ETV Bharat / state

বিজেপি প্রার্থীকে 'কুকুর' বলে বিতর্কে চিরঞ্জিৎ, বারাসতে শোরগোল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Chiranjeet Chakraborty: 'কুকুর'-এর পালটা 'কুকুর'! স্বপনকে জবাব দিতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য চিরঞ্জিতের। অন্যদিকে, এবারের নির্বাচনেও 'খেলা হবে' দাবি করলেন তৃণমূলের তারকা বিধায়ক।

Chiranjeet Chakraborty
Chiranjeet Chakraborty
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 9:50 PM IST

Updated : Apr 13, 2024, 10:30 PM IST

Chiranjeet Chakraborty

বারাসত, 13 এপ্রিল: এবার বিজেপির বিতর্কিত নেতা তথা পদ্ম শিবিরের প্রার্থী স্বপন মজুমদারকে পালটা 'কুকুর' বলে বিতর্ক বাড়ালেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি বলেন, "ও (স্বপন মজুমদার)-নিজেই তো একটা 'কুকুর' না! ওঁর তো অনেক সমস্যা আছে শুনেছি। ওরা এমন সব লোককে প্রার্থী করছে, যাদের অতীত ইতিহাস রয়েছে। এখানেও তো ফরওয়ার্ড ব্লক যাঁকে প্রার্থী করেছিল সেই প্রবীর ঘোষের সঙ্গেও যোগ ছিল বিজেপির। ফলে, একটা দাগ রয়েছে। তাই, আমরা কুকুর হলে ও(স্বপন মজুমদার)-ও নিজেও কুকুর। যে যেটা মনে করে নিজেকে।"

শনিবার বিকেলে তৃণমূলের উদ্যোগে প্রাক নববর্ষ উপলক্ষে এক মিছিলের আয়োজন করা হয় বারাসত শহরে। সেই কর্মসূচিতে যোগদান করেন স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। ছিলেন বারাসতের শাসক শিবিরের প্রার্থী তথা চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার, বারাসত শহর তৃণমূলের সভাপতি অরুণ ভৌমিক, স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ শাসকদলের নেতারা। মিছিলের ফাঁকে এদিন বারাসতের পদ্ম-প্রার্থী, বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রথমে চিরঞ্জিত সেই মন্তব্য-কে গুরুত্ব না-দিয়ে পরোক্ষে সমর্থন করেন। পরে অবশ্য নাম না-করে স্বপনকে 'কুকুর' বলে পালটা জবাব দেন ।

প্রথমে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "এটা প্রচলিত কথা। যেটা অনেকেই অনেক সময় বলে থাকে। আমিও তো যেমন ব‍্যবহার করেছি 'কেঁচো খুড়তে কেউটে'! ও-রকম আর কী! মুগুর আর কুকুর নিয়ে আমাদেরও অনেক কিছু আছে। যেটা ব‍্যবহার করে থাকি। কী আর করা যাবে। যে যেরকম মনে করে। ওটা উলটে দিলে, নাম পালটে দিলে অন্যরকম হবে।"

তৃণমূলকে শুধু 'কুকুর' বলাই নয়। আগেও রাজ‍্যের মহিলা মুখ্যমন্ত্রীকে 'ডাইনি' বলে কটাক্ষ করেছিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, "ভোটের সময় এই ধরনের কথাবার্তা হয়। বিতর্কিত কথাবার্তা বলে থাকে অনেকেই। তাই স্বপন মজুমদার কী বলল তা নিয়ে আমার মাথাব্যথা নেই।" এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খেলা হবে' স্লোগান প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, "খেলা তো প্রত‍্যেকবারই হয়। এবারও হবে ৷"

আরও পড়ুন:

  1. 'মোদিকে জেলে পাঠানো'র মন্তব্যে ডিগবাজি লালু-কন্যার, কী বললেন ?
  2. ফের বেলাগাম ! তৃণমূলকে কুকুরের সঙ্গে তুলনা করে মুগুর দেওয়ার নিদান স্বপনের
  3. 'হুগলিতে এমন ধোঁয়া হবে, সবার চোখ অন্ধকার হয়ে যাবে'; মিমের জবাবে রিল রচনার

Chiranjeet Chakraborty

বারাসত, 13 এপ্রিল: এবার বিজেপির বিতর্কিত নেতা তথা পদ্ম শিবিরের প্রার্থী স্বপন মজুমদারকে পালটা 'কুকুর' বলে বিতর্ক বাড়ালেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি বলেন, "ও (স্বপন মজুমদার)-নিজেই তো একটা 'কুকুর' না! ওঁর তো অনেক সমস্যা আছে শুনেছি। ওরা এমন সব লোককে প্রার্থী করছে, যাদের অতীত ইতিহাস রয়েছে। এখানেও তো ফরওয়ার্ড ব্লক যাঁকে প্রার্থী করেছিল সেই প্রবীর ঘোষের সঙ্গেও যোগ ছিল বিজেপির। ফলে, একটা দাগ রয়েছে। তাই, আমরা কুকুর হলে ও(স্বপন মজুমদার)-ও নিজেও কুকুর। যে যেটা মনে করে নিজেকে।"

শনিবার বিকেলে তৃণমূলের উদ্যোগে প্রাক নববর্ষ উপলক্ষে এক মিছিলের আয়োজন করা হয় বারাসত শহরে। সেই কর্মসূচিতে যোগদান করেন স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। ছিলেন বারাসতের শাসক শিবিরের প্রার্থী তথা চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার, বারাসত শহর তৃণমূলের সভাপতি অরুণ ভৌমিক, স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ শাসকদলের নেতারা। মিছিলের ফাঁকে এদিন বারাসতের পদ্ম-প্রার্থী, বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রথমে চিরঞ্জিত সেই মন্তব্য-কে গুরুত্ব না-দিয়ে পরোক্ষে সমর্থন করেন। পরে অবশ্য নাম না-করে স্বপনকে 'কুকুর' বলে পালটা জবাব দেন ।

প্রথমে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "এটা প্রচলিত কথা। যেটা অনেকেই অনেক সময় বলে থাকে। আমিও তো যেমন ব‍্যবহার করেছি 'কেঁচো খুড়তে কেউটে'! ও-রকম আর কী! মুগুর আর কুকুর নিয়ে আমাদেরও অনেক কিছু আছে। যেটা ব‍্যবহার করে থাকি। কী আর করা যাবে। যে যেরকম মনে করে। ওটা উলটে দিলে, নাম পালটে দিলে অন্যরকম হবে।"

তৃণমূলকে শুধু 'কুকুর' বলাই নয়। আগেও রাজ‍্যের মহিলা মুখ্যমন্ত্রীকে 'ডাইনি' বলে কটাক্ষ করেছিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, "ভোটের সময় এই ধরনের কথাবার্তা হয়। বিতর্কিত কথাবার্তা বলে থাকে অনেকেই। তাই স্বপন মজুমদার কী বলল তা নিয়ে আমার মাথাব্যথা নেই।" এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খেলা হবে' স্লোগান প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, "খেলা তো প্রত‍্যেকবারই হয়। এবারও হবে ৷"

আরও পড়ুন:

  1. 'মোদিকে জেলে পাঠানো'র মন্তব্যে ডিগবাজি লালু-কন্যার, কী বললেন ?
  2. ফের বেলাগাম ! তৃণমূলকে কুকুরের সঙ্গে তুলনা করে মুগুর দেওয়ার নিদান স্বপনের
  3. 'হুগলিতে এমন ধোঁয়া হবে, সবার চোখ অন্ধকার হয়ে যাবে'; মিমের জবাবে রিল রচনার
Last Updated : Apr 13, 2024, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.