কলকাতা, 10 জুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত বিজেপির বহু কার্যকর্তা । সেই কার্যকর্তাদের নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । আগামিকাল মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে ৷
উল্লেখ্য, এর আগে অন্য একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ গত 6 জুন রাজ্যকে ভোট পরবর্তী হিংসা নিয়ে তীব্র সমালোচনা করেছিল । এবং ভোট পরবর্তী হিংসা যাতে অবিলম্বে বন্ধ করা হয়, তার জন্য রাজ্য প্রশাসনকে কড়া হতে নির্দেশ দেয় । অন্যথায় হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা করতে নির্দেশ দেবে বলেও হুঁশিয়ারি দেন বিচারপতি কৌশিক চন্দ ।
পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যেকোনও ব্যক্তিকে সরাসরি রাজ্য পুলিশের ডিজির কাছে ই-মেল মারফত অভিযোগ জানাতে নির্দেশ দেন তিনি । ডিজি সেই অভিযোগ দেখে স্থানীয় থানাকে নির্দেশ দেবেন এফআইআর দায়ের করতে । একই সঙ্গে পুলিশ এই ধরনের সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা 10 দিন পরে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশও দিয়েছিল ওই বেঞ্চ ।
বিচারপতি কৌশিক চন্দ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে ধরনের হিংসার ঘটনা ঘটেছিল, তার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টিও রাজ্যকে সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন ওই শুনানিতে ।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন চলার সময় বিচ্ছিন্নভাবে রাজ্যের বিভিন্ন অংশেই হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ । এবং নির্বাচনের ফল বের হওয়ার পর থেকে হিংসার ঘটনা আরও বেড়েছে, এই দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভজিৎ নস্কর নামে এক ব্যক্তি । হিংসার ঘটনায় অন্তত 11 জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করেন মামলাকারী ।
যদিও বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ বিষয়টিকে স্বতঃপ্রণোদিত মামলা হিসাবে গ্রহণ করেছিল । আদালত জানিয়েছিল ভোট মিটতেই রাজ্যের সর্বত্র হিংসার ঘটনা তাদের নজরে আসছে । অবিলম্বে তা বন্ধ করতে হবে । এখন দেখার শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় আদালত কী বলে ?