ETV Bharat / state

নিয়োগের দাবিতে মহাকুম্ভে, সঙ্গমে ডুব রাজ্যের টেট-উত্তীর্ণ চাকরিপ্রার্থীর - PRIMARY TEACHER RECRUITMENT

টেট-উত্তীর্ণ চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ ৷ অতীতে বহুবার প্রতিবাদ, মিছিলে হেঁটেছেন চাকরির দাবিতে ৷ এবার সেই দাবি নিয়েই মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন ৷

TET Qualified Primary Teacher Candidate Arnab Ghosh in Mahakumbh
প্রয়াগরাজে মহাকুম্ভে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 7:24 PM IST

Updated : Feb 27, 2025, 7:38 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: পরীক্ষায় পাশ করেও চাকরি না-পেয়ে মহাকুম্ভে চাকরিপ্রার্থী ৷ লাখো মানুষের ভিড়ে আলাদা করে চোখে পড়েছেন প্রাইমারি বিভাগের চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ ৷ পরনের কালো টি-শার্টের সামনে এবং পিছন দিকে সাদা কালিতে লেখা রয়েছে চাকরি না-পাওয়া থেকে শুরু করে নিয়োগের দাবি ৷

তিনি লিখেছেন, "মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ঘোষিত 2014 প্রাইমারির 16,500 Not Included Candidate দের নিয়োগ কোথায় ?" টি-শার্টের অপর দিকে লেখা, "যতোই আসুক ঝড় ঝাপটা, রাখবো সোজা শিঁরদাঁড়াটা, রাজপথ ছাড়বো না, দাবি থেকে সরবো না ৷" প্রয়াগরাজের এই মহাকুম্ভে 66 কোটিরও বেশি মানুষ ভিড় করেছিলেন ৷ 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলেছে বিশ্বের বৃহত্তম এই জনসমাগম। কোটির ভিড়ে মিশেছিলেন প্রাইমারির চাকরিপ্রার্থী অর্ণব ঘোষও ৷

কলকাতায় মাতঙ্গিনী হাজরার পাদদেশে দীর্ঘদিন চাকরির দাবিতে ধর্নায় রয়েছেন অর্ণব ৷ 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষা পাশ করলেও ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন ৷ চাকরির দাবিতে একাধিক মিছিলেও দেখা গিয়েছে তাঁকে ৷ এবার নিয়োগের দাবি নিয়ে গিয়েছিলেন মহাকুম্ভে পুণ্যস্নান করতে ৷

নিয়োগের দাবি নিয়ে মহাকুম্ভে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ (ইটিভি ভারত)

অর্ণবের কথায়, "যে পরিমাণ দুর্নীতি পশ্চিমবঙ্গে ছেয়ে গিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা কালোয় মিশে গিয়েছে ৷ সমুদ্রগর্ভে যে বিষ মহাদেবকে পান করতে হয়েছিল, সেই বিষে মিশে গিয়েছে পশ্চিমবঙ্গে। যিনি আমাদের পরিত্রাতা ছিলেন, তিনি সব কিছু ভুলে দুর্নীতি করছেন ৷ তাই সব কিছু ভুলে ডুব দিয়েছি ৷ যাতে দুর্নীতি ভুলে অমৃতযোগ আসে ৷ আমরা যেন চাকরির স্বাদ গ্রহণ করতে পারি ৷"

গত শনিবার, 22 ফেব্রুয়ারি গঙ্গায় পুণ্যস্নানের ডুব দিয়েছেন যোগ্য চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ ৷ প্রসঙ্গত, প্রায় দু'বছর ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানে রয়েছেন এই চাকরিপ্রার্থীরা ৷ চাকরির দাবিতে একাধিকবার পথে নেমেছেন তাঁরা ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনেও অবস্থানে ছিলেন তাঁরা ৷

TET Qualified Primary Teacher Candidate Arnab Ghosh in Mahakumbh
মহাকুম্ভে নিয়োগের দাবি নিয়ে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ (ইটিভি ভারত)

2022 সালে পুলিশ দিয়ে চাকরিপ্রার্থীদের তুলে দেওয়া হয়েছিল পর্ষদের কার্যালয়ের সামনে থেকে ৷ তবে শুধুমাত্র 2014 সাল নয়, এখনও নিয়োগ বাকি 2022 ও 23 সালের ৷ সেই কারণে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আয়োজন করা হয়নি টেট পরীক্ষার ৷ শেষমেশ কবে নিয়োগ হবে, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন সকল চাকরিপ্রার্থী ৷

কলকাতা, 27 ফেব্রুয়ারি: পরীক্ষায় পাশ করেও চাকরি না-পেয়ে মহাকুম্ভে চাকরিপ্রার্থী ৷ লাখো মানুষের ভিড়ে আলাদা করে চোখে পড়েছেন প্রাইমারি বিভাগের চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ ৷ পরনের কালো টি-শার্টের সামনে এবং পিছন দিকে সাদা কালিতে লেখা রয়েছে চাকরি না-পাওয়া থেকে শুরু করে নিয়োগের দাবি ৷

তিনি লিখেছেন, "মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ঘোষিত 2014 প্রাইমারির 16,500 Not Included Candidate দের নিয়োগ কোথায় ?" টি-শার্টের অপর দিকে লেখা, "যতোই আসুক ঝড় ঝাপটা, রাখবো সোজা শিঁরদাঁড়াটা, রাজপথ ছাড়বো না, দাবি থেকে সরবো না ৷" প্রয়াগরাজের এই মহাকুম্ভে 66 কোটিরও বেশি মানুষ ভিড় করেছিলেন ৷ 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলেছে বিশ্বের বৃহত্তম এই জনসমাগম। কোটির ভিড়ে মিশেছিলেন প্রাইমারির চাকরিপ্রার্থী অর্ণব ঘোষও ৷

কলকাতায় মাতঙ্গিনী হাজরার পাদদেশে দীর্ঘদিন চাকরির দাবিতে ধর্নায় রয়েছেন অর্ণব ৷ 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষা পাশ করলেও ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন ৷ চাকরির দাবিতে একাধিক মিছিলেও দেখা গিয়েছে তাঁকে ৷ এবার নিয়োগের দাবি নিয়ে গিয়েছিলেন মহাকুম্ভে পুণ্যস্নান করতে ৷

নিয়োগের দাবি নিয়ে মহাকুম্ভে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ (ইটিভি ভারত)

অর্ণবের কথায়, "যে পরিমাণ দুর্নীতি পশ্চিমবঙ্গে ছেয়ে গিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা কালোয় মিশে গিয়েছে ৷ সমুদ্রগর্ভে যে বিষ মহাদেবকে পান করতে হয়েছিল, সেই বিষে মিশে গিয়েছে পশ্চিমবঙ্গে। যিনি আমাদের পরিত্রাতা ছিলেন, তিনি সব কিছু ভুলে দুর্নীতি করছেন ৷ তাই সব কিছু ভুলে ডুব দিয়েছি ৷ যাতে দুর্নীতি ভুলে অমৃতযোগ আসে ৷ আমরা যেন চাকরির স্বাদ গ্রহণ করতে পারি ৷"

গত শনিবার, 22 ফেব্রুয়ারি গঙ্গায় পুণ্যস্নানের ডুব দিয়েছেন যোগ্য চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ ৷ প্রসঙ্গত, প্রায় দু'বছর ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানে রয়েছেন এই চাকরিপ্রার্থীরা ৷ চাকরির দাবিতে একাধিকবার পথে নেমেছেন তাঁরা ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনেও অবস্থানে ছিলেন তাঁরা ৷

TET Qualified Primary Teacher Candidate Arnab Ghosh in Mahakumbh
মহাকুম্ভে নিয়োগের দাবি নিয়ে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী অর্ণব ঘোষ (ইটিভি ভারত)

2022 সালে পুলিশ দিয়ে চাকরিপ্রার্থীদের তুলে দেওয়া হয়েছিল পর্ষদের কার্যালয়ের সামনে থেকে ৷ তবে শুধুমাত্র 2014 সাল নয়, এখনও নিয়োগ বাকি 2022 ও 23 সালের ৷ সেই কারণে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আয়োজন করা হয়নি টেট পরীক্ষার ৷ শেষমেশ কবে নিয়োগ হবে, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন সকল চাকরিপ্রার্থী ৷

Last Updated : Feb 27, 2025, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.