কলকাতা, 21 মে: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় জামিন 3 অভিযুক্তের ৷ আজ, মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেয়েছেন রাজ্যপালের ওএসডি এসএস রাজপুত- সহ আরও দুই কর্মী কুসুম ছেত্রী, সন্ত লাল ৷ এই তিনজনের বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফে গত 15 মে মামলা রজু করা হয়েছিল । আজ তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় ৷ 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত ।
রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবচ থাকায় তাঁর বিরুদ্ধে মামলা রজু করা সম্ভব হয়নি। রাজভবনে শ্লীলতাহানির ঘটনায় এবার অতিরিক্ত চারজনকে ডেকে পাঠাল লালবাজার । লালবাজার সূত্রের খবর, এই অতিরিক্ত চারজনের মধ্যে রয়েছেন নির্যাতিতার সুপারভাইজারও। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তাদের লালবাজারে ডেকে পাঠানো হয়েছে ।
চলতি মাসেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন এক তরুণী ৷ অভিযোগ, নির্যাতিত যখন রাজভবন থেকে বেরিয়ে আসছিলেন তখন তাঁকে বাধা দেওয়া ও তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন রাজ্যপালের ওএসডি-সহ 3 জন ৷ রাজভবনের সিসিটিভি ক্যামেরাতেও সেই ফুটেজ দেখা গিয়েছিল ৷ তাঁদের বিরুদ্ধে আইপিসি-র 341 এবং 166 ধারায় মামলা রুজু করা হয়েছিল ৷ তাদেঁর প্রথমবারের জন্য রবিবার সিআরপিসি 41-এ নোটিশ দিয়ে তলব করা হয়েছিল ।
সেদিন হাজিরা-না দেওয়ায় তাঁদের আবারও সিআরপিসি 41এ নোটিশ দিয়ে আজ মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানা হাজিরা দিতে বলা হয়। তাঁরা সেই হাজিরা না-দিয়ে ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়ে আগাম জামিনের আবেদন করেন । আজ তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় ৷ 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত ।
প্রসঙ্গত, এই ঘটনার আগে যাঁদের আগে লালবাজারের তরফে ডাকা হয়েছিল, তাঁরা আজ ব্যাঙ্কশাল আদালত থেকে নিজেদের আগাম জামিন নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ রাজভবনের এই 3 কর্মীকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যদি তাঁরা হাজিরা না-দেন সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে কলকাতা পুলিশ । মনে করা হচ্ছে, সেই জন্যই নিজেদের আগাম জামিন নিয়েছেন তাঁরা।
সম্প্রতি, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী অভিযোগ করেন যে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। এই অভিযোগ তিনি সরাসরি রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে করেন। যদিও এই বিষয়ে তদন্তে নেমে কলকাতা পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে এই বিষয়ে তাঁরা কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তদন্ত করছেন না বরং রাজভবনের অন্দরে কি হয়েছিল তার তদন্তই তারা করছেন। আর সেই মতোই রাজভবনে 3জন কর্মীকে ডেকে পাঠিয়েছিল লালবাজার। তবে পুলিশের ডাকে তারা সারা না দিয়ে তারা অতিরিক্ত সময় চায়। তবে লালবাজারের তরফ থেকে তাদের কোন সময় দেওয়া হয়নি। সেই ঘটনার ভিত্তিতে ভবনের ওই তিন আধিকারিক থেকে আজ নিজেদের আগামজামিন নিয়েছেন ।
আরও পড়ুন: