ETV Bharat / state

বাংলায় কমপক্ষে 22 আসন পাবে বিজেপি ! দাবি আত্মবিশ্বাসী শান্তনু ঠাকুরের - Shantanu Thakur - SHANTANU THAKUR

Shantanu Thakur: রাজ্যে বিজেপির আসন সংখ্যা নিয়ে নয়া তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তৃণমূল কতগুলি আসন পাবে তাও জানিয়ে দিলেন তিনি ৷

Shantanu Thakur
শান্তনু ঠাকুর (সৌ: টুইটার)
author img

By ANI

Published : Jun 3, 2024, 10:03 AM IST

বনগাঁ, 3 জুন: রাত পোহালেই সপ্তদশ লোকসভা ভোটের ফল ঘোষণা ৷ আর তার আগের দিনই রাজ্যের ফলাফল বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ লোকসভা ভোটে রাজ্যে কোন দল কতগুলি আসন পেতে চলেছে সোমবার তারও হিসাব দিলেন শান্তনু ঠাকুর ৷ একই সঙ্গে, বিজেপি যে রাজ্যে নির্ণায়ক ভূমিকায় থাকতে চলেছে, তাও দাবি করেছেন বনগাঁর বিজেপি প্রার্থী ৷

সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি যে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে তা নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী শান্তনু ঠাকুর ৷ বিজেপির জয় নিয়ে দৃঢ় আস্থা প্রকাশ করে এদিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, বিজেপি পশ্চিমবঙ্গে 22টি আসন জিতবে ৷ তাঁর কথায়, "তৃণমূল 19টি আসন জিতবে এবং কংগ্রেস একটি আসনে জিতবে।" সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "আমরা 22টি আসন জিতবই।"

সাত দফায় প্রায় দুই মাসেরও বেশি সময় এবার দেশ জুড়ে ভোট হয়েছে ৷ শনিবার ছিল শেষ দফার ভোট ৷ এরপরই সামনে এসেছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা ৷ যেখানে প্রায় সবকটি সংস্থাই দেখিয়েছে রাজ্যে বিজেপির ভালো ফলের আশা রয়েছে ৷ সেই সঙ্গে গতবারের তুলনায় গেরুয়া শিবিরের আসন এবং ভোটের শতাংশও বাড়বে বলেও মনে কা হচ্ছে ৷ আর সেই বুথ ফেরত সমীক্ষা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপি-তৃণমূল একে অপরের দিকে কটাক্ষও ছুড়ে দিয়েছে ৷ যেখানে বিজেপি স্পষ্টতই বলছে, রাজ্যে তারা কমপক্ষে 30টি আসন পাবে, সেখানে তৃণমূল এই এক্সিট পোলকে মান্যতা দিতেই নারাজ ৷ তারপরও অবশ্য গণনার দিন তৃণমূলের নেতা-কর্মীদের সজাগ থাকতে বলেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই টানাপোড়েনের মাঝেই এবার নয়া দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ আসন নিয়ে দিলেন নয়া তথ্যও ৷ (এএনআই)

বনগাঁ, 3 জুন: রাত পোহালেই সপ্তদশ লোকসভা ভোটের ফল ঘোষণা ৷ আর তার আগের দিনই রাজ্যের ফলাফল বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ লোকসভা ভোটে রাজ্যে কোন দল কতগুলি আসন পেতে চলেছে সোমবার তারও হিসাব দিলেন শান্তনু ঠাকুর ৷ একই সঙ্গে, বিজেপি যে রাজ্যে নির্ণায়ক ভূমিকায় থাকতে চলেছে, তাও দাবি করেছেন বনগাঁর বিজেপি প্রার্থী ৷

সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি যে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে তা নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী শান্তনু ঠাকুর ৷ বিজেপির জয় নিয়ে দৃঢ় আস্থা প্রকাশ করে এদিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, বিজেপি পশ্চিমবঙ্গে 22টি আসন জিতবে ৷ তাঁর কথায়, "তৃণমূল 19টি আসন জিতবে এবং কংগ্রেস একটি আসনে জিতবে।" সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "আমরা 22টি আসন জিতবই।"

সাত দফায় প্রায় দুই মাসেরও বেশি সময় এবার দেশ জুড়ে ভোট হয়েছে ৷ শনিবার ছিল শেষ দফার ভোট ৷ এরপরই সামনে এসেছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা ৷ যেখানে প্রায় সবকটি সংস্থাই দেখিয়েছে রাজ্যে বিজেপির ভালো ফলের আশা রয়েছে ৷ সেই সঙ্গে গতবারের তুলনায় গেরুয়া শিবিরের আসন এবং ভোটের শতাংশও বাড়বে বলেও মনে কা হচ্ছে ৷ আর সেই বুথ ফেরত সমীক্ষা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপি-তৃণমূল একে অপরের দিকে কটাক্ষও ছুড়ে দিয়েছে ৷ যেখানে বিজেপি স্পষ্টতই বলছে, রাজ্যে তারা কমপক্ষে 30টি আসন পাবে, সেখানে তৃণমূল এই এক্সিট পোলকে মান্যতা দিতেই নারাজ ৷ তারপরও অবশ্য গণনার দিন তৃণমূলের নেতা-কর্মীদের সজাগ থাকতে বলেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই টানাপোড়েনের মাঝেই এবার নয়া দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ আসন নিয়ে দিলেন নয়া তথ্যও ৷ (এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.