ETV Bharat / state

ডিভিসি থেকে আমলাদের সরানো অংসাবিধানিক, আরজি কর থেকে নজর ঘোরানোর চেষ্টা: সুকান্ত - Sukanta on State DVC Conflict - SUKANTA ON STATE DVC CONFLICT

Sukanta Majumdar on State-DVC Conflict: ডিভিসি থেকে দুই আমলাকে সরিয়ে অসাংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী ৷ এমনই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ আমলাদের রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি ৷

Sukanta Majumdar on State-DVC Conflict
ডিভিসি থেকে আমলাদের সরানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা সুকান্ত মজুমদারের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 2:28 PM IST

শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: রাজ্যের বন্যা পরিস্থিতি ও ডিভিসি থেকে রাজ্যের দুই আমলার পদত্যাগের বিষয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রের উত্তর-পূর্ব উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী আমলাদের রাজনৈতিকভাবে ব্যবহার করছেন ৷ এমনকি তাঁর বারবার বন্যা কবলিত এলাকায় যাওয়ার উদ্দেশ্য, আরজি কর-কাণ্ড থেকে মানুষের নজর ঘোরানো ৷

ডিভিসি থেকে আমলাদের সরানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা সুকান্ত মজুমদারের ৷ (ইটিভি ভারত)

এ দিন সুকান্ত মজুমদার বলেন, "যেভাবে রাজ্যের দুই সরকারি আমলাকে সরিয়ে নিলেন, তা সম্পূর্ণ অসাংবিধানিক ৷ মুখ্যমন্ত্রী সরকারি আমলাদের রাজনৈতিক কারণে ব্যবহার করছেন ৷ এটা ভারতের আর কোথাও দেখা যাবে না ৷ মুখ্যমন্ত্রী চাইছেন ভারতের মধ্যে বাংলাকে একটা দেশে পরিণত করার জন্য ৷ কিন্তু, আমরা তা করতে দেব না ৷"

অন্যদিকে, গত সাতদিন ধরে রাজ্যের বন্যা কবলিত এলাকায় ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ নিয়ে সুকান্তর দাবি, "মুখ্যমন্ত্রী চান যে, গোটা পশ্চিমবঙ্গের নজর আরজি কর থেকে সরিয়ে বন্যায় ঘুরিয়ে দেওয়া ৷ বন্যা পরিস্থিতি ভয়ংকর, সেটা আমরাও মানছি ৷ আমরাও সহযোগিতা করছি ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মিডিয়ায় প্রচারে টিকে থাকতে ৷ জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ৷ মমতা গেলেই পেটাবে ৷ ওঁকে বেশি দূরে যেতে মানা করব ৷ উনি তো আমারও মুখ্যমন্ত্রী ৷ কোনওভাবে যদি তিনি চ্যালা কাঠ দেখে ফেলেন, তাহলে আমারও তো মান-সম্মান যাবে ৷"

পাশাপাশি, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনে মুক্তির বিষয়ে সুকান্ত বলেন, "জামিনে ছাড়া পেয়েছেন, মুক্তি পাননি ৷ এখনও মামলা চলবে ৷ আর মুখ্যমন্ত্রীর পাশে তো জেলখাটা আসামিদের দেখাই যায় ৷ এবার অনুব্রত মণ্ডলকেও দেখা যাবে ৷ অসুবিধার কী আছে !"

এছাড়া চিকিৎসা পরিষেবায় দুর্নীতি ও উত্তরবঙ্গ লবির সক্রিয়তা নিয়েও, এ দিন তীব্র কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "উত্তরবঙ্গের মানুষের অন্য কিছুই তো ছিল না ৷ কিন্তু, মান-সম্মানটা ছিল ৷ চিকিৎসক সুশান্ত রায়ের জন্য এই উত্তরবঙ্গ লবি একদম সংবাদ শিরোনামে উঠে এসেছে ৷ এই তৃণমূল কংগ্রেসের পোষ্য পুত্ররা উত্তরবঙ্গের মান-সম্মান নষ্ট করে দিল ৷"

শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: রাজ্যের বন্যা পরিস্থিতি ও ডিভিসি থেকে রাজ্যের দুই আমলার পদত্যাগের বিষয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রের উত্তর-পূর্ব উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী আমলাদের রাজনৈতিকভাবে ব্যবহার করছেন ৷ এমনকি তাঁর বারবার বন্যা কবলিত এলাকায় যাওয়ার উদ্দেশ্য, আরজি কর-কাণ্ড থেকে মানুষের নজর ঘোরানো ৷

ডিভিসি থেকে আমলাদের সরানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা সুকান্ত মজুমদারের ৷ (ইটিভি ভারত)

এ দিন সুকান্ত মজুমদার বলেন, "যেভাবে রাজ্যের দুই সরকারি আমলাকে সরিয়ে নিলেন, তা সম্পূর্ণ অসাংবিধানিক ৷ মুখ্যমন্ত্রী সরকারি আমলাদের রাজনৈতিক কারণে ব্যবহার করছেন ৷ এটা ভারতের আর কোথাও দেখা যাবে না ৷ মুখ্যমন্ত্রী চাইছেন ভারতের মধ্যে বাংলাকে একটা দেশে পরিণত করার জন্য ৷ কিন্তু, আমরা তা করতে দেব না ৷"

অন্যদিকে, গত সাতদিন ধরে রাজ্যের বন্যা কবলিত এলাকায় ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ নিয়ে সুকান্তর দাবি, "মুখ্যমন্ত্রী চান যে, গোটা পশ্চিমবঙ্গের নজর আরজি কর থেকে সরিয়ে বন্যায় ঘুরিয়ে দেওয়া ৷ বন্যা পরিস্থিতি ভয়ংকর, সেটা আমরাও মানছি ৷ আমরাও সহযোগিতা করছি ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মিডিয়ায় প্রচারে টিকে থাকতে ৷ জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ৷ মমতা গেলেই পেটাবে ৷ ওঁকে বেশি দূরে যেতে মানা করব ৷ উনি তো আমারও মুখ্যমন্ত্রী ৷ কোনওভাবে যদি তিনি চ্যালা কাঠ দেখে ফেলেন, তাহলে আমারও তো মান-সম্মান যাবে ৷"

পাশাপাশি, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনে মুক্তির বিষয়ে সুকান্ত বলেন, "জামিনে ছাড়া পেয়েছেন, মুক্তি পাননি ৷ এখনও মামলা চলবে ৷ আর মুখ্যমন্ত্রীর পাশে তো জেলখাটা আসামিদের দেখাই যায় ৷ এবার অনুব্রত মণ্ডলকেও দেখা যাবে ৷ অসুবিধার কী আছে !"

এছাড়া চিকিৎসা পরিষেবায় দুর্নীতি ও উত্তরবঙ্গ লবির সক্রিয়তা নিয়েও, এ দিন তীব্র কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "উত্তরবঙ্গের মানুষের অন্য কিছুই তো ছিল না ৷ কিন্তু, মান-সম্মানটা ছিল ৷ চিকিৎসক সুশান্ত রায়ের জন্য এই উত্তরবঙ্গ লবি একদম সংবাদ শিরোনামে উঠে এসেছে ৷ এই তৃণমূল কংগ্রেসের পোষ্য পুত্ররা উত্তরবঙ্গের মান-সম্মান নষ্ট করে দিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.