কলকাতা, 17 অগস্ট: 'সব অভয়ার বিচার চাই' ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নামছেন টলিউড সেলেবরা ৷ শনিবার গিরিশ মঞ্চ থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত হাঁটবেন থিয়েটার শিল্পীরা । জোরালো হচ্ছে ন্যায়বিচারের প্রতিবাদ ।
যদিও ইতিমধ্যে এই প্রতিবাদে সামিল হয়েছে বাংলার বিনোদন দুনিয়া । আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে টোটা রায়চৌধুরী, শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, অরিন্দম শীল, শুভশ্রী গঙ্গোপাধ্যায় পথে হেঁটেছেন সকলেই । তাঁদের দাবি একটাই, মৃতের পরিবারের বিচার চাই ।
'ডাক দিয়েছে থিয়েটার, মিছিল কিন্তু সবার' ৷ এই শিরোনামে 17 অগস্ট অর্থাৎ আজ রাত সাড়ে 10 টায় থিয়েটার শিল্পীদের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ যার শুরুটা হবে গিরিশ মঞ্চ থেকে এবং আরজি কর হাসপাতালে গিয়ে মিছিল শেষ হবে । থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষজনেরা সামিল হবেন এ দিনের এই মিছিলে । তাঁরা কথা বলবেন আরজি করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে । পাশাপাশি রবিবার পথে নামবে পুরো টলিউড ।
জানা গিয়েছে, 'নির্যাতিতার বিচার চাই', ধ্বনি তুলে বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সকল মানুষ ওই দিন পথে নামবেন । সিনে পরিবারের তরফ থেকে কর্মসূচির একটি বার্তা তৈরি করে জানানো হয়েছে, "আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার । আগামিকাল বিকেল 4টে নাগাদ টেকনিশিয়ান্স স্টুডিয়োয় মিলিত হয়ে, সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতাল । প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীবন্ধুদের আসতে অনুরোধ করছি ।" আরও জানানো হয়েছে, "টেকনিশিয়ান্স স্টুডিও থেকে আরজি কর যাওয়ার জন্য বাস থাকবে । যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে, তাঁরা গাড়ি চড়েও যেতে পারেন যাবেন । আরজি কর হাসপাতাল চত্বরে গিয়ে পরবর্তী কর্মসূচি জানানো হবে ।"
আরজি কর-কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে আগেই সরব হয়েছে বলিউড সেলেবরা ৷ আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, স্বরা ভাস্করের পর পরিচালক করণ জোহর, কৃতি শ্যানন, ঋত্বিক রোশন, আয়ুষ্মান খুরানা, অনুপম খেরও এবার এই ঘটনায় মুখ খুলেছেন ৷ সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা ৷