ঠাকুরনগর, 13 জুলাই: বাগদা বিধানসভা আসনের উপ-নির্বাচনে জয়ের পর বড়মা বীণাপানি ঠাকুরের ঘর ‘দখলমুক্ত’ করলেন মধুপর্ণা ঠাকুর ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা তথা রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতাবালা ঠাকুর ৷ তালা ভেঙে তাঁরা ঘর ‘দখলমুক্ত’ করেন ৷
প্রসঙ্গত, গত এপ্রিল মাসের 7 তারিখ বীণাপণি ঠাকুরের ঘর দখল নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি । উত্তেজনা ছড়িয়েছিল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে । বীণাপাণি দেবীর ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন ঠাকুরবাড়ির সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে মতুয়া ভক্তদের একাংশ ।
এর বিরুদ্ধে সরব হয়ে ধরনায় বসেছিলেন মমতাবালা ঠাকুরের মেয়ে তথা বড়মার নাতনি মধুপর্ণা ঠাকুর ৷ এই নিয়ে আদালতে মামলাও হয় ৷ আদালতে টানাপোড়েন চলাকালীনই বাগদা বিধানসভা আসনে উপ-নির্বাচন ঘোষণা হয়ে যায় ৷ তৃণমূল প্রার্থী করে মধুপর্ণা ঠাকুরকে ৷ গত বুধবার নির্বাচন হয়৷ শনিবার ফল প্রকাশিত হয় ৷ জয়ী হন মধুপর্ণা ৷ তার পরই মতুয়া ভক্তদের একাংশ বড়মার ঘরের তালা ভাঙেন বলে জানা গিয়েছে ৷
এই নিয়ে বাগদা থেকে সদ্য জয়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, ‘‘এটা কোনও দখল নয় ৷ এটা আমাদের অধিকার ৷ আর আদালতের নির্দেশ অনেক আগেই চলে এসেছে ৷ নির্বাচনী ব্যস্ততা থাকায় আসতে পারিনি ৷ আজ সুযোগ পেয়েছি বলে আবার ঘরে যাচ্ছি ৷’’ তাঁর মা মমতাবালা ঠাকুর বলেন, ‘‘প্রায় চারমাস পর ঘরে ফিরলাম ৷ 15-20 দিন আদালত থেকে অনুমতি পেয়েছি ৷ ভক্তদের দাবি ছিল, ভোটে জিতে তালা খুলব ৷ সেটাই হল ৷’’
অন্যদিকে মমতাবালা ঠাকুরের বড়মার ঘরে প্রবেশ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, ‘‘এটা আইন বিরুদ্ধ । হাইকোর্টে মামলা চলছে । যে বা যারা তালা ভেঙেছে, তাদের বিরুদ্ধে আবারও আইনি ব্যবস্থা নেওয়া হবে । ওই ঘর যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসবে ৷ কী হবে তা আদালত ঠিক করবে ৷’’ তাঁর আরও দাবি, যদি আদালতের নির্দেশ মমতাবালা ঠাকুরদের কাছে থাকে, তাহলে তা প্রকাশ্যে দেখানো উচিত ৷