ETV Bharat / state

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত অনুব্রত-গড়, কেষ্টকে দ্বন্দ্ব মেটানোর নির্দেশ মমতার - TMC INNER CLASH IN BOLPUR

অনুব্রতকে নেতাজি ইন্ডোরে সবাইকে নিয়ে কাজ করার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই দিনেই দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল অনুব্রত গড় ৷

TMC Inner Clash in Anubrata Bastion in Santiniketan
অনুব্রত গড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের জেরে ধুন্ধুমার কাণ্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 5:56 PM IST

বোলপুর, 27 ফেব্রুয়ারি: তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ফের উত্তপ্ত দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড় ৷ এদিকে, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর 'কেষ্ট'কে নির্দেশ দেন, কাজল ও অন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে ৷

তৃণমূল সুপ্রিমোর এই বার্তার মাঝেই তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলায় ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর এলাকা ৷ ঘটনায় 8 জন মহিলাকে আটক করেছে পুলিশ ৷

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল অনুব্রত গড় শান্তিনিকেতনের রূপপুর (ইটিভি ভারত)

সেই সময় কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতাদের গোষ্ঠী কোন্দল মেটানোর বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বলেন, "বীরভূমে কোর কমিটি আছে ৷ কেষ্ট, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না ৷ কাজলকেও কনফিডেন্সে নিতে হবে ৷ আশিসদা ও শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে ৷"

শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে ৷ পঞ্চায়েতের কাজের রাশ কার হাতে থাকবে, টাকার ভাগ ও এলাকার দখলদারি নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী বাবু দাসের গোষ্ঠীর সঙ্গে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর এই গোলমাল লেগেই রয়েছে ৷ গত 22 ফেব্রুয়ারি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ইট বৃষ্টিতে উত্তপ্ত হয়ে উঠেছিল মমিনপুর ৷ ঘটনায় আহত হয়েছিল 4 জন ৷ তারপর থেকে কয়েকদিন ধরেই এলাকায় পুলিশি টহলদারি চলছিল ৷ এদিনও ফের এই মমিনপুর এলাকা তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ৷

অনুব্রতর গড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ইট বৃষ্টি চলতে থাকে ৷ দু'পক্ষই ব্যাপক ইট ছোড়াছুড়ি করতে থাকে ৷ গ্রামের রাস্তায়, কয়েকজনের বাড়িতে ইট পড়ে থাকতে দেখা যায় ৷ এমনকী, মসজিদের ছাদ থেকেও ইট ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ দু'পক্ষই দুপক্ষের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় একজন আহত হয়েছেন ৷

স্থানীয় বাবু দাসের অনুগামী তৃণমূল কর্মী-সমর্থক কামিলা বিবি ৷ তিনি জানান, তৃণমূলেরই নিমাই ঘোষের অনুগামীরা তাঁদের উপর হামলা চালাচ্ছে ৷ কামিলা বিবির কথায়, "আগে থেকেই পার্টি পার্টি করে ঝামেলা চলছিল ৷ আজ সকালে আমার বড় ছেলে বাড়িতে ছিল ৷ ওরা ডাঙ নিয়ে মারতে এসেছিল আমার বড় ছেলেকে ৷ ওদের লোকেরা সব গ্রামেই আছে ৷ সন্ধ্যার সময় গ্রামে ঢুকে অত্যাচার করছে ৷"

একই পরিবারের জারিনা বিবিও বলেন, "ওরা বড় বড় ঢিল ছুড়ছিল ৷ একজন পড়ে গেল ৷ আমরা সবাই বাড়ি থেকে পালিয়ে গেলাম ৷ ওদের ছেলেগুলোয় ঢিল ছুড়ছিল ৷ আমার ভাসুরের ছেলেকে মারবে বলে টার্গেট করেছে ৷ ওদের মহিলা, পুরুষ সবাই বলছে, ছেলেটাকে মারব এবং মেরে জেল খাটব ৷ আমরা বাবু দাসের তৃণমূল করি ৷ ওরা কেষ্ট মণ্ডলের তৃণমূলের লোকজন ৷"

গণ্ডগোলের খবর পেয়েই বোলপুরের সিআই ও শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে পুলিশ যায় ঘটনাস্থলে ৷ মহিলা পুলিশ বাহিনীও পৌঁছয় ৷ ঘটনায় 8 জন মহিলাকে আটক করেছে পুলিশ ৷ কারণ, প্রথম দিন থেকেই দু'পক্ষের সংঘর্ষে মহিলারা অংশ নিয়েছে ৷ তাই গ্রামের মহিলাদের আটক করা হয়েছে ৷

এদিকে, পুলিশ গ্রামে পা রাখার পরেই পুরুষ শূন্য হয়ে যায় পুরো মমিনপুর গ্রাম ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে চলছে পুলিশি টহল ও ধরপাকড় ৷ পুলিশকে অভিযুক্তদের বাড়ির দরজায় লাথি মেরে তল্লাশি চালাতেও দেখা যায় ৷ সব মিলিয়ে গ্রামে উত্তেজনা রয়েছে ৷ অতিরিক্ত বীরভূম জেলা পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় বলেন, "পুলিশ 8 জনকে আটক করেছে ৷ গ্রামে পুলিশি টহল চলছে ।"

বোলপুর, 27 ফেব্রুয়ারি: তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ফের উত্তপ্ত দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড় ৷ এদিকে, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর 'কেষ্ট'কে নির্দেশ দেন, কাজল ও অন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে ৷

তৃণমূল সুপ্রিমোর এই বার্তার মাঝেই তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলায় ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর এলাকা ৷ ঘটনায় 8 জন মহিলাকে আটক করেছে পুলিশ ৷

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল অনুব্রত গড় শান্তিনিকেতনের রূপপুর (ইটিভি ভারত)

সেই সময় কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতাদের গোষ্ঠী কোন্দল মেটানোর বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বলেন, "বীরভূমে কোর কমিটি আছে ৷ কেষ্ট, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না ৷ কাজলকেও কনফিডেন্সে নিতে হবে ৷ আশিসদা ও শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে ৷"

শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে ৷ পঞ্চায়েতের কাজের রাশ কার হাতে থাকবে, টাকার ভাগ ও এলাকার দখলদারি নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী বাবু দাসের গোষ্ঠীর সঙ্গে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর এই গোলমাল লেগেই রয়েছে ৷ গত 22 ফেব্রুয়ারি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ইট বৃষ্টিতে উত্তপ্ত হয়ে উঠেছিল মমিনপুর ৷ ঘটনায় আহত হয়েছিল 4 জন ৷ তারপর থেকে কয়েকদিন ধরেই এলাকায় পুলিশি টহলদারি চলছিল ৷ এদিনও ফের এই মমিনপুর এলাকা তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ৷

অনুব্রতর গড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ইট বৃষ্টি চলতে থাকে ৷ দু'পক্ষই ব্যাপক ইট ছোড়াছুড়ি করতে থাকে ৷ গ্রামের রাস্তায়, কয়েকজনের বাড়িতে ইট পড়ে থাকতে দেখা যায় ৷ এমনকী, মসজিদের ছাদ থেকেও ইট ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ দু'পক্ষই দুপক্ষের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় একজন আহত হয়েছেন ৷

স্থানীয় বাবু দাসের অনুগামী তৃণমূল কর্মী-সমর্থক কামিলা বিবি ৷ তিনি জানান, তৃণমূলেরই নিমাই ঘোষের অনুগামীরা তাঁদের উপর হামলা চালাচ্ছে ৷ কামিলা বিবির কথায়, "আগে থেকেই পার্টি পার্টি করে ঝামেলা চলছিল ৷ আজ সকালে আমার বড় ছেলে বাড়িতে ছিল ৷ ওরা ডাঙ নিয়ে মারতে এসেছিল আমার বড় ছেলেকে ৷ ওদের লোকেরা সব গ্রামেই আছে ৷ সন্ধ্যার সময় গ্রামে ঢুকে অত্যাচার করছে ৷"

একই পরিবারের জারিনা বিবিও বলেন, "ওরা বড় বড় ঢিল ছুড়ছিল ৷ একজন পড়ে গেল ৷ আমরা সবাই বাড়ি থেকে পালিয়ে গেলাম ৷ ওদের ছেলেগুলোয় ঢিল ছুড়ছিল ৷ আমার ভাসুরের ছেলেকে মারবে বলে টার্গেট করেছে ৷ ওদের মহিলা, পুরুষ সবাই বলছে, ছেলেটাকে মারব এবং মেরে জেল খাটব ৷ আমরা বাবু দাসের তৃণমূল করি ৷ ওরা কেষ্ট মণ্ডলের তৃণমূলের লোকজন ৷"

গণ্ডগোলের খবর পেয়েই বোলপুরের সিআই ও শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে পুলিশ যায় ঘটনাস্থলে ৷ মহিলা পুলিশ বাহিনীও পৌঁছয় ৷ ঘটনায় 8 জন মহিলাকে আটক করেছে পুলিশ ৷ কারণ, প্রথম দিন থেকেই দু'পক্ষের সংঘর্ষে মহিলারা অংশ নিয়েছে ৷ তাই গ্রামের মহিলাদের আটক করা হয়েছে ৷

এদিকে, পুলিশ গ্রামে পা রাখার পরেই পুরুষ শূন্য হয়ে যায় পুরো মমিনপুর গ্রাম ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে চলছে পুলিশি টহল ও ধরপাকড় ৷ পুলিশকে অভিযুক্তদের বাড়ির দরজায় লাথি মেরে তল্লাশি চালাতেও দেখা যায় ৷ সব মিলিয়ে গ্রামে উত্তেজনা রয়েছে ৷ অতিরিক্ত বীরভূম জেলা পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় বলেন, "পুলিশ 8 জনকে আটক করেছে ৷ গ্রামে পুলিশি টহল চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.