ETV Bharat / state

আকাদেমি চত্বরে শুরু 'দ্রোহের সংস্কৃতি', ধর্মতলায় প্রতীকী অনশনে বিদীপ্তা-দেবলীনারা - SYMBOLIC HUNGER STRIKE

আকাদেমি চত্বরে রানুচ্ছায়া মঞ্চে দু'দিন ধরে সারাদিন চলবে নাচ, গান, কবিতা-পাঠ, নাটক ৷ ধর্মতলায় প্রতীকী অনশনে মুখ্যমন্ত্রীকে একবার আসার আর্জি অনশনরত অভিনেতাদের ৷

Symbolic Hunger Strike
প্রতীকী অনশনে টলিপাড়া (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 7:17 PM IST

কলকাতা, 19 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশনে বসলেন চৈতী ঘোষাল, বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, দেবলীনা দত্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় থেকে তনিকা বসুরা । শনিবার সকাল 10টা থেকে ধর্মতলায় শুরু হয়েছে এই প্রতীকী অনশন ৷ 20 অক্টোবর সকাল 10টা পর্যন্ত প্রতীকী অনশনে চলবে তাঁদের ৷ শুধু জল খেয়ে থাকবেন এইসব টলি অভিনেতা থেকে পরিচালকরা ।

দশ দফা দাবি মেনে না নিলে আমরণ অনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা । জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটা দাবি নায্য । তাই তাঁদের পাশে আছেন বলে জানিয়েছেন অনশনরত অভিনেতারা । প্রতীকী অনশনে মুখ্যমন্ত্রীকে একবার আসার আর্জি জানিয়েছেন বিদীপ্তা, চৈতী থেকে দেবলীনারা ৷

ধর্মতলায় প্রতীকী অনশনে বিদীপ্তা-দেবলীনারা (ইটিভি ভারত)

অভিনেতা দেবলীনা দত্ত বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী আপনাকে তো আমরাই ভোটে জিতিয়ে এনেছি । একবার এসে ওদের পাশে দাঁড়ান । আমরা জানি আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাট হয়েছে । তাই সিবিআইয়ের তদন্ত করতে সময় লাগবে । কিন্তু তারপর থেকে যে সব দাবি তোলা হয়েছে, তা সবই থ্রেট কালচার বিনাশ করার লক্ষ্যে এবং স্বাস্থ্য পরিকাঠামো দেওয়ার জন্য ৷ এগুলো তো খুব মৌলিক জিনিস । ভেবেছিলাম সরকার নিজেই এই ঘটনার পর ডাক্তারদের ডাকবেন যে কীভাবে এই দুর্নীতি থেকে বেরনো যায় । সেই জায়গায় আজ অনশন করতে হচ্ছে ।"

Symbolic Hunger Strike
আকাদেমি চত্বরে শুরু দু'দিনের 'দ্রোহের সংস্কৃতি' (নিজস্ব ছবি)

বিদীপ্তা চক্রবর্তীর কথায়, "জুনিয়র ডাক্তারদের সব দাবি ন্যায্য । তাই শুরুর দিন থেকে তাঁদের পাশে আছি । গত 15 দিন ধরে ওদের যেভাবে দেখছি তাতে মাত্র 24 ঘণ্টার অনশন কিছুই না । আমরা প্রতীকী অনশন করছি যাতে আরও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি ৷ এখানে ছেলেখেলা হচ্ছে না । অনেকে বলছে শুনছি, দু'তিন জন অনশন করছে বাকিরা সব উৎসব করছে । তা হলে এই উৎসবেও আসুন । আপনারা তো উৎসবের কার্নিভালে যান ৷ এই উৎসবেও আসুন । দেখুন এখানকার চিত্রটা । মুখ্যমন্ত্রী একবার এসে একটু কথা বলুন । দুই পক্ষ অনড় । এসে কথা বললে সকলের ভালো হবে । স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়লে কী হবে এরপরে?"

একইভাবে নিজেদের মতামত জানালেন চৈতী ঘোষাল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, তনিকা বসুও । ওদিকে এ দিন দুপুরেই অনশনকারী চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্রুত অনশন প্রত্যাহার করলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি ৷

Symbolic Hunger Strike
জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশনে টলি অভিনেতারা (নিজস্ব ছবি)

উল্লেখ্য, অনশনের 15তম দিনে শনিবার বেলা 2টো নাগাদ মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব ধর্মতলায় অনশন মঞ্চে হাজির হন এবং সেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেন ৷ তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফোনে কথা বলিয়ে দেন মুখ্যসচিব ।

অন্যদিকে নাট্যকর্মীদের ডাকে আকাদেমি চত্বরে শনিবার শুরু হল 'দ্রোহের সংস্কৃতি' । এ দিন সকাল 10টা থেকে 21 অক্টোবর সকাল 6টা অবধি চলবে সাংস্কৃতিক কর্মীদের টানা দু'দিনের অবস্থান । রানুচ্ছায়া মঞ্চে সারাদিন ধরে চলবে নাচ, গান, কবিতা-পাঠ, নাটক, সিনেমা দেখানো ৷ দু'দিন রাতেই বসবে উৎপল দত্ত পাঠশালা । এখানে অবস্থানে বসেছেন অভিনেতা দীপাঞ্জন (জ্যাক) ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য, সীমা মুখোপাধ্যায়, আর্য জানা, গৌতম চক্রবর্তী-সহ আরও অনেকে ।

Symbolic Hunger Strike
জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ 15 দিন (নিজস্ব ছবি)

জ্যাক বলেন, "সবাই বুঝতে পারছেন উনিই (মুখ্যমন্ত্রী) বুঝতে পারছেন না । এবার ওঁর পরিবারের কেউ অনশনে বসলে বোধহয় উনি বুঝবেন ব্যাপারটা ।" অনেককেই বলতে শোনা যাচ্ছে, "এত বিক্ষোভ, প্রতিবাদ করে কোনও লাভ নেই । বিচার আসবে না । সবাই সব ভুলে যাবে দু'দিন পরে।" এই প্রসঙ্গ তুললে মৌসুমী ভট্টাচার্য বলেন, "এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না ।"

কলকাতা, 19 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশনে বসলেন চৈতী ঘোষাল, বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, দেবলীনা দত্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় থেকে তনিকা বসুরা । শনিবার সকাল 10টা থেকে ধর্মতলায় শুরু হয়েছে এই প্রতীকী অনশন ৷ 20 অক্টোবর সকাল 10টা পর্যন্ত প্রতীকী অনশনে চলবে তাঁদের ৷ শুধু জল খেয়ে থাকবেন এইসব টলি অভিনেতা থেকে পরিচালকরা ।

দশ দফা দাবি মেনে না নিলে আমরণ অনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা । জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটা দাবি নায্য । তাই তাঁদের পাশে আছেন বলে জানিয়েছেন অনশনরত অভিনেতারা । প্রতীকী অনশনে মুখ্যমন্ত্রীকে একবার আসার আর্জি জানিয়েছেন বিদীপ্তা, চৈতী থেকে দেবলীনারা ৷

ধর্মতলায় প্রতীকী অনশনে বিদীপ্তা-দেবলীনারা (ইটিভি ভারত)

অভিনেতা দেবলীনা দত্ত বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী আপনাকে তো আমরাই ভোটে জিতিয়ে এনেছি । একবার এসে ওদের পাশে দাঁড়ান । আমরা জানি আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাট হয়েছে । তাই সিবিআইয়ের তদন্ত করতে সময় লাগবে । কিন্তু তারপর থেকে যে সব দাবি তোলা হয়েছে, তা সবই থ্রেট কালচার বিনাশ করার লক্ষ্যে এবং স্বাস্থ্য পরিকাঠামো দেওয়ার জন্য ৷ এগুলো তো খুব মৌলিক জিনিস । ভেবেছিলাম সরকার নিজেই এই ঘটনার পর ডাক্তারদের ডাকবেন যে কীভাবে এই দুর্নীতি থেকে বেরনো যায় । সেই জায়গায় আজ অনশন করতে হচ্ছে ।"

Symbolic Hunger Strike
আকাদেমি চত্বরে শুরু দু'দিনের 'দ্রোহের সংস্কৃতি' (নিজস্ব ছবি)

বিদীপ্তা চক্রবর্তীর কথায়, "জুনিয়র ডাক্তারদের সব দাবি ন্যায্য । তাই শুরুর দিন থেকে তাঁদের পাশে আছি । গত 15 দিন ধরে ওদের যেভাবে দেখছি তাতে মাত্র 24 ঘণ্টার অনশন কিছুই না । আমরা প্রতীকী অনশন করছি যাতে আরও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি ৷ এখানে ছেলেখেলা হচ্ছে না । অনেকে বলছে শুনছি, দু'তিন জন অনশন করছে বাকিরা সব উৎসব করছে । তা হলে এই উৎসবেও আসুন । আপনারা তো উৎসবের কার্নিভালে যান ৷ এই উৎসবেও আসুন । দেখুন এখানকার চিত্রটা । মুখ্যমন্ত্রী একবার এসে একটু কথা বলুন । দুই পক্ষ অনড় । এসে কথা বললে সকলের ভালো হবে । স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়লে কী হবে এরপরে?"

একইভাবে নিজেদের মতামত জানালেন চৈতী ঘোষাল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, তনিকা বসুও । ওদিকে এ দিন দুপুরেই অনশনকারী চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্রুত অনশন প্রত্যাহার করলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি ৷

Symbolic Hunger Strike
জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশনে টলি অভিনেতারা (নিজস্ব ছবি)

উল্লেখ্য, অনশনের 15তম দিনে শনিবার বেলা 2টো নাগাদ মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব ধর্মতলায় অনশন মঞ্চে হাজির হন এবং সেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেন ৷ তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফোনে কথা বলিয়ে দেন মুখ্যসচিব ।

অন্যদিকে নাট্যকর্মীদের ডাকে আকাদেমি চত্বরে শনিবার শুরু হল 'দ্রোহের সংস্কৃতি' । এ দিন সকাল 10টা থেকে 21 অক্টোবর সকাল 6টা অবধি চলবে সাংস্কৃতিক কর্মীদের টানা দু'দিনের অবস্থান । রানুচ্ছায়া মঞ্চে সারাদিন ধরে চলবে নাচ, গান, কবিতা-পাঠ, নাটক, সিনেমা দেখানো ৷ দু'দিন রাতেই বসবে উৎপল দত্ত পাঠশালা । এখানে অবস্থানে বসেছেন অভিনেতা দীপাঞ্জন (জ্যাক) ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য, সীমা মুখোপাধ্যায়, আর্য জানা, গৌতম চক্রবর্তী-সহ আরও অনেকে ।

Symbolic Hunger Strike
জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ 15 দিন (নিজস্ব ছবি)

জ্যাক বলেন, "সবাই বুঝতে পারছেন উনিই (মুখ্যমন্ত্রী) বুঝতে পারছেন না । এবার ওঁর পরিবারের কেউ অনশনে বসলে বোধহয় উনি বুঝবেন ব্যাপারটা ।" অনেককেই বলতে শোনা যাচ্ছে, "এত বিক্ষোভ, প্রতিবাদ করে কোনও লাভ নেই । বিচার আসবে না । সবাই সব ভুলে যাবে দু'দিন পরে।" এই প্রসঙ্গ তুললে মৌসুমী ভট্টাচার্য বলেন, "এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.