কলকাতা, 25 মার্চ: রবিবার রাতে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি'র প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে সম্প্রতি পদ্মশিবিরে যাওয়া তাপস রায়। আর সোমবার দোলের দিন সকালে গোপাল পুজো করে প্রচার শুরু করলেন বরানগরের প্রাক্তন বিধায়ক। প্রার্থী হয়েই তৃণমূল প্রার্থী একদা তাঁর সহকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তোপ দেগেছেন। দিনের শুরুতেই মানিকতলা এলাকার একটি মন্দিরে গিয়ে গোপাল পুজো করেন তাপস রায়। এরপর গোপালকে আবির দিয়ে রাঙিয়ে শুরু করেন তাঁর রঙিন প্রচার। তাপস রায়ের সঙ্গে এদিন ছিলেন উত্তর কলকাতা বিজেপির নেতা তমোঘ্ন ঘোষ। এলাকার বিভিন্ন কর্মীদের সঙ্গেও এদিন তাঁকে রং-আবির খেলতে দেখা যায় ৷
রং মেখে এদিন রঙিন প্রচার শুরু করেন তাপস রায়। মানিকতলার বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে জনসংযোগ করতে দেখা যায় তাপস রায়কে ৷ এরপর লেবুতলা পার্কে এদিন দুপুরে বসন্ত উৎসবেও অংশ নেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তবে তাপস রায় এদিন প্রচারের শুরুতেই তৃণমূলকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, "রং খেলুন। যার যেটা পছন্দ সেই রং খেলুন। তবে রংবাজি করবেন না। মানুষ সেটা বরদাস্ত করবে না।"
এদিন তিনি বিভিন্ন মানুষের কাছে করো জোরে ভোট তাঁর প্রতি সমর্থনের আবেদন করেন। প্রার্থী হতেই তিনি জানিয়েছিলেন, বিগত পাঁচ বছর মানুষ সাংসদকে পেয়েছে না পাননি, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কী উন্নয়ন করেছেন, কী করেননি সেই সব নেতিবাচক দিকগুলো তিনি মানুষের কাছে তুলে প্রচারে নামবেন। এদিন তিনি ফের দাবি করেন, এবার গোটা দেশের মতো রাজ্যে যেমন বিজেপি শক্তি বৃদ্ধি পাবে তেমনই মানুষ উত্তর কলকাতা আসন থেকে সাংসদ হিসেবে বিজেপিকে জেতাবেন। তাঁর দাবি, পরাস্ত হবে তৃণমূল-সহ বিরোধীরা। এদিকে সকালে রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা করল চেতলা অগ্রণী। গানে নাচের তালে আবির রাঙা মুখে এলাকা পরিক্রমা করেন স্থানীয় মানুষজন।
আরও পড়ুন: