ETV Bharat / state

রাজনীতি ছেড়ে দেব..., পোস্ট করেও কেন ডিলিট কৃষ্ণ কল্যাণীর ? - Krishna Kalyani Social Media Post - KRISHNA KALYANI SOCIAL MEDIA POST

Trinamool MLA Krishna Kalyani Social Media Post: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক বুধবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেন ৷ পরে সেই পোস্ট ডিলিটও করেন ৷ কেন পোস্ট ডিলিট করলেন, সেই ব্যাখ্যা পরে দেন তিনি ৷

Trinamool MLA Krishna Kalyani Social Media Post
রাজনীতি ছেড়ে দেব..., পোস্ট করেও কেন ডিলিট কৃষ্ণ কল্যাণীর ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 8:21 PM IST

রায়গঞ্জ, 2 অক্টোবর: সোশাল মিডিয়ায় একটি পোস্ট ৷ আর সেই পোস্টেই দৌলতেই বুধবার সকাল থেকে বঙ্গ রাজনীতির অন্দরে হইচই ফেলে দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী ৷ যদিও পরে তিনি পোস্টটি ডিলিট করে দেন ৷ তবুও রাজনীতির অন্দরমহলে এই নিয়ে চর্চা চলছেই ৷

ওই পোস্টে কী এমন লিখেছিলেন কৃষ্ণ কল্যাণী, যা নিয়ে এত হইচই পড়ে গেল চারিদিকে ! বুধবার সকালে সোশাল মিডিয়ায় এই পোস্টটি করেন রায়গঞ্জের বিধায়ক ৷ লেখেন, ‘‘সিএম (মুখ্যমন্ত্রী) থেকে ডিএম (জেলাশাসক) ৷ কে সিএম নির্বাচন করেন ? শুধুমাত্র বিধায়ক ৷ যদি... ৷’’

রাজনীতি ছেড়ে দেব..., পোস্ট করেও কেন ডিলিট কৃষ্ণ কল্যাণীর ? (ইটিভি ভারত)

এখানেই তাঁর লেখা শেষ হয়নি ৷ এর পর তিনি লেখেন, ‘‘আমি কৃষ্ণ কল্যাণী ৷ আমি একজন জনপ্রতিনিধি ৷ ডিএম (জেলাশাসক) একজন পাবলিক সারভেন্ট (সরকারি কর্মচারী) ৷ যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে রাজনীতি ছেড়ে দেব ৷ জনগণের সেবার জন্য আমি আমার নিজের ক্ষমতাতেই অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করি ৷’’

কৃষ্ণ কল্যাণীর রাজনীতিতে প্রবেশ 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ৷ গেরুয়া শিবিরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি ৷ বিজেপির টিকিটেই তিনি প্রথমবার ভোটে জিতে জনপ্রতিনিধি হন ৷ পরে অবশ্য তৃণমূলে যোগদেন ৷ তারপর থেকে প্রায় আড়াই বছর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন ।

তারপর চলতি বছরের গোড়ায় বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন । লোকসভায় হারের পর রায়গঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে ফের শাসক দলের প্রার্থী হয়ে পুনরায় বিধায়ক হিসেবে নির্বাচিত হন কৃষ্ণ কল্যাণী । ফলে তাঁর এই পোস্ট কোন বিদ্রোহের ইঙ্গিত সেই নিয়েই সকাল থেকে জল্পনা চলতে থাকে বিভিন্ন মহলে ৷

Trinamool MLA Krishna Kalyani Social Media Post
কৃষ্ণ কল্যাণীর সোশাল মিডিয়া পোস্ট (নিজস্ব চিত্র)

এর আগে একাধিকবার দলের বিরুদ্ধে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে তোপ দেগে মন্তব্য করতে দেখা গিয়েছে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে । এবারে কি তবে দলে বা প্রশাসনিক মহলে গুরুত্বহীন হয়ে পড়লেন শাসক বিধায়ক কৃষ্ণ কল্যাণী ? আর সেই গুরুত্ব পেতেই কি করিমের পথই অনুসরণ করছেন কৃষ্ণ ? রাজনীতির অন্দরে সেই প্রশ্ন উঠতে শুরু করে ৷

এই নিয়ে উত্তর দিনাজপুরে বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘‘ওঁর এই পোস্ট নিয়ে আমি উদ্বিগ্ন নই ৷ রাজনীতি সমাজসেবার একটি মাধ্যম ৷ সমাজসেবা লাভ-ক্ষতির হিসেব দিয়েই হয় না ৷ উনি স্বনামধন্য ব্যবসায়ী, তাই লাভ-ক্ষতির হিসেব ভালো বোঝেন ৷ অস্থিরমতি কাউকে দিয়ে সমাজসেবা হয় না ৷’’

Trinamool MLA Krishna Kalyani Social Media Post
কৃষ্ণ কল্যাণী (নিজস্ব চিত্র)

নানা জল্পনা যখন চলছে, সেই সময় দেখা যায় সোশাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট করে দিয়েছেন কৃষ্ণ কল্যাণী ৷ এই নিয়ে পরে ব্যাখ্যাও দেন রায়গঞ্জের বিধায়ক ৷ তিনি বলেন, ‘‘যে কারণে পোস্ট করেছিলাম, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা ঠিক হয়ে গিয়েছে, সেই জন্য পোস্ট ডিলিট করে দিয়েছি ৷ এখানে বিদ্রোহের কোনও অবকাশ নেই ৷ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব ৷’’

তাঁর কি তাহলে প্রশাসনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি কৃষ্ণ কল্যাণী ৷ এমনকী, কী নিয়ে ভুল বোঝাবুঝি, কীভাবে সমস্যার সমাধান হল, সেই নিয়ে মুখে কুলুপ আঁটেন রায়গঞ্জের বিধায়ক ৷ ফলে আদৌ সমস্যা মিটল নাকি আপাতত তিনি ‘ইতি’ টানলেন, সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকে গেল ৷ ভবিষ্যতে আবার এই ধরনের কোনও ঘটনা ঘটে কি না, সেটাই দেখার ৷

রায়গঞ্জ, 2 অক্টোবর: সোশাল মিডিয়ায় একটি পোস্ট ৷ আর সেই পোস্টেই দৌলতেই বুধবার সকাল থেকে বঙ্গ রাজনীতির অন্দরে হইচই ফেলে দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী ৷ যদিও পরে তিনি পোস্টটি ডিলিট করে দেন ৷ তবুও রাজনীতির অন্দরমহলে এই নিয়ে চর্চা চলছেই ৷

ওই পোস্টে কী এমন লিখেছিলেন কৃষ্ণ কল্যাণী, যা নিয়ে এত হইচই পড়ে গেল চারিদিকে ! বুধবার সকালে সোশাল মিডিয়ায় এই পোস্টটি করেন রায়গঞ্জের বিধায়ক ৷ লেখেন, ‘‘সিএম (মুখ্যমন্ত্রী) থেকে ডিএম (জেলাশাসক) ৷ কে সিএম নির্বাচন করেন ? শুধুমাত্র বিধায়ক ৷ যদি... ৷’’

রাজনীতি ছেড়ে দেব..., পোস্ট করেও কেন ডিলিট কৃষ্ণ কল্যাণীর ? (ইটিভি ভারত)

এখানেই তাঁর লেখা শেষ হয়নি ৷ এর পর তিনি লেখেন, ‘‘আমি কৃষ্ণ কল্যাণী ৷ আমি একজন জনপ্রতিনিধি ৷ ডিএম (জেলাশাসক) একজন পাবলিক সারভেন্ট (সরকারি কর্মচারী) ৷ যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে রাজনীতি ছেড়ে দেব ৷ জনগণের সেবার জন্য আমি আমার নিজের ক্ষমতাতেই অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করি ৷’’

কৃষ্ণ কল্যাণীর রাজনীতিতে প্রবেশ 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ৷ গেরুয়া শিবিরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি ৷ বিজেপির টিকিটেই তিনি প্রথমবার ভোটে জিতে জনপ্রতিনিধি হন ৷ পরে অবশ্য তৃণমূলে যোগদেন ৷ তারপর থেকে প্রায় আড়াই বছর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন ।

তারপর চলতি বছরের গোড়ায় বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন । লোকসভায় হারের পর রায়গঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে ফের শাসক দলের প্রার্থী হয়ে পুনরায় বিধায়ক হিসেবে নির্বাচিত হন কৃষ্ণ কল্যাণী । ফলে তাঁর এই পোস্ট কোন বিদ্রোহের ইঙ্গিত সেই নিয়েই সকাল থেকে জল্পনা চলতে থাকে বিভিন্ন মহলে ৷

Trinamool MLA Krishna Kalyani Social Media Post
কৃষ্ণ কল্যাণীর সোশাল মিডিয়া পোস্ট (নিজস্ব চিত্র)

এর আগে একাধিকবার দলের বিরুদ্ধে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে তোপ দেগে মন্তব্য করতে দেখা গিয়েছে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে । এবারে কি তবে দলে বা প্রশাসনিক মহলে গুরুত্বহীন হয়ে পড়লেন শাসক বিধায়ক কৃষ্ণ কল্যাণী ? আর সেই গুরুত্ব পেতেই কি করিমের পথই অনুসরণ করছেন কৃষ্ণ ? রাজনীতির অন্দরে সেই প্রশ্ন উঠতে শুরু করে ৷

এই নিয়ে উত্তর দিনাজপুরে বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘‘ওঁর এই পোস্ট নিয়ে আমি উদ্বিগ্ন নই ৷ রাজনীতি সমাজসেবার একটি মাধ্যম ৷ সমাজসেবা লাভ-ক্ষতির হিসেব দিয়েই হয় না ৷ উনি স্বনামধন্য ব্যবসায়ী, তাই লাভ-ক্ষতির হিসেব ভালো বোঝেন ৷ অস্থিরমতি কাউকে দিয়ে সমাজসেবা হয় না ৷’’

Trinamool MLA Krishna Kalyani Social Media Post
কৃষ্ণ কল্যাণী (নিজস্ব চিত্র)

নানা জল্পনা যখন চলছে, সেই সময় দেখা যায় সোশাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট করে দিয়েছেন কৃষ্ণ কল্যাণী ৷ এই নিয়ে পরে ব্যাখ্যাও দেন রায়গঞ্জের বিধায়ক ৷ তিনি বলেন, ‘‘যে কারণে পোস্ট করেছিলাম, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা ঠিক হয়ে গিয়েছে, সেই জন্য পোস্ট ডিলিট করে দিয়েছি ৷ এখানে বিদ্রোহের কোনও অবকাশ নেই ৷ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব ৷’’

তাঁর কি তাহলে প্রশাসনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি কৃষ্ণ কল্যাণী ৷ এমনকী, কী নিয়ে ভুল বোঝাবুঝি, কীভাবে সমস্যার সমাধান হল, সেই নিয়ে মুখে কুলুপ আঁটেন রায়গঞ্জের বিধায়ক ৷ ফলে আদৌ সমস্যা মিটল নাকি আপাতত তিনি ‘ইতি’ টানলেন, সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকে গেল ৷ ভবিষ্যতে আবার এই ধরনের কোনও ঘটনা ঘটে কি না, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.