শ্রীরামপুর, 5 জুন: যা আগে কেউ করে দেখাননি সেটাই করে ফেললেন শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এক দুই নয়, লাগাতার চতুর্থবারের জন্য শ্রীরামপুর লোকসভার সাংসদ হিসাবে শপথ নিতে চলেছেন তিনি ৷ মঙ্গলবার বেরিয়েছে লোকসভা নির্বাচনের ফল ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, 1 লক্ষ 85 হাজার 960 ভোটে জয়ী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে তিনবার এই কেন্দ্রে সবুজ পতাকা উড়িয়েছেন তিনি ৷ এবারও এখানকার মানুষ ভরসা রাখল ঘাসফুল শিবিরের আইনজীবী প্রার্থীর উপরই ৷
শ্রীরামপুর লোকসভায় চতুর্থবার জয়ী হয়ে তাই সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সাধারণ মানুষ ও কর্মীরা যেভাবে রোদ্দুরে গরমের মধ্যে পরিশ্রম করে তৃণমূলকে জয়লাভ করিয়েছে এতে কৃতজ্ঞ তিনি । তাঁর কথায়, 67 বছর বয়সে একাই লড়াই করেছেন বাম ও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে । আগামিদিনে তিনি শ্রীরামপুর লোকসভার মানুষের কাছে সমস্তরকমভাবে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি ৷
জয়লাভ করে কল্যাণ বলেন, "মানুষ যেভাবে ভোট দিয়েছে আমি তাতে খুশি ৷ মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । মানুষ প্রথম থেকেই আমাকে এক লক্ষের উপর ভোটে জিতিয়েছে ৷ এরপর আরও অনেক বেশি দায়িত্ব-কর্তব্য মানুষ আমার হাতে তুলে দিয়েছে ।"
শ্রীরামপুর লোকসভায় 2019 সালের লোকসভা নির্বাচনে 98 হাজার ভোটে জিতেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এ বছর টার্গেট ছিল দু'লক্ষ ভোটে জয় । তা না হলেও মার্জিন বেড়ে দু'লক্ষের কাছাকাছিতে পৌঁছেছে ৷ বামেদের তরফে নতুন প্রজন্মের মুখ দীপ্সিতা ধরকে প্রার্থী করা হয়েছিল ৷ তবে তাতেও খুব একটা লাভ হয়নি । ভোটব্যাক্সে তার প্রতিফলন হয়নি ৷
অন্যদিকে, বিজেপির তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শংকর বোসকে প্রার্থী করা হয়, তা নিয়েও নানা জল্পনা চলেছিল শ্রীরামপুর জুড়ে । কিন্তু তৃণমূলের এই বর্ষীয়ান নেতা সমানভাবে দুই বিরোধী দলকে তীব্র ভাষায় আক্রমণ করে এসেছেন । হুগলি থেকে হাওড়া ছুটে গিয়েছেন বিভিন্ন বিধানসভায় লোকসভার প্রচারে । এই রাজনৈতিক লড়াইয়ে নিজের দলের বিধায়ক থেকে চেয়ারম্যান কারওকেই রেয়াত করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
তাঁর সমর্থনে শ্রীরামপুরে ও জগৎবল্লভপুরে প্রচারে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দরাজ ভাষায় মমতা সুখ্যাতি করেছেন কল্যাণের । লোকসভা নির্বাচনের অন্যতম মুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুর লোকসভায় সংখ্যালঘু মানুষের সমর্থনও পেয়েছে তৃণমূল । পাশাপাশি হাওড়ার দুটি বিধানসভা ডোমজুর ও জগৎবল্লভপুরও বিপুল ভোটে জয়লাভ করিয়েছে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীকে । পৌরসভা এলাকার থেকে পঞ্চায়েত এলাকা থেকে বিপুল ভোট পেয়েছেন কল্যাণ ।