ETV Bharat / state

কুণালের কথায় মান ভাঙল মোনালিসার, অনশন তুলে থাকছেন সুদীপের প্রচারে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Councillor Monalisa Banerjee: 6 দিনের মাথায় সত্যাগ্রহ তুলে নিলেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ৷ কাউন্সিলরের মান ভাঙালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অনশন প্রত্যাহারের পর মোনালিসার সঙ্গে কথা বলে জানালেন আগামী 22 তারিখ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তাঁকে ছাড়া ব়্যালি করবেন না ৷

Councillor Monalisa Banerjee
Councillor Monalisa Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 6:16 PM IST

কলকাতা, 20 এপ্রিল: কাজ করতে পারছে না। এই অভিযোগে সত্যাগ্রহ অবস্থানে বসেছিলেন 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই ধরনাতেই পৌঁছে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ইতিমধ্যেই ধরনায় বসে ব্লাড প্রেসার কমেছে কাউন্সিলরের। প্রবল গরমে এই ধরনা থেকে তাঁকে বিরত করতেই কুণালের সেখানে যাওয়া। অবশেষে তাঁর অনুরোধেই 6 দিনের মাথায় অবস্থান তুললেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়।

এদিন কুণাল ঘোষ বলেন, "49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ এবং যোগ্য। কিছু কিছু ইস্যুতে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধরনায় বসে ছিলেন। আমাদের সাংসদ তাঁর সঙ্গে কথা বলার পরে সেই ধরনা প্রত্যাহার করে নেন। এই গরমের মধ্যে না-খেয়ে এতদিন বসে রয়েছেন মোনালিসা। চিকিৎসক এসেছিলেন । ওঁর ব্লাড প্রেসার কমে গিয়েছে।" এদিন তৃণমূল নেতার সঙ্গে ছিলেন কলকাতা পৌরনিগমের 28 নম্বর ওর্য়াডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী ৷ ছিলেন তৃণমূলের অন্যতম সম্পাদক শক্তি প্রতাপ সিং। তাঁরা সকলেই কাউন্সিলরকে অনুরোধ করেছেন তিনি যেন বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ধরনা তুলে নেন।

সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, নির্বাচনের সময় দলের কাউন্সিলর ধরনায় বসে রয়েছেন। তাও আবার তাঁর অভিযোগ, যিনি প্রার্থী তথা উত্তর কলকাতার তৃণমূল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁকে কাজ করতে দিচ্ছেন না। আর এর প্রভাব কী নির্বাচনে পড়বে? জবাবে কুণাল ঘোষ বলেন, "গতকাল তৃণমূল জেলা সভাপতি তথা লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা এ ধরনের ধরনা চলতে দিতে পারি না। আমাদের সহকর্মীরা এই গরমের মধ্যে ধরনায় বসে রয়েছেন আর আমরা চুপচাপ বসে থাকব ৷ তা তো হতে পারে না। কয়েক দিন ধরে উত্তরবঙ্গে ছিলাম তাই আসতে পারিনি। আজকে সুযোগ পেয়েই চলে এসেছি।"

সত্যাগ্রহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছ'দিন ধরে তিনি অবস্থান করছেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নন। এই অবস্থায় তিনি আপাতত অবস্থান স্থগিত রাখছেন। মোনালিসার সঙ্গে আলোচনার পর কুণাল ঘোষ জানিয়েছেন, 49 নম্বর ওয়ার্ডের নির্বাচন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোনালিসা বন্দ্যোপাধ্যায়কেই করা হচ্ছে । আগামী 22 তারিখ এই ওয়ার্ডে ব়্যালি করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে কাউন্সিলরকে ছাড়া তিনি এই মিছিল করবেন না।

আরও পড়ুন:

  1. বঞ্চনার অভিযোগ, ভোটের মুখে আমরণ অনশনে তৃণমূল কাউন্সিলর
  2. দুই কাউন্সিলরের অন্তর্দ্বন্দ্ব, সমস্যার সমাধানের জন্য তৃণমূল প্রার্থী সুদীপের বাড়ির সামনে ধরনা
  3. 'কোনটা বেশি গুরুত্বপূর্ণ, শিল্প নাকি স্বাস্থ্যকর খাদ্য?', কৃষকদের পাশে দাঁড়িয়ে মোনালিসার ছবিতে স্যুপ ছুড়লেন 2 পরিবেশকর্মী

কলকাতা, 20 এপ্রিল: কাজ করতে পারছে না। এই অভিযোগে সত্যাগ্রহ অবস্থানে বসেছিলেন 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই ধরনাতেই পৌঁছে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ইতিমধ্যেই ধরনায় বসে ব্লাড প্রেসার কমেছে কাউন্সিলরের। প্রবল গরমে এই ধরনা থেকে তাঁকে বিরত করতেই কুণালের সেখানে যাওয়া। অবশেষে তাঁর অনুরোধেই 6 দিনের মাথায় অবস্থান তুললেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়।

এদিন কুণাল ঘোষ বলেন, "49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ এবং যোগ্য। কিছু কিছু ইস্যুতে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধরনায় বসে ছিলেন। আমাদের সাংসদ তাঁর সঙ্গে কথা বলার পরে সেই ধরনা প্রত্যাহার করে নেন। এই গরমের মধ্যে না-খেয়ে এতদিন বসে রয়েছেন মোনালিসা। চিকিৎসক এসেছিলেন । ওঁর ব্লাড প্রেসার কমে গিয়েছে।" এদিন তৃণমূল নেতার সঙ্গে ছিলেন কলকাতা পৌরনিগমের 28 নম্বর ওর্য়াডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী ৷ ছিলেন তৃণমূলের অন্যতম সম্পাদক শক্তি প্রতাপ সিং। তাঁরা সকলেই কাউন্সিলরকে অনুরোধ করেছেন তিনি যেন বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ধরনা তুলে নেন।

সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, নির্বাচনের সময় দলের কাউন্সিলর ধরনায় বসে রয়েছেন। তাও আবার তাঁর অভিযোগ, যিনি প্রার্থী তথা উত্তর কলকাতার তৃণমূল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁকে কাজ করতে দিচ্ছেন না। আর এর প্রভাব কী নির্বাচনে পড়বে? জবাবে কুণাল ঘোষ বলেন, "গতকাল তৃণমূল জেলা সভাপতি তথা লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা এ ধরনের ধরনা চলতে দিতে পারি না। আমাদের সহকর্মীরা এই গরমের মধ্যে ধরনায় বসে রয়েছেন আর আমরা চুপচাপ বসে থাকব ৷ তা তো হতে পারে না। কয়েক দিন ধরে উত্তরবঙ্গে ছিলাম তাই আসতে পারিনি। আজকে সুযোগ পেয়েই চলে এসেছি।"

সত্যাগ্রহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছ'দিন ধরে তিনি অবস্থান করছেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নন। এই অবস্থায় তিনি আপাতত অবস্থান স্থগিত রাখছেন। মোনালিসার সঙ্গে আলোচনার পর কুণাল ঘোষ জানিয়েছেন, 49 নম্বর ওয়ার্ডের নির্বাচন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোনালিসা বন্দ্যোপাধ্যায়কেই করা হচ্ছে । আগামী 22 তারিখ এই ওয়ার্ডে ব়্যালি করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে কাউন্সিলরকে ছাড়া তিনি এই মিছিল করবেন না।

আরও পড়ুন:

  1. বঞ্চনার অভিযোগ, ভোটের মুখে আমরণ অনশনে তৃণমূল কাউন্সিলর
  2. দুই কাউন্সিলরের অন্তর্দ্বন্দ্ব, সমস্যার সমাধানের জন্য তৃণমূল প্রার্থী সুদীপের বাড়ির সামনে ধরনা
  3. 'কোনটা বেশি গুরুত্বপূর্ণ, শিল্প নাকি স্বাস্থ্যকর খাদ্য?', কৃষকদের পাশে দাঁড়িয়ে মোনালিসার ছবিতে স্যুপ ছুড়লেন 2 পরিবেশকর্মী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.