ETV Bharat / state

দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে তাপপ্রবাহ, আজ কলকাতায় পারদ ছুঁতে পারে 40 ডিগ্রি - WB Weather Forecast - WB WEATHER FORECAST

West Bengal Weather Forecast: ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা ছাড়া বঙ্গজুড়ে গরম বাড়বে ৷ কোন জেলায় কত থাকবে তাপমাত্রা, জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

West Bengal Weather News , আবহাওয়ার খবর
বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 7:33 AM IST

আবহাওয়া কেমন থাকবে তা জানাচ্ছে হাওয়া অফিস

কলকাতা, 18 এপ্রিল: দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বগামী ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিন 2 থেকে 5 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। পরবর্তী তিন দিন অর্থাৎ 19 থেকে 21 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা 4 থেকে 7 ডিগ্রি বাড়বে । ফলে সপ্তাহভর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়েছে । বুধবার দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল পানাগড় । এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস । দ্বিতীয় স্থানে ছিল বাঁকুড়া (42.1) । কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরেও বুধবার ছিল তাপপ্রবাহের পরিস্থিতি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি । দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.4 সেলসিয়াস । অর্থাৎ, বলা যায় কলকাতার নিকটস্থ উপনগরীগুলো সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে পশ্চিমের জেলার সঙ্গে পাল্লা দিচ্ছে ।

আগামিকাল উত্তরবঙ্গের তিন জেলায় লোকসভা নির্বাচন ৷ সেখানকার আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে । মঙ্গলবার মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি । যা যথেষ্ট ইঙ্গিতবাহী । মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি হতে পারে । ফলে বলাই যায় দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের প্রভাব উত্তরবঙ্গে কিছুটা হলেও পড়ছে । উত্তরবঙ্গের উত্তর দিকের জেলাগুলোতে অর্থাৎ উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রতিদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে দুই দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে ।

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ছিল । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87 শতাংশ । বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । লু-এর পরিস্থিতি রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. দারুণ অগ্নিবাণে রে ! আরও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, সম্ভাবনা তাপপ্রবাহেরও
  2. অসহ্য গরম, রাজ্যের স্কুল-কলেজে ছুটি পড়ছে আগামী সপ্তাহে

আবহাওয়া কেমন থাকবে তা জানাচ্ছে হাওয়া অফিস

কলকাতা, 18 এপ্রিল: দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বগামী ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিন 2 থেকে 5 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। পরবর্তী তিন দিন অর্থাৎ 19 থেকে 21 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা 4 থেকে 7 ডিগ্রি বাড়বে । ফলে সপ্তাহভর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়েছে । বুধবার দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল পানাগড় । এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস । দ্বিতীয় স্থানে ছিল বাঁকুড়া (42.1) । কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরেও বুধবার ছিল তাপপ্রবাহের পরিস্থিতি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি । দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.4 সেলসিয়াস । অর্থাৎ, বলা যায় কলকাতার নিকটস্থ উপনগরীগুলো সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে পশ্চিমের জেলার সঙ্গে পাল্লা দিচ্ছে ।

আগামিকাল উত্তরবঙ্গের তিন জেলায় লোকসভা নির্বাচন ৷ সেখানকার আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে । মঙ্গলবার মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি । যা যথেষ্ট ইঙ্গিতবাহী । মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি হতে পারে । ফলে বলাই যায় দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের প্রভাব উত্তরবঙ্গে কিছুটা হলেও পড়ছে । উত্তরবঙ্গের উত্তর দিকের জেলাগুলোতে অর্থাৎ উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রতিদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে দুই দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে ।

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ছিল । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87 শতাংশ । বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । লু-এর পরিস্থিতি রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. দারুণ অগ্নিবাণে রে ! আরও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, সম্ভাবনা তাপপ্রবাহেরও
  2. অসহ্য গরম, রাজ্যের স্কুল-কলেজে ছুটি পড়ছে আগামী সপ্তাহে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.