কলকাতা, 4 এপ্রিল: ব্রিগেডের মঞ্চ থেকেই যে স্লোগান সামনে এনেছিল তৃণমূল কংগ্রেস, নির্বাচনের মঞ্চে তাকেই গান আকারে এনে থিম সং প্রকাশ করল। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের প্রচার শুরু হয়ে গিয়েছে। ভোট ময়দানে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ময়দানের সম্মুখসমরে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। কখনও কর্মিসভা কখনও জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
নির্বাচনী প্রচারে কখনও উত্তরে আবার কখনও দক্ষিণে ঝড় তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এসবের মাঝেই রাজ্যের শাসকদল সোশাল মিডিয়ায় নির্বাচনের থিম সং প্রকাশ করল। এই থিম সং আর কিছু নয়, ব্রিগেডের মঞ্চ থেকে যে স্লোগানকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিল তৃণমূল সেটাই এবার সংগীত আকারে এনে থিম সং হিসাবে উপস্থাপন করা হয়েছে। এদিন প্রকাশ্যে আসা তৃণমূল কংগ্রেসের থিম সং-এর মূল সূত্র হল বিজেপি বিরোধিতা।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গেরুয়া শিবির কীভাবে পদে পদে বাংলাকে অপদস্ত অপমান এবং বঞ্চিত করার চেষ্টা করেছে সেটাই প্রত্যেক পন্থিতে তুলে ধরা হয়েছে এই গানটির মাধ্যমে। একইসঙ্গে কেন্দ্রের শাসক বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এই রাজ্যে যে একমাত্র তৃণমূল কংগ্রেস রয়েছে তাও জানাতে ভোলিনি রাজ্যের শাসকদল। 3 মিনিট 14 সেকেন্ডের এই থিম সঙে একদিকে যেমন ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের বার্তা রয়েছে একই সঙ্গে কীভাবে পদে পদে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার তাও তুলে ধরা হয়েছে এই গানটিতে ৷
এদিন থিম সং প্রকাশের সময় সোশাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, "আমরা 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য থিম সং 'জনগণের গর্জন' শেয়ার করতে পেরে আনন্দিত ৷ বাংলা-বিরোধী বিজেপি নামক জমিদারদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত গর্জনের একটি শক্তিশালী অভিব্যক্তি এখানে তুলে ধরা হয়েছে। বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত ও যন্ত্রণা দিয়েছে। তার বিরুদ্ধে এই সং।
আরও পড়ুন: