ETV Bharat / state

7 দিন পানীয় জল নেই পানিহাটিতে, মহিলাদের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সৌগত রায় - Saugata Roy - SAUGATA ROY

Saugata Roy: প্রচণ্ড গরমে প্রবল জলকষ্ট ৷ পাওয়া যাচ্ছে না পানীয় জল ৷ সেই অভিযোগে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সামনে বিক্ষোভ দেখালেন পানিহাটি 34 নম্বর ওয়ার্ডের মহিলারা ৷

Saugata Roy
তৃণমূল প্রার্থী সৌগত রায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 9:33 PM IST

সৌগত রায়

পানিহাটি, 29 এপ্রিল: প্রচণ্ড গরমে প্রবল জলকষ্ট ৷ পাওয়া যাচ্ছে না পানীয় জল ৷ সেই অভিযোগে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন পানিহাটি 34 নম্বর ওয়ার্ডের মহিলারা ৷

সোমবার সকালে, পানিহাটিতে নির্বাচনী প্রচারে যান সৌগত ৷ সেখান থেকে ফেরার সময় তাঁর গাড়ির সামনে অবরোধ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা ৷ ভিড় দেখে গাড়ি থেকে নেমে আসেন সৌগত ৷ সেই সময় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা ৷ 34 নম্বর ওয়ার্ডের মহিলারা জানান, গত 7 দিন ধরে তাঁদের এলাকায় পানীয় জল নেই ৷ বহুদিন থেকে পানিহাটি পৌরসভাতে বিষয়টি জানান হলেও প্রশাসন কিংবা এলাকার কাউন্সিলর কেউই এই বিষয়ে কোনও রকম পদক্ষেপ নেয়নি ৷ কেউ তাঁদের কথা শোনেনি ৷ সে কারণে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন তাঁরা ৷

বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী এলাকার কাউন্সিলর এবং পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন ৷ পৌরসভা থেকে তাঁরা জানান, দুপুর 12টার পর সেই এলাকায় জল পৌঁছে যাবে ৷

বিতর্ক যেন পিছু ছাড়ে না তৃণমূলের এই বর্ষীয়ান নেতার ৷ এবারের লোকসভা নির্বাচনে তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা ৷ শুধু তাই নয়, ভোটে জেতা নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন নিজেই ৷ সম্প্রতি, সন্দেশখালি থেকে বিপুল অস্ত্র উদ্ধার প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ সৌগত জানান, বেআইনি অস্ত্র খুঁজে বের করা পুলিশেরই কাজ । এটা পুলিশের অপদার্থতা ।

আরও পড়ুন:

সৌগত রায়

পানিহাটি, 29 এপ্রিল: প্রচণ্ড গরমে প্রবল জলকষ্ট ৷ পাওয়া যাচ্ছে না পানীয় জল ৷ সেই অভিযোগে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন পানিহাটি 34 নম্বর ওয়ার্ডের মহিলারা ৷

সোমবার সকালে, পানিহাটিতে নির্বাচনী প্রচারে যান সৌগত ৷ সেখান থেকে ফেরার সময় তাঁর গাড়ির সামনে অবরোধ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা ৷ ভিড় দেখে গাড়ি থেকে নেমে আসেন সৌগত ৷ সেই সময় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা ৷ 34 নম্বর ওয়ার্ডের মহিলারা জানান, গত 7 দিন ধরে তাঁদের এলাকায় পানীয় জল নেই ৷ বহুদিন থেকে পানিহাটি পৌরসভাতে বিষয়টি জানান হলেও প্রশাসন কিংবা এলাকার কাউন্সিলর কেউই এই বিষয়ে কোনও রকম পদক্ষেপ নেয়নি ৷ কেউ তাঁদের কথা শোনেনি ৷ সে কারণে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন তাঁরা ৷

বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী এলাকার কাউন্সিলর এবং পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন ৷ পৌরসভা থেকে তাঁরা জানান, দুপুর 12টার পর সেই এলাকায় জল পৌঁছে যাবে ৷

বিতর্ক যেন পিছু ছাড়ে না তৃণমূলের এই বর্ষীয়ান নেতার ৷ এবারের লোকসভা নির্বাচনে তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা ৷ শুধু তাই নয়, ভোটে জেতা নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন নিজেই ৷ সম্প্রতি, সন্দেশখালি থেকে বিপুল অস্ত্র উদ্ধার প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ সৌগত জানান, বেআইনি অস্ত্র খুঁজে বের করা পুলিশেরই কাজ । এটা পুলিশের অপদার্থতা ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.