মুর্শিদাবাদ, 6 মে: মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন ৷ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর, এই দুই লোকসভা কেন্দ্রে ভোট ৷ সঙ্গে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন । মুর্শিদাবাদ জেলায় সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । দুই কেন্দ্রের মোট 950টি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে । বহরমপুর স্টেডিয়াম মাঠে করা হয়েছে ডিসিআরসি কেন্দ্র ৷ সোমবার সকাল থেকে ভোটকর্মীরা ডিসিআরসি থেকে দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যেতে শুরু করেছেন ।
জেলা প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট 1851টি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে । মালদা দক্ষিণ কেন্দ্রের দুটি বিধানসভা ফরাক্কা ও সামশেরগঞ্জ রয়েছে মুর্শিদাবাদে । এই দুই বিধানসভা এলাকায় 483টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে । জঙ্গিপুর কেন্দ্রে মোট 14 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 18 লক্ষ 1 হাজার 714 জন ভোটার ।
অন্যদিকে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1938টি । এই লোকসভায় চারটি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে । কমিশনের হিসেবে উপদ্রুত বুথের সংখ্যা 441টি । এই কেন্দ্রে 11 জন প্রর্থীর ভাগ্য ঠিক করবেন 19 লক্ষ 86 হাজার 906 জন ভোটার । জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 64 কোম্পানি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট গ্রহণ হবে । দুই কেন্দ্রে মোট ভোট কর্মীর সংখ্যা 28470 জন । এর মধ্যে 2200 জন মহিলা ভোট কর্মী রয়েছেন ।
2019 সালের ভোটে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দুটি আসনই ছিল তৃণমূলের দখলে ৷ জঙ্গিপুরের বিদায়ী সাংসদ খলিলুর রহমান ৷ এবারেও তাঁর উপরই ভরসা রেখেছে শাসকদল ৷ এই আসনে বিজেপি প্রার্থী করেছে ধনঞ্জয় ঘোষকে ৷ জঙ্গিপুরে এবার আসন সমঝোতার পথে হেঁটেছে বাম-কংগ্রেস ৷ হাত শিবির ভরসা রেখেছে মর্তুজা হোসেনের উপর এবং নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশাদুল বিশ্বাস ৷ আছেন আইএসএফের শাহজাহান বিশ্বাস।
অন্যদিকে, এ বার মুর্শিদাবাদ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সাংসদ আবু তাহের খান ৷ বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । বিজেপি প্রার্থী করেছে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে । এই কেন্দ্রে আলাদা করে প্রার্থী দিয়েছে আইএসএফ ।
আরও পড়ুন: