ETV Bharat / state

পুজোর ছুটিতে ছুটবে স্পেশাল ট্রেন, কবে থেকে টিকিট মিলবে? - Durga Puja Special Train

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 5:01 PM IST

Updated : Aug 30, 2024, 6:11 PM IST

Durga Puja 2024: শারদোৎসবের আর বেশি দেরি নেই ৷ দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার জন্য যাঁরা যাঁরা প্ল্যান করছেন তাঁদের জন্য পূর্বরেল শোনাল সুখবর ৷ যদি পাহাড়ে যেতে চান তাহলে তো আর কথাই নেই ৷ রেল কর্তৃপক্ষ কবে থেকে সেই বিশেষ ট্রেনের টিকিট ছাড়ছে জানুন বিস্তারিত ৷

Durga Puja 2024
পুজোর ছুটিতে স্পেশাল ট্রেন (ইটিভি ভারত)

কলকাতা, 30 অগস্ট: পুজোর ছুটিতে ঘুরতে যাওয়া ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য সুখবর। বেশিরভাগ বাঙালি পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য ঠিক ষষ্ঠীর দিনটাই বেছে নেন । ওই সময় কেউ পুরী , কেউ কাশ্মীর, কেউবা দার্জিলিংকে গন্তব্যস্থল হিসাবে বেছে নেন। যদিও সময় মতো টিকিট কাটা অনেকেরই হয়ে ওঠে না, আর সেই সময় বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টের লাইন লম্বা থাকে। অথচ পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছেও সকলের থাকে। তাই তাঁদের চিন্তা দূর করতে ও যাত্রার বাধার মুশকিল আসান করতে পূর্ব রেল পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল।

কী বলছে পূর্বরেল (ইটিভি ভারত)
  • অক্টোবর মাসের 9, 16 তারিখ ও 30 তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের 6 তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য যাত্রীদের জন্য হাওড়া থেকে ছাড়বে 03027 আপ স্পেশাল ট্রেন।

আপ ট্রেনটির যাত্রাপথ- ট্রেনটি হাওড়া থেকে রাত 11টা 55 মিনিটে ছেড়ে ব্যান্ডেল জংশন, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল 10টা 45মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে।

  • যারা ইতিমধ্যেই ওই সময়ে দার্জিলিংয়ে যাওয়ার টিকিট পেয়েছেন কিন্তু আসার টিকিট কেটে উঠতে পারেননি তাদের জন্য আগামী অক্টোবর মাসের 10, 17, 31 এবং নভেম্বর মাসের 7 তারিখ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য 03028 ডাউন স্পেশাল ট্রেন চলবে।

ডাউন ট্রেনটির যাত্রাপথ- ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর 12টা 45মিনিটে যাত্রা শুরু করে আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম, ব্যান্ডেল হয়ে রাত 12টা 10মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে।

সুবিধা- ট্রেনটিতে 1টি এসি ফার্স্টক্লাস এবং এসি 2 টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি 2 টায়ার, 5টি এসি 3টায়ার, একটি এসি 3 ইকোনমি, 8টি স্লিপার কোচ এবং 3টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।

এছাড়াও আসন্ন পুজো, দীপাবলি এবং ছটপুজোর সময় যাত্রার উল্লেখযোগ্য চাহিদা উপলব্ধি করে, পূর্ব রেল শিয়ালদা, জয়নগর, কলকাতা ও পটনার মধ্যে দু'টি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ অতিরিক্ত যাত্রার বিকল্প প্রদান করে, পূর্ব রেল নিশ্চিত করতে চায় যে, যাত্রীরা যেন তাদের প্রিয়জনদের সঙ্গে উৎসবের মরশুম উদযাপন করতে পারেন যাত্রার বন্দোবস্ত নিয়ে কোনও চিন্তা ছাড়াই। এটি মাথায় রেখে, পূর্ব রেল 03187/03188 শিয়ালদা-জয়নগর-শিয়ালদা এবং 13035/03136 কলকাতা-পটনা-কলকাতা পুজো স্পেশাল চালাবে পূর্ব রেল।

আপ ও ডাউন ট্রেনটির যাত্রাপথ ও সুবিধা- 03187 শিয়ালদা-জয়নগর পুজো স্পেশাল ট্রেনটি- প্রতি শনিবার শিয়ালদা থেকে রাত 11টা 55 মিনিটে ছেড়ে পরের দিন দুপুর 2টো 25 মিনিটে জয়নগর পৌঁছবে যা 5 অক্টোবর থেকে 30 অক্টোবর (9টি ট্রিপ) পর্যন্ত চলবে ৷ 03188 জয়নগর-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার বিকেল 3টে 25 মিনিটে জয়নগর থেকে ছেড়ে পরের দিন ভোর 5টা 15 মিনিটে শিয়ালদায় পৌঁছাবে যা 6 অক্টোবর থেকে 1 ডিসেম্বর (9টি ট্রিপ) পর্যন্ত চলবে । ট্রেনটি উভয় দিকেই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝা, কিউল, বারুণী, সমস্তিপুর, দ্বারভাঙা, সাকরি এবং মধুবনী স্টেশনে থামবে । এই ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস ও শীততাপ নিয়ন্ত্রিত আসনের ব্যবস্থা থাকবে।

আপ ও ডাউন ট্রেনটির যাত্রাপথ ও সুবিধা- 03135 কলকাতা-পটনা পুজো স্পেশাল প্রতি মঙ্গলবার কলকাতা থেকে রাত 11টা 50 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 10টা 25 মিনিটে পটনায় পৌঁছবে যা 1 অক্টোবর থেকে 26 নভেম্বর (9টি ট্রিপ) পর্যন্ত চলবে এবং 03136 পটনা-কলকাতা পুজো স্পেশাল প্রতি বুধবার দুপুর 12টা 15 মিনিটে পটনা থেকে ছেড়ে একইদিনে রাত 11টা 55 মিনিটে কলকাতা পৌঁছবে যা 02.10.2024 থেকে 27.11.2024 (9টি ট্রিপ) পর্যন্ত চলবে। ট্রেনটি উভয়দিকেই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝা, কিউল, মোকামো, বখতিয়ারপুর এবং পটনা সাহেব স্টেশনে থামবে। এই ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস ও শীততাপ নিয়ন্ত্রিত আসনের ব্যবস্থা থাকবে ৷ 03187 শিয়ালদা-জয়নগর পুজো স্পেশাল এবং 03135 কলকাতা-পটনা পুজো স্পেশাল এর বুকিংয়ের বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলেই পূর্ব রেল জানিয়েছে।

কলকাতা, 30 অগস্ট: পুজোর ছুটিতে ঘুরতে যাওয়া ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য সুখবর। বেশিরভাগ বাঙালি পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য ঠিক ষষ্ঠীর দিনটাই বেছে নেন । ওই সময় কেউ পুরী , কেউ কাশ্মীর, কেউবা দার্জিলিংকে গন্তব্যস্থল হিসাবে বেছে নেন। যদিও সময় মতো টিকিট কাটা অনেকেরই হয়ে ওঠে না, আর সেই সময় বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টের লাইন লম্বা থাকে। অথচ পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছেও সকলের থাকে। তাই তাঁদের চিন্তা দূর করতে ও যাত্রার বাধার মুশকিল আসান করতে পূর্ব রেল পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল।

কী বলছে পূর্বরেল (ইটিভি ভারত)
  • অক্টোবর মাসের 9, 16 তারিখ ও 30 তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের 6 তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য যাত্রীদের জন্য হাওড়া থেকে ছাড়বে 03027 আপ স্পেশাল ট্রেন।

আপ ট্রেনটির যাত্রাপথ- ট্রেনটি হাওড়া থেকে রাত 11টা 55 মিনিটে ছেড়ে ব্যান্ডেল জংশন, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল 10টা 45মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে।

  • যারা ইতিমধ্যেই ওই সময়ে দার্জিলিংয়ে যাওয়ার টিকিট পেয়েছেন কিন্তু আসার টিকিট কেটে উঠতে পারেননি তাদের জন্য আগামী অক্টোবর মাসের 10, 17, 31 এবং নভেম্বর মাসের 7 তারিখ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য 03028 ডাউন স্পেশাল ট্রেন চলবে।

ডাউন ট্রেনটির যাত্রাপথ- ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর 12টা 45মিনিটে যাত্রা শুরু করে আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম, ব্যান্ডেল হয়ে রাত 12টা 10মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে।

সুবিধা- ট্রেনটিতে 1টি এসি ফার্স্টক্লাস এবং এসি 2 টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি 2 টায়ার, 5টি এসি 3টায়ার, একটি এসি 3 ইকোনমি, 8টি স্লিপার কোচ এবং 3টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।

এছাড়াও আসন্ন পুজো, দীপাবলি এবং ছটপুজোর সময় যাত্রার উল্লেখযোগ্য চাহিদা উপলব্ধি করে, পূর্ব রেল শিয়ালদা, জয়নগর, কলকাতা ও পটনার মধ্যে দু'টি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ অতিরিক্ত যাত্রার বিকল্প প্রদান করে, পূর্ব রেল নিশ্চিত করতে চায় যে, যাত্রীরা যেন তাদের প্রিয়জনদের সঙ্গে উৎসবের মরশুম উদযাপন করতে পারেন যাত্রার বন্দোবস্ত নিয়ে কোনও চিন্তা ছাড়াই। এটি মাথায় রেখে, পূর্ব রেল 03187/03188 শিয়ালদা-জয়নগর-শিয়ালদা এবং 13035/03136 কলকাতা-পটনা-কলকাতা পুজো স্পেশাল চালাবে পূর্ব রেল।

আপ ও ডাউন ট্রেনটির যাত্রাপথ ও সুবিধা- 03187 শিয়ালদা-জয়নগর পুজো স্পেশাল ট্রেনটি- প্রতি শনিবার শিয়ালদা থেকে রাত 11টা 55 মিনিটে ছেড়ে পরের দিন দুপুর 2টো 25 মিনিটে জয়নগর পৌঁছবে যা 5 অক্টোবর থেকে 30 অক্টোবর (9টি ট্রিপ) পর্যন্ত চলবে ৷ 03188 জয়নগর-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার বিকেল 3টে 25 মিনিটে জয়নগর থেকে ছেড়ে পরের দিন ভোর 5টা 15 মিনিটে শিয়ালদায় পৌঁছাবে যা 6 অক্টোবর থেকে 1 ডিসেম্বর (9টি ট্রিপ) পর্যন্ত চলবে । ট্রেনটি উভয় দিকেই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝা, কিউল, বারুণী, সমস্তিপুর, দ্বারভাঙা, সাকরি এবং মধুবনী স্টেশনে থামবে । এই ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস ও শীততাপ নিয়ন্ত্রিত আসনের ব্যবস্থা থাকবে।

আপ ও ডাউন ট্রেনটির যাত্রাপথ ও সুবিধা- 03135 কলকাতা-পটনা পুজো স্পেশাল প্রতি মঙ্গলবার কলকাতা থেকে রাত 11টা 50 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 10টা 25 মিনিটে পটনায় পৌঁছবে যা 1 অক্টোবর থেকে 26 নভেম্বর (9টি ট্রিপ) পর্যন্ত চলবে এবং 03136 পটনা-কলকাতা পুজো স্পেশাল প্রতি বুধবার দুপুর 12টা 15 মিনিটে পটনা থেকে ছেড়ে একইদিনে রাত 11টা 55 মিনিটে কলকাতা পৌঁছবে যা 02.10.2024 থেকে 27.11.2024 (9টি ট্রিপ) পর্যন্ত চলবে। ট্রেনটি উভয়দিকেই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝা, কিউল, মোকামো, বখতিয়ারপুর এবং পটনা সাহেব স্টেশনে থামবে। এই ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস ও শীততাপ নিয়ন্ত্রিত আসনের ব্যবস্থা থাকবে ৷ 03187 শিয়ালদা-জয়নগর পুজো স্পেশাল এবং 03135 কলকাতা-পটনা পুজো স্পেশাল এর বুকিংয়ের বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলেই পূর্ব রেল জানিয়েছে।

Last Updated : Aug 30, 2024, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.