শিলিগুড়ি, 9 মে: গরমের ছুটিতে পাহাড়ে নেমেছে পর্যটকের ঢল । অন্যদিকে ধস মেরামতের কাজের জন্য সোমবার থেকে বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক । বুধবার সকাল থেকে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও তা হয়নি । আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দ্বিগুণ বাড়া হাঁকিয়েছেন গাড়ির চালকরা । স্বভাবতই বিপাকে পড়েছেন পাহাড়ে আগত পর্যটকরা । পর্যটন মরশুমে এহেন গাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পর্যটন ব্যবসায়ীরাও । এতে পর্যটকদের মনে পাহাড় সম্পর্কে খারাপ প্রভাব পড়বে বলেও অভিযোগ তাঁদের ।
মাথাপিছু গাড়ি ভাড়া বৃদ্ধি
মূলত সিকিম এবং কালিম্পং যাওয়ার ক্ষেত্রেই গাড়ি ভাড়া সংক্রান্ত কারণে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের । গ্যাংটকে যাওয়ার জন্য আট থেকে নয় হাজার এবং কালিম্পঙের ক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে গাড়ি রিজার্ভ করতে হচ্ছে বলে দাবি পর্যটকদের । অন্যদিকে শেয়ার গাড়িতে সিকিম যাওয়ার ক্ষেত্রে মাথাপিছু এক হাজার থেকে পনেরোশো টাকা করে দাবি করা হচ্ছে ।
কালিম্পং যাওয়ার ক্ষেত্রে মাথাপিছু ভাড়া 300 টাকা থেকে বেড়ে একলাফে সাড়ে সাতশো টাকা হয়েছে । পাশাপাশি দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে ছোট চারচাকা গাড়ির ভাড়া বেড়ে আট থেকে দশ হাজার টাকা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি শেয়ার গাড়িতে গেলে খরচ পড়ছে আটশো থেকে হাজার টাকা।
এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এটা কোনওভাবেই কাম্য নয় । পর্যটকদের থেকে অযাচিত ভাড়া নেওয়া অনুচিত। এতে পর্যটন শিল্পই সার্বিকভাবে প্রভাবিত হবে। ভাড়া বৃদ্ধি করলে পর্যটকদের সমস্যা বাড়বে ।" পর্যটক শর্মিলা প্রধান বলেন, "আগে সিকিমের ভাড়া ছিল তিনশো থেকে চারশো টাকা । সেটা বেড়ে এক হাজার টাকা হয়েছে । অতিরিক্ত ভাড়া বৃদ্ধি হয়েছে।" আরেক পর্যটক আকাশ সিং বলেন, "সরকারি বাস ভাড়া বৃদ্ধি না করলেও বেসরকারি গাড়িতে ব্যাপক ভাড়া বৃদ্ধি হয়েছে । এতে আমাদের সমস্যায় পড়তে হয়েছে ।"
প্রসঙ্গত, 10 নম্বর জাতীয় সড়ক মেরামতের জন্য 72 ঘণ্টা বন্ধ রাখা হয় । জানানো হয়েছিল, 29 মাইল ও গেলিখোলার কাছে জাতীয় সড়কের একটা অংশে মেরামতের কাজ চলছে । এই সময় সিকিম এবং কালিম্পং যাওয়ার ক্ষেত্রে গাড়িগুলি চলাচল করবে গরুবাথান-আলগাড়া হয়ে । আর ঘুরপথে যাওয়ার কারণে গাড়ি ভাড়া দ্বিগুণ দাবি করছেন চালকরা । পর্যটকদের ভিড় বাড়তে থাকায় দার্জিলিং যাওয়ার গাড়ি ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে । ফলে পাহাড়ে বেড়াতে এসে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের ।
আরও পড়ুন: