ETV Bharat / state

সন্দেশখালি নিয়ে পদক্ষেপের আবেদন জানিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের - Sandeshkhali

Sukanta Majumdar: উত্তর 24 পরগনার সন্দেশখালির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি এই নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৷

Sukanta Writes to Amit Shah
Sukanta Writes to Amit Shah
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 7:11 PM IST

Updated : Feb 9, 2024, 10:48 PM IST

সন্দেশখালি নিয়ে অমিতকে চিঠি লিখলেন সুকান্ত

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ চিঠিতে সুকান্ত অভিযোগ করেছেন যে সন্দেশখালির আদিবাসীদের উপর তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীর আক্রমণ করছে ৷ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ৷ তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ৷

চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘আমি পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তর 24 পরগনার সন্দেশখালি অঞ্চলে ঘটে চলা হিংসার উদ্বেগজনক পরিস্থিতি আপনার অবিলম্বে নজরে আনতে এই চিঠি লিখছি । শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এবং অন্যান্য তৃণমূলী গুন্ডাদের দ্বারা স্থানীয় আদাবাসী সম্প্রদায়ের উপর জঘন্য হামলার জেরে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য সরকারের কাছ থেকে জরুরি পদক্ষেপ দাবি করে ।’’

চিঠি তিনি শেখ শাহজাহানের পরিচয়ও দিয়েছেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে গত 5 জানুয়ারি এই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি ৷ সুকান্তর অভিযোগ, শাহজাহানের জন্য সন্দেশখালির ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ৷ বারবার আবেদন করা সত্ত্বেও স্থানীয় মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার ৷ এই পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে পদক্ষেপ করা দরকার ৷

Sukanta Writes to Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা সুকান্ত মজুমদারের চিঠি

তাই অমিত শাহের কাছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আবেদন, ‘‘আমি আপনাকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ব্যাপক অনাচার মোকাবিলায় দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি । নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলকে অগ্রাধিকার দিতে হবে এবং এই অঞ্চলে হিংসা ও সন্ত্রাস অব্যাহত রাখার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ।’’

উল্লেখ্য, গত তিনদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি৷ সেখানে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছে ৷ ইডির হানার দিন থেকেই এলাকায় দেখা যাচ্ছে না শেখ শাহজাহানকে ৷ এই বিক্ষোভ শুরু হতেই এলাকা ছাড়া হয়ে গিয়েছেন শাহজাহানের দুই অনুগামী শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদার ৷ শুক্রবার ওই এলাকায় শিবু হাজরা তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ বিক্ষোভও দেখান স্থানীয় মানুষ ৷

আরও পড়ুন:

  1. লেখাপড়া করা উচিত না, 'চিল্লার পার্টি' বানিয়ে শিশুদের মগজ ধোলাই করত শাহজাহান !
  2. জনরোষের তত্ত্বই কি বুমেরাং হয়ে ফিরল তৃণমূলের দিকে, সন্দেশখালি লাগাতার বিক্ষোভে উঠছে প্রশ্ন
  3. অশান্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার তিনটি পোল্ট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত গ্রামবাসীদের

সন্দেশখালি নিয়ে অমিতকে চিঠি লিখলেন সুকান্ত

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ চিঠিতে সুকান্ত অভিযোগ করেছেন যে সন্দেশখালির আদিবাসীদের উপর তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীর আক্রমণ করছে ৷ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ৷ তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ৷

চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘আমি পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তর 24 পরগনার সন্দেশখালি অঞ্চলে ঘটে চলা হিংসার উদ্বেগজনক পরিস্থিতি আপনার অবিলম্বে নজরে আনতে এই চিঠি লিখছি । শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এবং অন্যান্য তৃণমূলী গুন্ডাদের দ্বারা স্থানীয় আদাবাসী সম্প্রদায়ের উপর জঘন্য হামলার জেরে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য সরকারের কাছ থেকে জরুরি পদক্ষেপ দাবি করে ।’’

চিঠি তিনি শেখ শাহজাহানের পরিচয়ও দিয়েছেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে গত 5 জানুয়ারি এই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি ৷ সুকান্তর অভিযোগ, শাহজাহানের জন্য সন্দেশখালির ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ৷ বারবার আবেদন করা সত্ত্বেও স্থানীয় মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার ৷ এই পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে পদক্ষেপ করা দরকার ৷

Sukanta Writes to Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা সুকান্ত মজুমদারের চিঠি

তাই অমিত শাহের কাছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আবেদন, ‘‘আমি আপনাকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ব্যাপক অনাচার মোকাবিলায় দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি । নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলকে অগ্রাধিকার দিতে হবে এবং এই অঞ্চলে হিংসা ও সন্ত্রাস অব্যাহত রাখার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ।’’

উল্লেখ্য, গত তিনদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি৷ সেখানে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছে ৷ ইডির হানার দিন থেকেই এলাকায় দেখা যাচ্ছে না শেখ শাহজাহানকে ৷ এই বিক্ষোভ শুরু হতেই এলাকা ছাড়া হয়ে গিয়েছেন শাহজাহানের দুই অনুগামী শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদার ৷ শুক্রবার ওই এলাকায় শিবু হাজরা তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ বিক্ষোভও দেখান স্থানীয় মানুষ ৷

আরও পড়ুন:

  1. লেখাপড়া করা উচিত না, 'চিল্লার পার্টি' বানিয়ে শিশুদের মগজ ধোলাই করত শাহজাহান !
  2. জনরোষের তত্ত্বই কি বুমেরাং হয়ে ফিরল তৃণমূলের দিকে, সন্দেশখালি লাগাতার বিক্ষোভে উঠছে প্রশ্ন
  3. অশান্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার তিনটি পোল্ট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত গ্রামবাসীদের
Last Updated : Feb 9, 2024, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.