ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে শনিবার মিছিল থিয়েটার শিল্পীদের, রবিবার পথে টলিউড - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Celebs Protest on RG Kar Hospital Incident: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দিন দিন আন্দোলন জোরালো হচ্ছে ৷ পথে নামছেন থিয়েটার শিল্পী থেকে টলিউড সেলেবরা ৷ শনিবার রয়েছে গিরিশ মঞ্চ থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে থিয়েটার থেকে টলিউড (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 6:36 PM IST

কলকাতা, 17 অগস্ট: 'সব অভয়ার বিচার চাই' ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নামছেন টলিউড সেলেবরা ৷ শনিবার গিরিশ মঞ্চ থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত হাঁটবেন থিয়েটার শিল্পীরা । জোরালো হচ্ছে ন্যায়বিচারের প্রতিবাদ ।

যদিও ইতিমধ্যে এই প্রতিবাদে সামিল হয়েছে বাংলার বিনোদন দুনিয়া । আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে টোটা রায়চৌধুরী, শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, অরিন্দম শীল, শুভশ্রী গঙ্গোপাধ্যায় পথে হেঁটেছেন সকলেই । তাঁদের দাবি একটাই, মৃতের পরিবারের বিচার চাই ।

'ডাক দিয়েছে থিয়েটার, মিছিল কিন্তু সবার' ৷ এই শিরোনামে 17 অগস্ট অর্থাৎ আজ রাত সাড়ে 10 টায় থিয়েটার শিল্পীদের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ যার শুরুটা হবে গিরিশ মঞ্চ থেকে এবং আরজি কর হাসপাতালে গিয়ে মিছিল শেষ হবে । থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষজনেরা সামিল হবেন এ দিনের এই মিছিলে । তাঁরা কথা বলবেন আরজি করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে । পাশাপাশি রবিবার পথে নামবে পুরো টলিউড ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে শনিবার মিছিল থিয়েটার শিল্পীদের (নিজস্ব ছবি)
RG Kar Doctor Rape and Murder
রবিবার পথে নামছেন টলিউড সেলেবরা (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, 'নির্যাতিতার বিচার চাই', ধ্বনি তুলে বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সকল মানুষ ওই দিন পথে নামবেন । সিনে পরিবারের তরফ থেকে কর্মসূচির একটি বার্তা তৈরি করে জানানো হয়েছে, "আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার । আগামিকাল বিকেল 4টে নাগাদ টেকনিশিয়ান্স স্টুডিয়োয় মিলিত হয়ে, সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতাল । প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীবন্ধুদের আসতে অনুরোধ করছি ।" আরও জানানো হয়েছে, "টেকনিশিয়ান্স স্টুডিও থেকে আরজি কর যাওয়ার জন্য বাস থাকবে । যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে, তাঁরা গাড়ি চড়েও যেতে পারেন যাবেন । আরজি কর হাসপাতাল চত্বরে গিয়ে পরবর্তী কর্মসূচি জানানো হবে ।"

আরজি কর-কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে আগেই সরব হয়েছে বলিউড সেলেবরা ৷ আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, স্বরা ভাস্করের পর পরিচালক করণ জোহর, কৃতি শ্যানন, ঋত্বিক রোশন, আয়ুষ্মান খুরানা, অনুপম খেরও এবার এই ঘটনায় মুখ খুলেছেন ৷ সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা ৷

কলকাতা, 17 অগস্ট: 'সব অভয়ার বিচার চাই' ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নামছেন টলিউড সেলেবরা ৷ শনিবার গিরিশ মঞ্চ থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত হাঁটবেন থিয়েটার শিল্পীরা । জোরালো হচ্ছে ন্যায়বিচারের প্রতিবাদ ।

যদিও ইতিমধ্যে এই প্রতিবাদে সামিল হয়েছে বাংলার বিনোদন দুনিয়া । আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে টোটা রায়চৌধুরী, শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, অরিন্দম শীল, শুভশ্রী গঙ্গোপাধ্যায় পথে হেঁটেছেন সকলেই । তাঁদের দাবি একটাই, মৃতের পরিবারের বিচার চাই ।

'ডাক দিয়েছে থিয়েটার, মিছিল কিন্তু সবার' ৷ এই শিরোনামে 17 অগস্ট অর্থাৎ আজ রাত সাড়ে 10 টায় থিয়েটার শিল্পীদের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ যার শুরুটা হবে গিরিশ মঞ্চ থেকে এবং আরজি কর হাসপাতালে গিয়ে মিছিল শেষ হবে । থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষজনেরা সামিল হবেন এ দিনের এই মিছিলে । তাঁরা কথা বলবেন আরজি করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে । পাশাপাশি রবিবার পথে নামবে পুরো টলিউড ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে শনিবার মিছিল থিয়েটার শিল্পীদের (নিজস্ব ছবি)
RG Kar Doctor Rape and Murder
রবিবার পথে নামছেন টলিউড সেলেবরা (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, 'নির্যাতিতার বিচার চাই', ধ্বনি তুলে বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সকল মানুষ ওই দিন পথে নামবেন । সিনে পরিবারের তরফ থেকে কর্মসূচির একটি বার্তা তৈরি করে জানানো হয়েছে, "আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার । আগামিকাল বিকেল 4টে নাগাদ টেকনিশিয়ান্স স্টুডিয়োয় মিলিত হয়ে, সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতাল । প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীবন্ধুদের আসতে অনুরোধ করছি ।" আরও জানানো হয়েছে, "টেকনিশিয়ান্স স্টুডিও থেকে আরজি কর যাওয়ার জন্য বাস থাকবে । যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে, তাঁরা গাড়ি চড়েও যেতে পারেন যাবেন । আরজি কর হাসপাতাল চত্বরে গিয়ে পরবর্তী কর্মসূচি জানানো হবে ।"

আরজি কর-কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে আগেই সরব হয়েছে বলিউড সেলেবরা ৷ আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, স্বরা ভাস্করের পর পরিচালক করণ জোহর, কৃতি শ্যানন, ঋত্বিক রোশন, আয়ুষ্মান খুরানা, অনুপম খেরও এবার এই ঘটনায় মুখ খুলেছেন ৷ সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.