সন্দেশখালি, 12 মে: চতুর্থ দফা ভোটের ঠিক আগেরদিন আবারও উত্তপ্ত সন্দেশখালি ৷ তাও আবার এমন সময় যখন কি না বঙ্গে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মিথ্যা মামলায় দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে রবিবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই এদিন এক তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন বিজেপির মহিলা কর্মীরা। শ’খানেক মহিলা ঘেরাও করে রাখেন বিধায়ক ও তৃণমূল কর্মীদের।
ঘটনার প্রতিবাদে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, এটা পরিকল্পিত হামলা। রেখা পাত্রের ইন্ধনেই এইসব কাজ করানো হচ্ছে বলে দাবি করেন তিনি ৷ সম্প্রতি জেলিয়াখালি এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়। বিজেপির অভিযোগ, ছিনতাইয়ের মিথ্যে মামলা রুজু করে বেছে বেছে তাদের কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে। শনিবার সামনে এসেছে সন্দেশখালির স্টিং ভিডিয়োর দ্বিতীয় পর্ব। এই ভিডিওতেও সন্দেশখালির স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা গিয়েছে। যদিও বিজেপির দাবি, টাকার বিনিময়ে সন্দেশখালি নিয়ে একাধিক ‘ভুয়ো ভিডিয়ো’ তৈরি করছে তৃণমূল।
গেরুয়া শিবিরের অভিযোগ, সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিক এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে বিজেপির বিরুদ্ধে ভিডিয়ো বানিয়েছেন। কয়েকদিনের মধ্যেই সেই সত্য প্রকাশ্যে আসবে। বিজেপিকে কালিমালিপ্ত করতেই তৃণমূল ষড়যন্ত্র করছে বলেও দাবি বিজেপি'র। এদিন রেখা পাত্রের নেতৃত্বে সন্দেশখালি থানায় বিক্ষোভ চলাকালীন বিধায়ক তাঁর দলবল নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গেই ছিলেন বলে জানা গিয়েছে ৷ তখনই তাদের উপর চড়াও হন বিজেপি'র মহিলা কর্মীরা ৷
আরও পড়ুন: