুধবার পশ্চিম মেদিনীপুরের বনবিভাগের ভাদুতলা রেঞ্জের মৌপাল বিটের ঘটনা ৷ শালবনী ব্লকের দু’টি গ্রাম কালিবাসা ও নোনাশোলে এলাকায় সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চারটি দাঁতাল হানা দেয় ৷ তাতেই মৃত্যু হয়েছে দু’টি কৃষকের ৷ মৃতরা হলেন টুকেশ্বর মান্ডি ও ভাস্কর কিস্কু ৷

মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার স্থানীয় কালিবাসা গ্রামের বাসিন্দা টুকেশ্বর মান্ডি তাঁর আলু জমিতে ছিলেন চাষের কাজ দেখা শোনার জন্য ৷ সেই সময়েই একটি হাতি তাঁর উপর আক্রমণ করে ৷ এর বেশ কয়েক ঘণ্টা পর পাশের গ্রাম নোনাশোলে বাসিন্দা ভাস্কর কিস্কুর উপর আক্রমণ করে ৷ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

গ্রামে হাতির হানার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় বনদফতরের আধিকারিকরা ৷ মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ পরিবারের একজনকে চাকরি দেবেন বলেও আশ্বস্ত করেন ৷ হাতির হামলা থেকে জঙ্গলমহলবাসীর প্রাণ রক্ষার বিষয়ে 'আশ্বস্ত' করতে পারেনি গ্রামবাসীদের ।পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এলাকায় প্রায়শই হাতির হানায় মৃত্যু ঘটেই চলছে । কীভাবে পথে এর সঠিক সমাধান সম্ভব, তা বলতে পারছে না বনদফতর ও পুলিশ প্রশাসন ৷

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় চন্দ্রকোনার ধামকুড়িয়ার জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল ধামকুড়িয়া গ্রামের বাসিন্দা বছর 48-এর প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সন্ধ্যায় মৃত ব্যাক্তির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ৷ পাশাপাশি বনদফতরের পক্ষ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে । মৃতের প্রদীপ ঘোষ-এর পরিবারের হাতে বনদফতরের পক্ষ থেকে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে । বন দফতরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা রেঞ্জের রেঞ্জার তমাল মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

আরও পড়ুন:

  1. হাতির হানা মোকাবিলায় পাহারা-মাইকিং, নিরাপদে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠাচ্ছে বন দফতর
  2. গ্রামে উন্মত্ত দাঁতালের তাণ্ডবে মৃত্যু তরুণীর
  3. ময়ূরভঞ্জের লোকালয়ে ঢুকে পড়ল মত্ত দাঁতাল, তটস্থ এলাকাবাসী; দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.